সসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি।আমি এর আগেও এই পোস্টটি করেছি তাই আমি just copy করলাম ।এটা নতুন বের হয়েছে তাই আবার share করলাম।
এটি একটি skin pack।এটি শুধু উইন্ডোজ ৭ এ সাপোর্ট করে।এই skin pack দিলে কম্পিউটার অনেক ফাস্ট হয়।আমি নিজে ব্যবহার করছি কম্পিউটার অনেক ফাস্ট আর ব্যবহার করে অনেক মজা পাছছি।প্রথমে ডাউনলোড করবেন।পরে ডাউনলোড হলে ইন্সটল করবেন ইন্সটল করর সময় দেখবেন ৩ টা ফাইল আসবে যদি টিক থাকে তাহলে ঠিক আছে।যদি না থাকে তাহলে দিয়ে দিবেন। ইন্সটল হয়ে গেলে কম্পিউটার রিস্টাট করবেন।ব্যাছ হয়ে গেল।এরপর নিচের মত আসবে। যাদের ৩২ বিট তারা ৩২ বিট ডাউনলোড করবেন।আর যাদের ৬৪ বিট তারা ৬৪ বিট ডাউনলোড করবেন।
যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন তারা ভুলাও ডাউনলোড করবেন না। কিছু হলে আমি দায়ি থাকব না।
ও আর একটা কথা x86 মানে ৩২বিট x64 মানে ৬৪ বিট।
নামঃ Glass Skin Theme Pack 2.0 for Windows 7 x86/x64 ।
Screenshot:
ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আমি দেখছি আপনারা কনো কমেন্ট করেন না তাহলে আমি বুজব কি করে আপনাদের পোস্ট ভাল লাগছে।তাই বলছি কমেন্ট করবেন। আগামী দিন হাজির হব নতুন কোন কিছু নিয়ে, ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ফুরতিতে থাকবেন।
আমি filemaker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যে কয়টি মারাত্মক বিপদজনক থিমের পাল্লায় জীবনে পড়েছিলাম তার মধ্যে এটি সবচেয়ে অন্যতম। কারণ এটি ইন্সটল করে গতবার ডেস্কটপ পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিলো না ছিলো কোন টাস্কবার, না কাজ করতো কোন কীবোর্ড শর্টকাট ফলে পিসি ব্যাবহার করার আর কোন পথই থাকতোনা তাই বাধ্য হয়েই উইন্ডোজ ইন্সটল দিতে হয়েছিলো তাই আমি আবার সতর্ক করছি দয়া করে কোন এক্সপি ব্যবহারকারী রা এটি সেটআপ দেবেন না। আর আমি গতবার উইন্ডোজ ৮ এ এটি ব্যবহার করে ধরা খেয়েছিলাম কিন্তু এবার বলছেন যে এটি নতুন ভার্সন এটি কি উইন্ডোজ ৮ সার্পোট করে। যদি কেউ উইন্ডোজ ৮ এ এটি ব্যবহার করে সফল হউন তো দয়া করে জানান।