Mac OS X Lion – 10.7.3 (installed system for Intel. Quick and easy installation) The World’s Most Advanced Desktop Operating System.

অনেকের মতো আমিও উইন্ডোজ পিসিতে Mackintosh এর বুটেবল ISO বিভিন্ন ভার্সন (iAtkos,ideneb,Kalyway, Snow Leopard 10.6.8 Hazard) ইত্যাদি নামিয়ে ইন্টেল প্রসেসরযুক্ত পিসিতে ইনষ্টল দিয়েও বুট হয়নি ।তাই বলে আশা ছাড়ি নি । খোজ করতে লাগলাম সহজ উপায় ইনষ্টলের পব্ধতি । সাইফ ভাইয়ের একটা টিউন ছিল টেকটিউনে সেটা ফলো করেও সফল হলাম না ।

নেট সার্চ করে অবশেষে পেলাম রাশিয়ান/ইংরেজী ভাষার Mac OS X Lion 10.7.3

সফল হলাম আমার Asus-P5p43tdpro তে Mac OS X Lion 10.7.3 আর সাথে তো উইন্ডোজ-৮ । ডুয়েল বুট সি-ড্রাইভে উইন্ডোজ-৮ আর ডি-ড্রাইভে ম্যাক ওএস লায়ন ১০.৭.৩ ।

তবে অসুবিধাও একটা রয়ে গেছে সমাধান করতে পারিনি প্রতিবার যখন ষ্টার্ট দিয়ে ম্যাকে ঢুকি ৪/৫মিনিট লাগে আর যখন শাট ডাউন করে ম্যাক থেকে বের হই ৪/৫ মিনিট লাগে বন্ধ হতে । অন্য কোনো সমষ্যা চোখে পড়েনি ।

এটা কিন্ত বুটেবল নয় । ইমেজ ভার্ষন । উইন্ডোজ থেকেই ইমেজ রিষ্টোর করলেই হবে । আর কিছু করতে হবে না । ৫০ জিবির মতো NTFS D-Drive এ রিষ্টোর করলেই হবে ।

ম্যাক ওএস এডমিন পাসওয়ার্ড : ১২৩

তার আগে জেনে নিন আপনার পিসি Mac OS X সমর্থন করে কিনা ।

এই সম্বন্ধ্যে অনেক তথ্য পাবেন নিচের সাইটগুলোতে >

http://www.osx86.net/forum.php

http://www.olarila.com/forum/

http://www.tonymacx86.com/home.php

http://www.insanelymac.com/forum/

মাদারবোর্ড : আসুস অথবা গিগাবাইট এর ইন্টেল প্রসেসরযুক্ত ।

গ্রাফিক্স : এটিআই অথবা এনভিডিয়া ।

বিল্টইন অডিও : রিয়েলটেক হলে ভাল হয় ।

বিল্টইন ল্যানকার্ড : রিয়েলটেক হলে ভাল হয় ।

কীবোর্ড ও মাউস অবশ্যই ইউএসবি ।

যারা ম্যাক ওএস সহজে ইনষ্টল করতে চান এবং যারা ম্যক ওএস বুট সিডি থেকে ইনষ্টল করতে গিয়ে ব্যার্থ হয়েছেন তারা চেষ্টা করে দেখতে পারনে ।

আর একটা কথা বলে রাখা ভাল আপনার পিসির কোনোধরনের অপ্রত্যাষিত সমষ্যা হলে তার জন্য আমি দায়ি নই । সবকিছু নিজ দায়িত্যে করবেন!

সময় ১০মিনিট এর মতো লাগবে ইমেইজ রিষ্টোর করার জন্য ৤ টরেন্ট থেকে নামাতে হবে ।

টরেন্ট লিন্ক

রাশিয়ান টরেন্ট সাইট রেজিস্ট্রেষন করে তারপর ডাউনলোড করতে পারবেন ।

পিসিতে উইন্ডোজ-৭ অথবা ৮ ইনষ্টল করা থাকতে হবে ৤সাটা মোড অবশ্যই – AHCI করে নিতে হবে কিভাবে করবেন সেটা গুগোল করে জেনে নিন

1

আরো একটা কাজ করে নিন সেটা হলো বায়োসের Power Management Setup নিচের ছবির মতো সেট করে নিন >

24

৫০-জিবি-র মতো খালি জায়গা থাকতে হবে (NTFS) D-Drive

রিষ্টোর করার জন্য R-Drive Image

ডাউনলোড লিন্ক

কিভাবে রিষ্টোর করবেন ৤ R-Drive Image ইনষ্টল করে চালু করে নিন ৤ তারপর নিচের ছবিগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করে R-Drive Image ক্লোজ করে কম্পিটার রিষ্টার্ট দিন । বাস খেলখতম ।

2

3

যদি ইমেজটি ডিভিডিতে রাইট করে থাকুন তাহলে ডিভিডিটি রমে প্রবেশ করান তারপর নিচের ছবির মতো প্রথমে ডিভিডি রম ক্লিক করে সিলেক্ট করুন তারপর ক্লিক করুন ১০৭৩ । নেক্সট চাপুন

4

5

সিলেক্ট করলে লাল আন্ডারলাইন দেখতে পাবেন >

6

পার্টিশন টাইপ অবশ্যই প্রাইমারি এক্টিভ সিলেক্ট করা থাকবে ।

7

তারপর ষ্টার্ট বাটনে ক্লিক করুন >

8

প্রসেসিং কম্পিলিট হওয়ার পর R-Drive Image ক্লোজ করে উইন্ডোজ রিষ্টার্ট দিন ।

বুট অপশনস h(…) 1073 দেখবেন সেখান থেকে কোনো কিছু পরিবর্তন না করে যদি কীবোর্ডের এন্টার কী প্রেস করেন তাহলে একগুচ্ছ কেক্সট লোড হতে থাকবে , লোড হতে সময় লাগবে অপেক্ষা করুন ৫/১০মিনটি ৤ লোড হওয়ার পর থেমে যাবে কিছু করার দরকার নেই ভাগ্য ভাল থাকলে কিছুক্ষণ পর ম্যাক স্ক্রীণ দেখতে পাবেন রাসিয়ান ভাষায় ৤ আমার ক্ষেত্রে যা হয়েছিল সেটা হলো ম্যক ওএস লায়ন ডেস্কটপ স্ক্রীণ আসার পর শুধুমাত্র মাউস সচল ছিল বাকি ডেস্কটপ এর আইকণগুলো হ্যাং ছিল ।

কারণ অজানা । ৫/৭মিনিট পর সবকিছু সচল হয় ৤এই সমষ্যা প্রতিবার বুট করে যখন ম্যক ওএস লায়ন এ ঢুকি ৫/৭মিনিট পর সবকিছু সচল হয় ৤সমাধান করতে পারি নি ৤ আর সবকিছু ঠিক আছে ৤যদি সফলভাবে বুট করে ম্যাক স্ক্রীণ দেখতে পান আর এই সমষ্যায় পড়েন ঘাবড়াবার কিছু নেই অপেক্ষা করুন সচল না হওয়া পর্যন্ত ।

সচল হওয়ার পর একটা কাজ করে নিতে হবে সেটা হলো প্রথমেই রাশিয়ান ভাষা পরিবর্তন করে ইংরেজী করে নিন । কিভাবে পরিবর্তন করবেন নিচের ছবি দেখে এবং ব্রেনটা খাটিয়ে করে নিন । কারণ ভাষা ছিল রাশিয়ান আগামাথা কিছুই বুঝতেছিলাম না । এদিক-ওদিক মাউস দিয়ে ক্লিক করে কোনোমতে ইংরেজী সেট করে রিষ্টার্ট দিয়ে সফল হলাম ।

9

10

11

12

13

14

16

17

18

তারপর ডিভাইস (অডিও,গ্রাফিক্স,নেট ) এর ড্রাইভার ইনষ্টল করা ।যদি সফল হন ম্যাক ওএস এর ডানে মাল্টিবিষ্ট নামে একটা সফ্টওয়্যার দেখতে পাবেন ।এই মাল্টিবিষ্ট দিয়ে আপনার ডিভাইস ড্রাইভার ইনষ্টল করতে পারবেন সহজে যদি আপনার মাদারবোর্ডে সেই ডিভাইস থেকে থাকে ।

15

এই মাল্টিবিষ্ট কি ? এটা দিয়ে কি কাজ করা হয় তার বিস্তারিত বিবরণ পাবেন এই সাইটে >

http://www.tonymacx86.com

উইন্ডোজের মতো ওএস এক্টিভেটের ঝামেলা নেই । আপডেট করা যায় কোন রকম ঝামেলা ছাড়াই ।

20

21

22

23

25

26

আর সফ্টওয়্যার যেমন ওয়ার্ড, এক্রোাবেট, ফটোশপ ইত্যাদি নেটে ম্যাক ভার্ষন পাওয়া যায় । ডাউনলোড করে ইনষ্টল দিতে পারবেন ।

আবারও বলছি হ্যাকিন্টোষ কোনো সাধারণ খেলার জিনিস নয় মনে চাইল ইনষ্টল করলাম আর মনে চাইল আন-ইনষ্টল করলাম। তাই বলছি বুঝেশুনে তারপর ইনষ্টল করুন!আপনার মূল‍্যবান পিসি অথবা লেপটপ এর বারোটা বেজে জেতে পারে

যদি কেউ এ এই টিউনের মধ্যে কোনো ভুলত্রুটি পেয়ে থাকেন এডমিনদের কাছে আমার অনুরোধ রহিল সংশোধন করে আপডেট করে দেওয়ার জন্য আর ম্যাক ওএসের একটা আলাদা টপিক খোলার জন্য । যেখানে শুধু ম্যাক ওএস এবং ম্যাকের এপ্লিকেশনের টপিক থাকবে ।

আজকের মতো এইখানে শেষ । আবার দেখা হবে এই টেকটিউনে ততদিন সূস্থ্য থাকুন ভাল থাকুন খোদাহাফেজ ।

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টরেন্ট লিংক(http://inmac.org/dl.php?t=15274) থেকে ডাউনলোড করতে পারছি না। username and password চাচ্ছে। full ISO download করার জন্য কোন ভালো লিংক আছে ? ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে লেখার জন্য।

Level 0

আরেকটা কথা virtual environment এ কি MAC OS সেটাপ দেওয়া যায় ?

Level 0

@ হাসানাত
আপনাকে অনেক ধন্যবাদ । কিন্তু আমার লেপটপে ইন্টেলের HD Graphich আছে। আমি কি এটা ইন্সটল করতে পারব????? Dell Inpiron N4050 i3

আমার লেপটপ HP Pavilion g4-1204nr Notebook PC (core i5)।আমার লেপটপের মাদারবোর্ড : আসুস অথবা গিগাবাইট না।আমি কি এটা ইন্সটল করতে পারব?

Level 0

আমার AUSS P5KPL-AM, বিল্টইন গ্রাফিক্স কার্ড,
ইন্সটল করা যাবে?

Level 2

দারুণ জিনিস ।। কাজে লাগবে ।। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।।

Level 0

20 GB ড্রাইভ দিয়ে কি হবে?

Level 0

ভাই রাশিয়ান ভাষা বুঝিনা তবুও registration করলাম কিন্তু Login করতে পারছিনা। ভাই কেহ যদি ইমেজ ফাইলটি আপলোড করে সাহায্য করতেন…………………… [email protected]

Level 0

Vai, i can not register ,, please send me username and password via email [email protected]
Thank you for nice article.

Level 0

Vai, i can not register ,, please send me username and password via email [email protected]

Level 0

Thanks @ হাসানাত ভাই, নামাইতেছি।

Level 0

vai , keo ki download dite peresen ????????
jodi keo paren tobe apnar active torrent file ta shodho kothao upload kore link ta shear koren….plz

Level 0

vaia apni kosto kore mediafire e upload diten taole try kore dekhte partam.plzzzz

Level 0

vaia jodi upload korte na paren olz give me username & pass My email address is [email protected]

    @charnok007:
    টরেন্ট লিন্কের ইউজার নেম এবং পাসওয়ার্ড মেইলে দিলাম দেখুন পারেন কিনা ডাউনলোড দিতে ।

ভাই, রেজিস্ট্রেশান পুরো করেও লগইন করতে পারলাম না। সারারাত চেস্টা করেও বিফল হলাম। যারা নামিয়েছেন, তাদের কেউ কি পেনড্রাইভে করে দিতে পারবেন দয়া করে? আমি নিয়ে আসবো সম্ভব হলে। এটা টেস্ট করার জন্য খুবই উদগ্রীব হয়ে আছি। আর নামানোর ধৈর্য্য নেই। কেউ কি সাহায্য করবেন?

      @Sakil hossain:
      আপনার মেইল চেক করুন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়ে দিলাম টরেন্ট সাইটের । দেখুন নামাতে পারেন কিনা ।

    @Sakil hossain:
    আপনার লোকেশন যদি চট্টগ্রাম হয় তাহলে আমি ডিভিডিতে রাইট করে দিতে পারি । চিটাগাং শপিং কমপ্লেক্সের দেশ কম্পিউটারে গিয়ে আমার নাম বলবেন । শুধু আমার এড্রেসটা নিয়ে নিবেন ।

ভাই অশেষ ধন্যবাদ। টরেন্ট ডাউনলোড করলাম। আমি ঢাকায় থাকি। টরেন্ট এ দেখি কয়মাস লাগে! thnx again bro.

Please Send Me Torrent Username And Password. Mail Address is: [email protected]

    @তুহিন:
    আপনার মেইল চেক করুন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়ে দিলাম টরেন্ট সাইটের । ডাউনলোড দিতে পারেন কিনা দেখুন ।

vai os tar admin password ta dorkar. amar pc te run korce but kono mouse kaj kore na.

    @জুনায়েদ আহমেদ:
    এডমিন পাসওয়ার্ড > ১২৩ টাইপ করুন । আর মাউস এর ব্যাপারে কোনো সমাধান দিতে পারছি না । ভাল ব্রান্ডের লজিটেক বা A4tech এর USB মাউস ব্যাবহার করে দেখতে পারেন কাজ করবে কিনা আমি নিশ্চিত নই । আপনার ইচ্ছা । উপরে কয়েকটা সাইটের ঠিকানা দিয়েছি সেখানে সার্চ দিয়ে দেখতে পারেন সমাধান পান কিনা । ধন্যাবাদ ।

Level 0

হাসনাত ভাই! আমি একেবারে লাস্ট ড্রাইভ টা খালি করেছি (৫০ জিবি)। ইন্সটল করা যাবে কি?
আর কিভাবে ডুয়াল বুট করবো তার একটা স্ক্রীন শট সহ বর্ণনা দিলে ভাল হতো।

    @rajibnill:
    অসুবিধা হবে না তবে ফরমেট NTFS করে নিবেন । যেহেতু আপনি উইন্ডোজ থেকে ম্যাক ওএস লায়ন রিস্টোর করছেন ডুয়েল বুটের জন্য এক্সট্রা কিছু করতে হবে না । ম্যাক ওএস লায়ন রিস্টোর করার পর যখন পিসি রিস্টার্ট দিবেন তখন বুট অপসনে আপনার ড্রাইভ লেটার দেখতে পাবেন কোনটা তে উইন্ডোজ আর কোনটাতে ম্যাক আছে । তা সিলেক্ট করতে পারবেন কীবোর্ডে যে উপরে -নীচে এরো চিন্হ আছে তা প্রেস করে । ডিফল্ট অবস্হায় ম্যাক ড্রাইভ লেটার সিলেক্ট করা থাকবে কীবোর্ডের এন্টার প্রেস করলে ম্যাক এ যেতে পারবেন । আর সি-ড্রাইভ মানে বুট অপসনে একদম উপরের ড্রাইভ লেটার কীবোর্ডের উপরের দিকের এরো চিন্হ কী প্রেস করে সেই ড্রাইভ সিলেক্ট করে কীবোর্ডের এন্টার প্রেস করলে উইন্ডোজে এ যেতে পারবেন ।

Level 0

হাসনাত ভাই! আপনাকে ধন্যবাদ।

Level 0

asus p5KPL_AM er graphics driver ki ache?
Grafics valo ashche na!

Level 0

হাসনাত ভাই! ম্যাক ইন্সটল করেছি।
আপনাকে অনেক থ্যাঙ্কস!

আমার গ্রাফিক্স তেমন ভালো আসছে না। মানে একটু ব্রাইটনেস কম। ডিস্প্লে অপশনে শুধু 1024×768 দেখায়। কি করা যায়? প্লিজ একটু হেল্প করেন।

Level 0

amar monitor samsung 14”.
Grafics on board! Asus P5 KPL-AM !

Level 0

Hasnat vai! Apnar deya driver ta download korechi. Kintu kichui hoy na!
Ar kono link ache?

Level 0

System info te , Graphics details a “no Kext loaded”

Please Send Me Torrent Username And Password. Mail Address is: [email protected]

Level 0

হাসনাত ভাই! সব গুলাই Kext কি ইন্সটল করতে হবে?

    @rajibnill:
    আপনার গ্রাফিক্সের সাথে যেটার মিল আছে সেটা আগে ইনষ্টল করে দেখুন না হলে বাকি গুলোও দেখতে পারেন তবে আমি নিশ্চিত নই কাজ করবে কিনা ।

Level 0

ভাই! আপনাকে ধন্যবাদ! এই ড্রাইভার মনে হয় পাওয়া যাবে না।
আচ্ছা! স্টার্ট আপের পর যে অনেকক্ষন সব কিছু ফ্রিজ হয়ে থাকে তার কি কোন সমাধান আছে?

“সাটা মোড অবশ্যই – AHCI করে নিতে হবে” – ইন্সটলেশন শেষে আবার আগের অবস্থানে ফিরে যাওয়া যাবে।মানে সাটা মোড চেঞ্জ করলে কি সমস্যা হবে?

টিউনের জন্য ধন্যবাদ,কাজে লাগতে পারে

    @Ochena Balok:
    যদি উইন্ডোজ ৭ ব্যাবহার করেন সাটা মোড AHCI -তে কোনো অসুবিধা না হলে পরিবর্তন না করলেও চলে । অসুবিধা হলে পরিবর্তন করে নিন যদি ম্যাক ইনষ্টল করতে না পারেন ।

Level 0

hasnat vai,

Ami F drive a set up korbo but disk logical astece and partiotion type primary hocchena. logical hoe ase. ami onek try korci primary korar jonno but select e hoccena. Ai porjaye ami ki korbi?

Thanks

Level 0

note: amar hard drive sata (AHCI) deoa ase r ami OS Windows 8 use kori. pls help koren.

    @wanna_be:
    আপনি Easeus Partition Master Pro নেট থেকে Download করে তারপর F-Drive কে Logical থেকে প্রাইমারি করে দেখুন না হলে ডি ড্রাইভ এ ইনষ্টল দিতে হবে ।

Level 0

Hocchena. Boot Error asce. “Cannot find operating system” ai msg ta asce.

Level 0

akhon r boot hocchena. black screen ese roice

Level 0

Amar mone hoi j Rdrive theke jokhon restore korbo tokhon partition type Primary (active) na kore only primary select korte hobe.

    @wanna_be:
    Primary (active) na kore only primary select korle বুট হবে না । আপনার হার্ড ডিস্কের মোট পার্টিশন কয়টি এবং প্রাইমারি কয়টা আর লজিক্যাল কয়টি । আপনি কি ম‍্যাসেন্জার ইউজ করেন তা হলে ম‍্যাসেন্জারে বসলে আমি হেল্প করে দেখতে পারি ইনষ্টলের ব‍্যাপারে । সময় সকাল 10টা 11.50 অথবা সন্ধ‍্যা 6টা থেকে 9টা । messenger address >[email protected]

Level 0

C drive Primary. R baki gula logical. Amar mot partition 8 ta.
Ami skype use kori.
id: amil_y2k

Level 0

opekkhay thaklam

Level 0

thanks

bai eta te ki wifi kaj kore? coz ami onno system a mac diyesilam oitate wifi kaj kore nai r kew ki email or password dite parben torrent download korar jonno? [email protected]