System Restore এর মাধ্যমে Computer একটি পুর্বের অবস্থায় ফিরে যায়। এই পদ্ধতি তে একটি Restore Point থাকে। এটি হল settings save file. ধরুন আপনি আপনার Windows এ কোন software install করলেন। এতে আপনার সব settings change হয়ে গেল। তাহলে আপনার আবার একটা একটা করে settings ঠিক করতে হবে। System Restore থাকায় এখন আর তার দরকার নাই।
Software install করার আগে একটা Restore Point Create করুন। তারপর software install করে যেমন ইচ্ছা তেমন settings change করুন। তারপর Restore Point থেকে একবার Restore দিলে Software টি Install দেয়ার আগে Computer যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যাবে। সব settings আগের মত হয়ে যাবে সাথে সাথে software টি ও uninstall হয়ে যাবে।
তাই কোন সন্দেহজনক file open করার আগে, বড় ধরনের settings change করার আগে, বড় software setup দেয়ার আগে একটা Restore point create করে রাখা ভাল। কাজ করার পর কোন অসংগতি দেখা দিলে System Restore দিলে Computer সম্পুর্ন আগের অবস্থায় ফিরে যাবে। settings change হবার সাথে সাথে Hard disk এর বিভিন্ন জায়গায় Move করা file গুলো আগের জায়গায় ফিরে যাবে। তবে কোন Save করা File Delete বা নষ্ট হবে না।
এই System Restore প্রক্রিয়াটি ও সম্পুর্ন Reversible. সাধারনত কোন software Install অথবা Uninstall করার আগে Automatically একটি Restore Point create হয়।
এই Option টি পাওয়ার জন্যঃ-
Start Menu > All Programs > Accessories > System Tools এ যান।
System Restore এ click করুন।
নতুন যে window টি open হবে তাতে
Restore Point Create করার পদ্ধতি
System Restore করার পদ্ধতি
কিভাবে System Restore করতে হবে যারা ভালভাবে বুঝতে পারেননি তাদের জন্য Screenshot সহ একটি PDF ফাইল দেয়া হল।
View How to use System Restore.pdf
Download How to use System Restore.pdf
সবাইকে ধন্যবাদ।
আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
post করার পর দেখি এর আগেও এ বিষয়ে এই bolg এ post হইছে। কি করি ? আগে বুঝার জন্য তো Blog এর সব post দেখা অসম্ভব। আগে বুঝার কি কোন উপায় আছে? থাকলে জানান। আর এই Blog এর search box ও তো দেখতেছিনা।