হার্ডডিস্কের আয়ু বাড়ানোর জন্য করণীয়

কম্পিউটারের সবচেয়ে স্বর্শকাতর বস্তু হচ্ছে হার্ডডিস্ক।একটি কম্পিউটারের সবকিছু তার হার্ডডিস্কে জমা থাকে। কিন্তু আমাদের সামান্য অবহেলার কারণে হার্ডডিস্ক যখন তখন তখন বিগড়ে গিয়ে প্রয়োজনীয় ডাটা সমূহ লস হয়ে যেতে পারে। তাই আসুন হার্ডডিস্ক সম্পর্কে কিছু বিষয় জেনে নেই।

  • প্রতিটি হার্ডডিস্কে সর্বোচ্চ 4 টি প্রাইমারি পার্টিশন সাপোর্ট করে। প্রাইমারি পার্টিশন হল Fixed পার্টিশন। অর্থ্যাৎ আপনি প্রতিটি প্রাইমারি পার্টিশনের ভিতর অনেকটি Logical ড্রাইভ তৈরী করতে পারেন। কিন্তু প্রাইমারি পার্টিশনটি ডিলিট করলে এর অধীনে যত লজিকাল ড্রাইভ আছে সবগুলো ডিলিট হয়ে যাবে তাই আপনি মূল্যবান ডাটা বিনা নোটিসে হারাতেও পারেন।
  • পাটিশন হল হার্ড্ ডিস্কের ফিজিক্যাল সেক্টর বা ভাগ করা অংশ। যেমন: সাধারণ একটি হার্ড ডিস্ককে আপনি সর্ব্বেোচ্চ চারটি অংশে ভাগ করতে পারেন। নতুন কেনা হার্ড ডিস্কে সাধারণত কোন পার্টি শন করা থাকে না। উইন্ডোজ 7 বা 8 সেটাপ দেয়ার সময় দুটি প্রাইমারি পার্টিশন তৈরি করে। একটি System reserved অপরটি অপারেটিং সিস্টেমের জন্য। তবে আপনি চাইলে একটিতেও সেটাপ দিতে পারেন। কিন্তু System boot এর ফাইলগুলো সুরক্ষিত রাখতে দুটিই তৈরী করা ভালো।
  • এই দুটি পার্টিশন ছাড়াও আরও দুটি প্রাইমারি পাটিশন তৈরী করতে পারবেন। তবে একটিই ভালো। কারণ একটি প্রাইমারি পার্টিশন থাকলে তার ভেতর প্রয়োজনে অনেকটি লজিকাল ড্রাইভ রাখতে পারেন। ডিফ্রাগমেন্ট, কপি, পেস্ট করতে স্পীড পাবেন।
  • হার্ডড্রাইভে সাধারণত একটি একটিভ পার্টি শন থাকে সিস্টেম বুট করার জন্য। আপনি ইচ্ছা করলে যে কোন পার্টি শনকে একটিভ করতে পারেন। তবে একসাথে দুটি পার্টি শন একটিভ করা যাবে না।
  • হার্ড ডিস্ক এ খুব বেশি ইফেক্ট পড়ে এরকম কাজ দীর্ঘ ক্ষণ করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। তাহলে হার্ডডিস্কের আয়ু কমবে না।
  • অপ্রয়োজনে বারবার ভাইরাস ক্যান প্রোগ্রাম সেটাপ-রিমুভ দেয়া ইত্যাদি কাজ থেকে বিরত থাকার চেষ্টা করুন। কারণ এগুলো বেশি  ডিস্ক ব্যবহার করে।
  • নিয়মিত ডিস্ক ক্লিনআপ এবং ডিফ্রাগমেন্ট করুন। বিশেষ করে আপনি যদি ইন্টারনেট ব্রাউজ করেন। কারণ ইন্টারনেটে দেখা পেজের ডাটাগুলো কম্পিউটারে সেভ হয়ে যায়।
  • ডিস্ক ক্লিন করার জন্য Disk Cleanup or C Cleaner ব্যবহার করতে পারেন। ক্লিন করার পর ডিফ্রাগমেন্ট করুন।
  • ডিস্ক ডিফ্রাগমেন্ট হল আপনার হার্ডডিস্কের কাটা-ছেড়া ফাইলগুলো একত্রিত করা। এই কাটা-ছেড়া ফাইলগুলো রিড করার জন্য হার্ডডিস্কের পিনকে অধিক লাফালাফি করতে হয় তাই একদিকে যেমন সময়ের অপচয় হয় অন্যদিকে ডিস্কের  আয়ু ও কমতে থাকে।
  • ডিফ্রাগমেন্ট করার পুর্বে 
  • ডিফ্রাগমেন্ট করার পরে
  • ডিফ্রাগমেন্ট করার জন্য Iobit Disk Defragmenter ব্যবহার করতে পারেন। http://iobit.com থেকে ডাউনলোড করে।অত্যন্ত কার্য করী একটি সফটওয়্যার। তাছাড়া আরও অনেক ডিফ্রাগমেন্টার বা উইন্ডোজের ডিস্ক ডিফ্রাগমেন্টার ও ব্যবহার করতে পারেন।
  • অধিক তাপমাত্রায় একনাগাড়ে বেশিক্ষণ কম্পিউটার ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে 15/20 মিনিট স্লীপে রেখে আবার কাজ শুরু করুন। হার্ড ডিস্কের তাপমাত্রা মনিটর করতে HD Sentinel সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
  • ডিস্ক সুরক্ষিত রাখার জন্য ভালো একটি এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। কারণ কিছু কিছু ভাইরাস এমন আছে যেগুলো শুধু ড্রাইভের ফাইল/ফো্ল্ডার নষ্টই করে না বরং ড্রাইভকে নষ্ট করে দেয় যাতে আপনি ফরম্যাট না করে প্রবেশ করতে না পারেন।

আজ এখানেই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।

আমাকে ফেসবুকে পেতে হলে http://facebook.com/sbinashiq

Level 0

আমি Saifur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

যত বেশি পার্টিশন হবে ততবেশি র‌্যামের প্রয়োজন পড়বে — কিভাবে বেশি পার্টিশন র‌্যামের উপর চাপ ফেলে একটু বলবেন কি ?? আমার পিসি টে ৬ টা পার্টিশন আছে। অথছ স্পীড নিয়ে কোন কমতি নেই।

“খুব বেশি কপি-পেষ্ট করা থেকে বিরত থাকুন। কারন বেশি করে কপি-পেস্ট করার ফলে হার্ডডিস্কের আযূ কমে যেতে পারে।”
কপি-পেষ্ট করার সাথে হার্ডডিস্কের আযূর কি সম্পর্ক ? হার্ডডিস্ক বেশি ব্যাবহার করলেও আয়ু কমে জেতে পারে। সেটা কপি-পেষ্ট করা হোক আর ফাইল রিড রাইট হোক আর ডিস্ক ডিফ্রাগমেন্ট করার জন্য হোক। বেশি বেশি ব্যাবহার করলে এমনিতেই সব জিনিষের আয়ু কমে।

ডিফ্রাগমেন্ট করার জন্য Iobit Disk Defragmenter ব্যবহার করতে হবে কেন ? এমন কি আছে এটাতে যা অন্য কোন ইউটিলিটি সফটওয়্যারে নেই।

হার্ড ডিস্কের তাপমাত্রা মনিটর করার কি দরকার পড়ল। যারা বিভিন্ন ভিডিও এডিটিং, সার্ভার, ডেটা সেন্টার, নিয়ে কাজ করেন তাদেরকে তো হার্ড ডিস্কের তাপমাত্রা মনিটর করার দরকার পড়ে না।

    @newboy:
    অপ্রয়োজনে কপি-পেস্ট, স্ক্যান, ডিফ্রাগমেন্ট ইত্যাদি করলে আয়ু তো কমতে থাকবেই। আর Iobit Disk Defragmenter এর আলাদা বৈশিষ্ট হচ্ছে হার্ডডিস্কের স্পীড কমেছে দেখলেই অটোমেটিক ডিফ্রাগমেন্ট করে দিবে এবং অতি দ্রুত ডিফ্রাগমেন্ট করে। আর প্রতিটি হার্ডডিস্ক অবশ্যই বেশি না হলেও কিছুটা করে র‌্যাম ব্যবহার করে ইনডেস্ক এর জন্য। তবে আপনার কম্পিউটারে মাত্র 6 টা পার্টিশন আছে 15/20 টা তো নয় যে র‌্যাম একটু বেশি ব্যবহার হচ্ছে কি না দেখবেন।

      Level 0

      @Saifur Rahman: ভাই আপনি আজ পর্যন্ত এমন কোন পিসি দেখেছেন কি যেটার হার্ডদিস্কে ১৫/২০ টা পার্টিশন থাকে।

      আপনি লিখেছেন ” Iobit Disk Defragmenter এর আলাদা বৈশিষ্ট হচ্ছে হার্ডডিস্কের স্পীড কমেছে দেখলেই অটোমেটিক ডিফ্রাগমেন্ট করে দিবে এবং অতি দ্রুত ডিফ্রাগমেন্ট করে।” তা Iobit Disk Defragmenter কিভাবে বুঝবে যে হার্ডডিস্কের স্পীড কমেছে ?? নিশ্চই এর জন্য তাকে সিস্টেম ট্রে অথবা ব্যাকগ্রাউন্ড সার্ভিসে একটিভ থাকতে হবে। তার মানে বাড়তি কিছু র‍্যাম এবং সিপিএউ পাওয়ার খরচ।

      কেন ভাই এই সব না করে সপ্তাহে একদিন একটু অবসর সময় নিয়ে iobit Advanced System care সফটওয়্যারটা দিয়ে SCAN করলে বেশি ভাল হয় না ?? তাতে আপনার পুরো পিসি টার CARE হয়ে যায়।

পার্টিশন সম্পর্কে সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

খুব সুন্দর লাগল।

Level 0

শুরুতেই বলি আমি কোন হার্ডওয়্যার গীক নই।তবে আপনার কথাগুলো কিছুটা এলোমেলো মনে হল আমার।
দয়া করে আগে ছবিটি দেখুন http://tinyurl.com/ahedxk9

আপনি বলেছেন “… আপনি প্রতিটি প্রাইমারি পার্টিশনের ভিতর অনেকটি Logical পার্টিশন তৈরী করতে পারেন।..” কিন্তু ছবিটি দেখুন. “লজিক্যাল পার্টিশন” নামে কোন শব্দ এখানে নেই।যা আছে তা হল “লজিক্যাল ড্রাইভ”।আর লজিক্যাল ড্রাইভগুলা “এক্সটেন্ডেড” পার্টিশনের অন্তর্গত।
আবার বলেছেন “…প্রাইমারি পার্টিশনটি ডিলিট করলে এর অধীনে যত লজিকাল পার্টিশন আছে..” ছবিতে দেখুন প্রাইমারী পার্টিশনের অন্তর্গত কোন লজিক্যাল পার্টিশন নেই।এখানে যা অছে তা হল এক্সটেন্ডেড পার্টিশনের অন্তর্গত “লজিক্যাল ড্রাইভ”।
এর কি উত্তর দেবেন ?

    @Mobstar: আমার লেপটপের হাডডিক্স পাটিশন হচ্ছে কিন্তু ফরমেট নিয়ে অপেরেটিং নিচ্ছে না। দয়া করে সাহায্য করবেন আমি আপনাকে শিবগঞ্জের আদি চমচম খাওয়াব।

      Level 2

      @আব্দুর রব: Apnar Laptoper Processor ki? Apni ki Operating system load ditesen ektu janan?

        @farhadjoy: আমি হাডডিক্স খুলে এক্সপি/৭/৮/মিন্ট/উবুন্টু ইত্যাদি দিয়ে দেখেছি কাজ হয়নি? পাটিশন মেজিক ইত্যাদি দিয়েও দেখেছি?

      Level 0

      @আব্দুর রব: শুনুন পার্টিশন করার সময় যে ফরমেট করতে বলে তখন ফুল ফরমেট দিবেন।সেভেন ইন্সটলের সময় কুইক হয় ডিফল্টভাবে।আর এক্সপি ইন্সটলের সময় কুইক/ফুল ফরমেট সিলেক্ট করার অপশন দেখায়।যদি ফুল ফরমেট সফল হয় তো বুঝবেন যে হার্ডডিস্ক ঠিক আছে।কুইক ফরমেট দিলে এটা আর চেক করবেনা যে সমস্যা আছে কিনা।সবচেয়ে ভালো হবে যদি হার্ডডিক্সটি খুলে নিয়ে একটি এনক্লোজার দিয়ে আরেকটি পিসিতে ভালো কোন ডিক্স ইউটিলিটি যেমন নরটন ডিক্স ডক্টর দিয়ে এরর চেক এন্ড ফিক্স করেন।অথবা প্রয়োজনবোধে ফুল হার্ডডিক্স পার্টিশন ম্যাজিক দিয়ে রিপার্টিশন করে দেখতে পারেন।
      হার্ডডিক্সে ফিজিক্যাল কোন সমস্যা হলে অনেক সময় অ্যাবনরমাল ভাইব্রেশন হয়।এটা বুঝতে পারবেন যদি অভিজ্ঞ হন তখন হার্ডডিক্স রান করার সময় স্পর্শ করলে।

    @Mobstar:
    হ্যা ভাই ! লজিক্যাল ড্রাইভ। ধন্যবাদ

Level 0

অথবা ছবিটি এখানেও দেখুন→ http://goo.gl/cAo8x

vai ami windows 7 setup diyesi and hard disk er 4ta drive koresi.. amar hard disk 250gb. and 3ta drive thik ase…. tobe akta drive a system reserved hoye 99 mb hoye gese.. but oi drive ta 70 gb kora silo.. tahole baki jayga gulor ki holo? and er solution ta ki aktu help pls?????????

সুন্দর

ভালো লিখেছেন……… ধন্যবাদ।

Level 2

good tune…tnx….harddisk 3 mas por por formate kore setup dile ki kono khoti hoy harddisker??

ভাই সব ভাগ্যের উপর নীরবর করে আমার এক ভাই যখন পিসি ক্রয় করল বাড়িতে এসে পিসি অন করার পর দেখল হার্ডদিসক্স নষ্ট তখন এবার নিউ একটা নেয়া আসল । সব ভাগ্যের উপর নিরবির

আমার লেপটপের হাডডিক্স পাটিশন হচ্ছে কিন্তু ফরমেট নিয়ে অপেরেটিং নিচ্ছে না। দয়া করে সাহায্য করবেন আমি আপনাকে শিবগঞ্জের আদি চমচম খাওয়াব।

    @আব্দুর রব:
    উন্ডোজ ৭ ও ভিস্তা- সেটাপ এর সময় সি ড্রাইভ ডিলিট করে দিন। তার পর সি ড্রাইভ ক্লিক করুন, এর পর নিউতে ক্লিক করে দিন। এখন নেকস্ট করে যান। দেখবেন কাজ হয়েছে ।
    *এক্সপি তে একটু জামেলা করে । তাই সহজ করে উন্ডোজ ৭ বা ভিস্তা সেটাপ দেন।

disk partition samporke khub valo laglo,chaliye jan
vai ami hardware network sikhchhi, parle ei samporke ekyu post korben
tnksssssss………….

Level 0

amar hard disk er data gulo format hoye gayse ………… ki vhabe anbo
pls help me………….

    @ahamed2012:
    আপনি উন্ডোজ সেটাপ দেবেন না,তাহলে আর কাজ হবে না।আপনি যদি ঢাকায় থাকেন তাহলে আইডিবিতে চলে আসেন।রাইয়েন্স এর শোরুমে,এখানে হার্ডিস্ক রিকোবারি করে ।আর যদি দুরে থাকে পরিচিত আইটি প্রগ্রামার কে বলুন।আপনি নিজে করতে যাবেন না।তাহলে একটু ভুলে সব যাবে।

NICE POST>>THANKS

Hard Disk Regenerator

link ache?

Level 0

ভাল টিউন করেছেন,থাঙ্কস।