আসসালামু আলাইকুম।
আমরা সবাই নিশ্চয়ই জানি যে মাইক্রোসফট উইন্ডোজ 8 রিলিজ করেছে। যারা নতুনের সাথে তাল মিলিয়ে চলতে চান তারা নিশ্চয়ই পিসিতে সেটাপ দিয়ে ফেলেছেন। তবে সেটাপ দিয়ে অনেকে নিশ্চয়ই আমার মত বিপদে পড়েছেন। বিপদের কারণগুলো হচ্ছে অনেক সময় পিসি স্টার্ট করলে স্টার্ট স্ক্রিনের পরিবর্তে কালো মনিটরে শুধু মাউস কার্সর ছাড়া আর কিছূ আসে না তখন আবার রিস্টার্ট দিতে হয় আবার অনেকের কম্পিউটারে মেট্রো এপস্ রান হয় না। রান করতে চাইলে পিসি হ্যাং হয়ে যায় ইত্যাদি ইত্যাদি।
আমরা পিসিতে উইন্ডোজ ৮ সেটাপ দিব কি না সেই সিদ্ধান্ত নেবার আগে আসুন উইন্ডোজ 7 এবং 8 এর মধ্যে পা্র্থক্যগুলো জেনে নেই।
আপনি যদি উইন্ডোজ 8 সেটাপ দিতে চান তাহলে আপনার কম্পিউটারের ওয়েবসাইটে গিয়ে দেখুন তারা উইন্ডোজ 8 এর জন্য কোন HotFix এর ডাউনলোড লিংক দিয়েছে কি না, যদি দেয় তাহলে ডাউনলোড করে উইন্ডোজ 8 এ সেটাপ দিন।
অনেক কোম্পাণী তাদের পিসিগুলোর মডেল ওয়েবসাইটে উল্লেখ করেছে যেগুলোতে উইন্ডোজ 8 সেটাপ দেয়া যাবে। তাই সার্চ করে দেখুন আপনার সেখানে মডেলটির কথা উল্ল্যেখ আছে কি না। না থাকলে কোম্পাণীর সাপোর্ট সেন্টারে লাইভ চ্যাট করে দেখতে পারেন।
আপনার কম্পিউটারটি যদি নেটবুক হয় তাহলে 8 সেটাপ দেয়ার পর ম্যাট্রো এপস গুলো আনইন্সটল করে নিন। কারণ নেটবুকে (আমার জানামতে) ম্যাট্রা এপস রান করলে হ্যাং হয়ে যায়।
উইন্ডোজ এইট একটিভ করার জন্য অনেক ড্রপার আছে। কিন্তু আপনি ড্রপারগুলো সঠিকভাবে ব্যবহার না করলে পিসির স্টার্টআপে সমস্যা হতে পারে তাই ড্রপারগুলো ব্যবহার করার আগে এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন।
ড্রপার প্রয়োগ করার আগে Important Updates ডাউনলোড ও ইন্সটল করে নিলে ভালো হয়। পরে আপডেট দিলে একটিভেশন ডিএকটিভ হয়ে যেতে পারে তাই আবার একটিভেটর রান করা লাগতে পারে।
অনেক এন্টিভাইরাস এক্টিভেটরগুলোকে ভাইরাস হিসাবে ধরতে পারে তাই একটিভ করার সময় এন্টিভাইরাস ডিজ্যাবল রাখুন। দুই নম্বরি কাজ করতে হলে ভাইরাস তো লাগবেই। তাই উদ্বিগ্ন হবার কোন কারণ নেই। তবে ভিডিওতে দেখানো একটিভেটর গুলো ছাড়া অন্য কোন অজানা একটিভেটর ব্যবহার করতে চাইলে অবশ্যই সতর্ক থাকবেন।
8 সেটাপ দেয়ার পর তাড়াতাড়ি একটি এন্টিভাইরাস সেটাপ দিবেন। কারণ, উইন্ডোজ 8 এর যে বিল্ট ইন এন্টিভাইরাস রয়েছে তা স্ক্যান করতে অনেক সময় নেয় তাই আপনার মনে হতে পারে উইন্ডোজ 8 সেভেনের চেয়েও খারাপ।
র্যাম চার গিগাবাইটের বেশি না হলে 32 বিটই ভালো।
আশা করি আর কোন সমস্যা হবেনা কারণ উইন্ডোজ 8 সেভেনের চেয়ে অনেক ভালো এবং ফাস্ট। তাই পারলে আজই উইন্ডোজ 8 ব্যবহার করা আরম্ভ করুন।
আজ এখানেই ! আল্লাহ হাফেজ !
আমাকে ফেসবুকে পেতে হলে http://facebook.com/sbinashiq
(মন্তব্য করতে ভূলবেন না)
আমি Saifur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Windows7 না Windows8 না XP আমার কাছে ভালো লাগে, পুরানো হলেও Xp Windows7 আর Windows8 থেকে ভালো। 🙂