Windows 7 না Windows 8? কোনটি ব্যবহার করা উচিৎ

আসসালামু আলাইকুম।

আমরা সবাই নিশ্চয়ই জানি যে মাইক্রোসফট উইন্ডোজ 8 রিলিজ করেছে। যারা নতুনের সাথে তাল মিলিয়ে চলতে চান তারা নিশ্চয়ই পিসিতে সেটাপ দিয়ে ফেলেছেন। তবে সেটাপ দিয়ে অনেকে নিশ্চয়ই আমার মত বিপদে পড়েছেন। বিপদের কারণগুলো হচ্ছে অনেক সময় পিসি স্টার্ট করলে স্টার্ট স্ক্রিনের পরিবর্তে কালো মনিটরে শুধু মাউস কার্সর ছাড়া আর কিছূ আসে না তখন আবার রিস্টার্ট দিতে হয় আবার অনেকের কম্পিউটারে মেট্রো এপস্ রান হয় না। রান করতে চাইলে পিসি হ্যাং হয়ে যায় ইত্যাদি ইত্যাদি।

আমরা পিসিতে উইন্ডোজ ৮ সেটাপ দিব কি না সেই সিদ্ধান্ত নেবার আগে আসুন উইন্ডোজ 7 এবং 8 এর মধ্যে পা্র্থক্যগুলো জেনে নেই।

  • 1। উইন্ডোজ 7 এর চেয়ে 8 অত্যধিক ফাস্ট, শক্তিশালী, সুরক্ষিত এবং সহজ। কারণ উইন্ডোজ 8 এ রয়েছে শক্তিশালী বিল্ট ইন এন্টিভাইরাস এবং এতে উইন্ডোজ 7 এর মত ডেস্কটপ উইন্ডো ম্যানেজার ( ডেস্কটপ উইন্ডো ম্যানেজার Aero Gass Effect and Style নিয়ন্ত্রণ করে) এবং এজন্য অধিক সিপিইউ ও র‌্যামের প্রয়োজন হয় কিন্তু উইন্ডোজ 8 এ ডেস্কটপ উইন্ডো ম্যানেজার নেই তাই এটি ফাস্ট।
  • 2। উইন্ডোজ সেভেনে অত্যধিক স্টাইলের জন্য ছোট ছোট পিকচার (রিসোর্স ) ইত্যাদি ব্যবহার করা হয়েছে কিন্তু উইন্ডোজ 8 এ রিসোর্স এর পরিবর্তে কালার ব্যবহার করা হয়েছে। যেমন: ওয়েবসাইটে পিকচার এর পরিবর্তে সিএসএস স্টাইল ব্যবহার করা হয়। যারা ওয়েব ডিজাইন করেন তারা নিশ্চয়ই জানেন যে সিএসএস দিয়ে তৈরী করা পেজ পিকচারের চেয়ে অধিক দ্রুত লোড হয়।
  • 3। উইন্ডোজ 8 স্টার্ট হতে সময় নেয় না কিন্তু শাট ডাউন হতে অধিক সময় নেয়। কারণ: উইন্ডোজ 8 শাট ডাউন হবার সময় কাজগুলো সেভ করে রাখে যাতে স্টার্ট আপের সময় দ্রুত স্টাট করা যায়।
  • 4। উইন্ডোজ 7 এ পিসি শাট ডাউন দিলে রিস্টার্ট এর কাজ হয়ে যাবে কিন্তু উইন্ডোজ 8 এ হবে না। এজন্য রিস্টার্টই দিতে হবে এবং রিস্টার্ট দিলে উইন্ডোজ 7 মত 8 ও অধিক সময় নিয়ে স্টার্ট হবে।
  • 5। উইন্ডোজ 8 এর ম্যাট্রো এপস গুলো রান করতে হলে মিনিমাম 1024*768 পিক্সেল ডিসপ্লে থাকতে হবে তাই নেটবুকে উইন্ডোজ 8 চালাতে অসুবিধা হতে পারে।

করণীয়:

আপনি যদি উইন্ডোজ 8 সেটাপ দিতে চান তাহলে আপনার কম্পিউটারের ওয়েবসাইটে গিয়ে দেখুন তারা উইন্ডোজ 8 এর জন্য কোন HotFix এর ডাউনলোড লিংক দিয়েছে কি না, যদি দেয় তাহলে ডাউনলোড করে উইন্ডোজ 8 এ সেটাপ দিন।

অনেক কোম্পাণী তাদের পিসিগুলোর মডেল ওয়েবসাইটে উল্লেখ করেছে যেগুলোতে উইন্ডোজ 8 সেটাপ দেয়া যাবে। তাই সার্চ করে দেখুন আপনার সেখানে মডেলটির কথা উল্ল্যেখ আছে কি না। না থাকলে কোম্পাণীর সাপোর্ট সেন্টারে লাইভ চ্যাট করে দেখতে পারেন।

আপনার কম্পিউটারটি যদি নেটবুক হয় তাহলে 8 সেটাপ দেয়ার পর ম্যাট্রো এপস গুলো আনইন্সটল করে নিন। কারণ নেটবুকে (আমার জানামতে) ম্যাট্রা এপস রান করলে হ্যাং হয়ে যায়।
উইন্ডোজ এইট একটিভ করার জন্য অনেক ড্রপার আছে। কিন্তু আপনি ড্রপারগুলো সঠিকভাবে ব্যবহার না করলে পিসির স্টার্টআপে সমস্যা হতে পারে তাই ড্রপারগুলো ব্যবহার করার আগে এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন।

ড্রপার প্রয়োগ করার আগে Important Updates ডাউনলোড ও ইন্সটল  করে নিলে ভালো হয়। পরে আপডেট দিলে একটিভেশন ডিএকটিভ  হয়ে যেতে পারে তাই আবার একটিভেটর রান করা লাগতে পারে।

অনেক এন্টিভাইরাস এক্টিভেটরগুলোকে ভাইরাস হিসাবে ধরতে পারে তাই একটিভ করার সময় এন্টিভাইরাস ডিজ্যাবল রাখুন। দুই নম্বরি কাজ করতে হলে ভাইরাস তো লাগবেই। তাই উদ্বিগ্ন হবার কোন কারণ নেই। তবে ভিডিওতে দেখানো একটিভেটর গুলো ছাড়া অন্য কোন অজানা একটিভেটর ব্যবহার করতে চাইলে অবশ্যই সতর্ক থাকবেন।

8 সেটাপ দেয়ার পর তাড়াতাড়ি একটি এন্টিভাইরাস সেটাপ দিবেন। কারণ, উইন্ডোজ 8 এর যে বিল্ট ইন এন্টিভাইরাস রয়েছে তা স্ক্যান করতে অনেক সময় নেয় তাই আপনার মনে হতে পারে উইন্ডোজ 8 সেভেনের চেয়েও খারাপ।

র‌্যাম চার গিগাবাইটের বেশি না হলে 32 বিটই ভালো।

আশা করি আর কোন সমস্যা হবেনা কারণ উইন্ডোজ 8 সেভেনের চেয়ে অনেক ভালো এবং ফাস্ট। তাই পারলে আজই উইন্ডোজ 8 ব্যবহার করা আরম্ভ করুন।

আজ এখানেই ! আল্লাহ হাফেজ !

আমাকে ফেসবুকে পেতে হলে http://facebook.com/sbinashiq

(মন্তব্য করতে ভূলবেন না)

Level 0

আমি Saifur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Windows7 না Windows8 না XP আমার কাছে ভালো লাগে, পুরানো হলেও Xp Windows7 আর Windows8 থেকে ভালো। 🙂

    Level New

    @হোছাইন আহম্মদ: Ek shomoy Xp khub valo silo, ekhono ase, Tobe W7 er all problem now Fixed. Apni ekhon W7 chalale ar Xp te firte chaiben na.

      Level 0

      @saif_precio: @saif_precio: Correct..! ami Xp & W8 duitai use koreci.. but W7 er moto painai..♥ Digital bolen r proffesional balen- W7 is better !! ♫
      ————————————————————————————————————
      Ubuntu use koreci besh kisu din.. ak kothay awesome! ♥ but windows use kore ovvasto.. tai linux-ubuntu er onek kisui jotil mone hoy!!

    @হোছাইন আহম্মদ: brother… notun ke grohon korte parchen na? office 2003 e ekhono use koren? naki office 7 or more use koren?

আচ্ছা প্রসেসর যদি ৬৪বিট হয় আর র‍্যাম যদি ২ গিগা হয় তাহলে কোনটা নেওয়া ভাল? ৬৪ বিট নাকি ৩২ বিট?

32 বিটই ভালো। অধিকাংশ প্রসেসর 64 bit based থাকে। হয়তো কোন সময় 64 বিটের প্রয়োজন পড়তে পারে তাই দেয়া হয়। কারণ 32 বিট প্রসেসর হলে 64 বিট সেটাপ দিতে পারবেন না।

Level New

64 jeta tei use korben sheta tei valo, 32 theke 64 fast. Ram 2gb hok ar 8 gb hok:)

    Level 0

    @saif_precio: আপনার জানায় ভুল আছে। আসা করি নেট থেকে কষ্ট করে ঘেঁটে সঠিক তথ্য জেনে নিবেন।

      Level New

      @iamnayem: vai, ami ja jani ta likesi, konta vul sheta bole den bujhe nei:D

      Level New

      @iamnayem: Ami amar 2008 a kina pc te 64bit windows chalaisi. but 32 bit processor a 64 bit Windows support korbe na. Ar amar Reply ta silo @Droids and Apps er jonne. onar 64 bit processor uni 64 use korte paren.

samsung R418 2.10 Ghz Dual core processor 32 bit 2 GB RAM 250 gb hard disk . Windows 8 ki valo vabe chalate parbo ? Age windows 8 er developer version chalaisilam kono somossa hoy nay ekhon valo vabe cholbe kina janale upokrito hobo. Thanks for post.

Level New

Xp : 7. special update AGP extend,64bit and 7 :8 special Update Hyper V, Metro

Level 0

ভাই ব্ল্যাক স্কিন সমস্যার সমাধান করেছেন কিভাবে? আমি ডেল ইন্সপাইরন এন৪১১০ মডেলের ল্যাপটপে উইন্ডোজ ৮ ব্যবহার করছি। সেই নভেম্বর থেকে ব্যবহার করছি, কিন্তু এই ব্ল্যাক স্ক্রিন সমস্যার সমাধান করতে পারছি না। আর প্রথম দিকে এপস ইন্সটল করতে পারতাম, কিন্তু এখন এপস ইন্সটল করতে পারি না। শুধু এরর দেখায়। আর প্রথম দিকে উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করতাম। কিন্তু পরে সেটি আপডেট করার সময় এরর দেখানো শুরু করল। তাই নতুন এন্টিভাইরাস ব্যবহার করতে হয়েছে। তবে যাই হোক, আপাতত মূল সমস্যা ব্ল্যাক স্ক্রিন। এটার সমাধান জরুরী। নয়তো খুব শীঘ্রই উইন্ডোজ ৭ এ ফিরে যাওয়ার ইচ্ছা আছে।

    @techgeek:
    আমার মনে হয় আপনার ক্রাক করতে সমস্যা হয়েছে। আমি অনেক পিসিতে এরকম সমস্যা দেখেছি। 8 মাত্র 10/15 মিনিটে সেটাপ দেয়া যায়। প্রয়োজনে আবার সেটাপ দিয়ে আমি যে ইউটিউবের লিংক দিয়েছি, সেই লিংক এর টিপস দেখে ক্রাক করেন। নইলে আবার ও সমস্যা হতে পারে। তবে আমার জানামতে ব্লাক স্ক্রীন 64 বিট এ বেশি দেখায়। তাই প্রয়োজন না হলে 32 বিটই রাখুন।

    @techgeek: ভাই আমিও এই মডেলের ল্যাপটপ ব্যবহার করি। আপনি কি এটি দিয়ে wifi কানেক্ট করতে পেরেছেন? পারলে জানান। আমি অনেক চেষ্টা করেও সফল হইনি।

Level New

Crack ki diya korsen age sheta bolen:p

    @saif_precio: @saif_precio: ইউটিউব এর লিংক দেখেন। দুটি একটিভেটর দিয়ে ক্রাক করতে হয়। বিস্তারিত দেয়া আছে। একটা হলো Microsoft Windows 8 Activator(All Edition) অপরটি FIX_P8.25 . গুগলে সার্চ দিলে পাবেন

Level 0

উইনডোজ 8 দারুণ।

Windows 8 নিয়ে যেকোনো সমস্যায় https://www.facebook.com/groups/janala8/

windows 8 er valo 1ta activator r 32bit er ico file er download link den.torrent dile valo hoy.ami 1ta namie cilam.but kaj hoy na

    @Tanvir104310:
    একটা নয় দুটি একটিভেটর ব্যবহার করতে হয়। আমার দেয়া ইউটিউব লিংক দেখেন। ইনশাল্লাহ আশা করি আর কোন সমস্যা হবে না।

তাড়াতাড়িই উইন্ডোজ ৮ সেটআপ দিয়ে ফেলব ।

Level 0

নেটবুকে উইন্ডোজ ৮ চালাচ্ছি। শুধু এপ্স গুলো চলছে না। রেজুলেশন সাপোর্ট করে না। আর কোন সমস্যা এখন পর্যন্ত নাই।

    @papon:
    কোন সমস্যা হবার কথা নয়। চালাতে থাকুন।

আমি তো পনের দিন ধরে ইউজ করছি। কই কোন সমস্যা হচ্ছে না তো। উইন্ডোজ ৮ যে উইন্ডোজ ৭ থেকে অনেক ফাস্ট সেটা আপনার সাথে একমত।

“উইন্ডোজ 8 স্টার্ট হতে সময় নেয় না কিন্তু শাট ডাউন হতে অধিক সময় নেয়। কারণ: উইন্ডোজ 8 শাট ডাউন হবার সময় কাজগুলো সেভ করে রাখে যাতে স্টার্ট আপের সময় দ্রুত স্টাট করা যায়।”

আমার ত পুরাই উল্টা। মাত্র ২ সেকেন্ড লাগে সাট ডাউন নিতে :O

Windows 8 Nice.

ভালো টিউন ।

Level 0

photoshop cs2, office 2003,
everything search, epson stylus 230,
canon lite 100,

eigula ki support korbe 8 e. pls janaben.

    @LR:
    উইন্ডোজ সেভেনে যা সাপোর্ট করবে 8 এ ও তা সাপোর্ট করবে ইনশাল্লাহ।

Level 0

win 7 এ ভালই আছি 🙂

উইন্ডোজ ৮ কি ৭ এর মত xp সারা যেগুলো সফটওয়্যার ওপেন হয় না সেগুলেকে যেমন ৭ এ run this program as an administrator অথবা run this program in compability mode for xp এই অপশন দিয়ে চালা যায় এই রকম অপশন কি ৮ এ আছে !

Level 0

১০২৪X৭২০ রেজুলেশন এর মনিটর এ কি কি সমস্যা হতে পারে ? আমি উইন্ডোজ ৮ ইন্সটল করলে কিছুদিন পর স্টার্ট-আপ এর সময় black screen এসে বসে থাকে। এর কি কোনও সমাধান আছে ?

    Level New

    @undisputed: Apni valo ekta crack nen. New post theke amar ekta post ase okhane je crack ta ase sheta diya crack korle ar ei problem hobe na. ins.

    Level New

    @undisputed: 1024X720 a kono problem nai just screen snap function ta use korte parben na

Level 0

ধন্যবাদ সাইফ ভাই

Level 0

Tobe amar kase windows 7 valo laglo

Level 0

Windows XP, vista, 7 এগুলোর ভেতর XP সবচে ভাল লাগত । তবে এখন Windows 8 x64 ব্যাবহার করে ভালই মজা পাচ্ছি । Laptop স্টার্ট নিতে মাত্র 20 sec এর মত লাগে, Appearance simple, smart

বাংলাদেশে অরিজিনাল উইন্ডোজ এর দাম কিরকম ?
উইন্ডোজ ৮ এ কি থার্ড পার্টি এন্টিভাইরাস ইউজ করা যায় ?

Level 0

Atten: All experts
I can’t install metro apps. It says “Something happened and this app couldn’t be installed”. Using Windows 8 Pro X64 with Media Center. A 2.38mb Crack was used for activation & using for 1 month 15 days & never updated. Thanks in Advance

আমার পিসি, ACER ASPIRE ONE D270, 10.1″ Display, 2GB RAM, 1.6GH Intel Atom N2600 Processor. 32 bit windows 7 use korchi…
***Can I use Windows 8 properly with is this 10 inch display?***