অনেকের মতো আমিও উইন্ডোজ পিসিতে Mackintosh এর বুটেবল ISO বিভিন্ন ভার্সন (iAtkos,ideneb,Kalyway, Snow Leopard 10.6.8 Hazard) ইত্যাদি নামিয়ে ইন্টেল প্রসেসরযুক্ত পিসিতে ইনষ্টল দিয়েও বুট হয়নি ।তাই বলে আশা ছাড়ি নি । খোজ করতে লাগলাম সহজ উপায় ইনষ্টলের পব্ধতি । সাইফ ভাইয়ের একটা টিউন ছিল টেকটিউনে সেটা ফলো করেও সফল হলাম না ।
নেট সার্চ করে অবশেষে পেলাম রাশিয়ান/ইংরেজী ভাষার Mac OS X Lion 10.7.3
সফল হলাম আমার Asus-P5p43tdpro তে Mac OS X Lion 10.7.3 আর সাথে তো উইন্ডোজ-৮ । ডুয়েল বুট সি-ড্রাইভে উইন্ডোজ-৮ আর ডি-ড্রাইভে ম্যাক ওএস লায়ন ১০.৭.৩ ।
তবে অসুবিধাও একটা রয়ে গেছে সমাধান করতে পারিনি প্রতিবার যখন ষ্টার্ট দিয়ে ম্যাকে ঢুকি ৪/৫মিনিট লাগে আর যখন শাট ডাউন করে ম্যাক থেকে বের হই ৪/৫ মিনিট লাগে বন্ধ হতে । অন্য কোনো সমষ্যা চোখে পড়েনি ।
এটা কিন্ত বুটেবল নয় । ইমেজ ভার্ষন । উইন্ডোজ থেকেই ইমেজ রিষ্টোর করলেই হবে । আর কিছু করতে হবে না । ৫০ জিবির মতো NTFS D-Drive এ রিষ্টোর করলেই হবে ।
ম্যাক ওএস এডমিন পাসওয়ার্ড : ১২৩
তার আগে জেনে নিন আপনার পিসি Mac OS X সমর্থন করে কিনা ।
এই সম্বন্ধ্যে অনেক তথ্য পাবেন নিচের সাইটগুলোতে >
http://www.osx86.net/forum.php
http://www.tonymacx86.com/home.php
http://www.insanelymac.com/forum/
মাদারবোর্ড : আসুস অথবা গিগাবাইট এর ইন্টেল প্রসেসরযুক্ত ।
গ্রাফিক্স : এটিআই অথবা এনভিডিয়া ।
বিল্টইন অডিও : রিয়েলটেক হলে ভাল হয় ।
বিল্টইন ল্যানকার্ড : রিয়েলটেক হলে ভাল হয় ।
কীবোর্ড ও মাউস অবশ্যই ইউএসবি ।
যারা ম্যাক ওএস সহজে ইনষ্টল করতে চান এবং যারা ম্যক ওএস বুট সিডি থেকে ইনষ্টল করতে গিয়ে ব্যার্থ হয়েছেন তারা চেষ্টা করে দেখতে পারনে ।
আর একটা কথা বলে রাখা ভাল আপনার পিসির কোনোধরনের অপ্রত্যাষিত সমষ্যা হলে তার জন্য আমি দায়ি নই । সবকিছু নিজ দায়িত্যে করবেন!
সময় ১০মিনিট এর মতো লাগবে ইমেইজ রিষ্টোর করার জন্য টরেন্ট থেকে নামাতে হবে ।
রাশিয়ান টরেন্ট সাইট রেজিস্ট্রেষন করে তারপর ডাউনলোড করতে পারবেন ।
পিসিতে উইন্ডোজ-৭ অথবা ৮ ইনষ্টল করা থাকতে হবে সাটা মোড অবশ্যই – AHCI করে নিতে হবে কিভাবে করবেন সেটা গুগোল করে জেনে নিন
আরো একটা কাজ করে নিন সেটা হলো বায়োসের Power Management Setup নিচের ছবির মতো সেট করে নিন >
৫০-জিবি-র মতো খালি জায়গা থাকতে হবে (NTFS) D-Drive
রিষ্টোর করার জন্য R-Drive Image
কিভাবে রিষ্টোর করবেন R-Drive Image ইনষ্টল করে চালু করে নিন তারপর নিচের ছবিগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করে R-Drive Image ক্লোজ করে কম্পিটার রিষ্টার্ট দিন । বাস খেলখতম ।
যদি ইমেজটি ডিভিডিতে রাইট করে থাকুন তাহলে ডিভিডিটি রমে প্রবেশ করান তারপর নিচের ছবির মতো প্রথমে ডিভিডি রম ক্লিক করে সিলেক্ট করুন তারপর ক্লিক করুন ১০৭৩ । নেক্সট চাপুন
সিলেক্ট করলে লাল আন্ডারলাইন দেখতে পাবেন >
পার্টিশন টাইপ অবশ্যই প্রাইমারি এক্টিভ সিলেক্ট করা থাকবে ।
তারপর ষ্টার্ট বাটনে ক্লিক করুন >
প্রসেসিং কম্পিলিট হওয়ার পর R-Drive Image ক্লোজ করে উইন্ডোজ রিষ্টার্ট দিন ।
বুট অপশনস h(…) 1073 দেখবেন সেখান থেকে কোনো কিছু পরিবর্তন না করে যদি কীবোর্ডের এন্টার কী প্রেস করেন তাহলে একগুচ্ছ কেক্সট লোড হতে থাকবে , লোড হতে সময় লাগবে অপেক্ষা করুন ৫/১০মিনটি লোড হওয়ার পর থেমে যাবে কিছু করার দরকার নেই ভাগ্য ভাল থাকলে কিছুক্ষণ পর ম্যাক স্ক্রীণ দেখতে পাবেন রাসিয়ান ভাষায় আমার ক্ষেত্রে যা হয়েছিল সেটা হলো ম্যক ওএস লায়ন ডেস্কটপ স্ক্রীণ আসার পর শুধুমাত্র মাউস সচল ছিল বাকি ডেস্কটপ এর আইকণগুলো হ্যাং ছিল ।
কারণ অজানা । ৫/৭মিনিট পর সবকিছু সচল হয় এই সমষ্যা প্রতিবার বুট করে যখন ম্যক ওএস লায়ন এ ঢুকি ৫/৭মিনিট পর সবকিছু সচল হয় সমাধান করতে পারি নি আর সবকিছু ঠিক আছে যদি সফলভাবে বুট করে ম্যাক স্ক্রীণ দেখতে পান আর এই সমষ্যায় পড়েন ঘাবড়াবার কিছু নেই অপেক্ষা করুন সচল না হওয়া পর্যন্ত ।
সচল হওয়ার পর একটা কাজ করে নিতে হবে সেটা হলো প্রথমেই রাশিয়ান ভাষা পরিবর্তন করে ইংরেজী করে নিন । কিভাবে পরিবর্তন করবেন নিচের ছবি দেখে এবং ব্রেনটা খাটিয়ে করে নিন । কারণ ভাষা ছিল রাশিয়ান আগামাথা কিছুই বুঝতেছিলাম না । এদিক-ওদিক মাউস দিয়ে ক্লিক করে কোনোমতে ইংরেজী সেট করে রিষ্টার্ট দিয়ে সফল হলাম ।
তারপর ডিভাইস (অডিও,গ্রাফিক্স,নেট ) এর ড্রাইভার ইনষ্টল করা ।যদি সফল হন ম্যাক ওএস এর ডানে মাল্টিবিষ্ট নামে একটা সফ্টওয়্যার দেখতে পাবেন ।এই মাল্টিবিষ্ট দিয়ে আপনার ডিভাইস ড্রাইভার ইনষ্টল করতে পারবেন সহজে যদি আপনার মাদারবোর্ডে সেই ডিভাইস থেকে থাকে ।
এই মাল্টিবিষ্ট কি ? এটা দিয়ে কি কাজ করা হয় তার বিস্তারিত বিবরণ পাবেন এই সাইটে >
উইন্ডোজের মতো ওএস এক্টিভেটের ঝামেলা নেই । আপডেট করা যায় কোন রকম ঝামেলা ছাড়াই ।
আর সফ্টওয়্যার যেমন ওয়ার্ড, এক্রোাবেট, ফটোশপ ইত্যাদি নেটে ম্যাক ভার্ষন পাওয়া যায় । ডাউনলোড করে ইনষ্টল দিতে পারবেন ।
আবারও বলছি হ্যাকিন্টোষ কোনো সাধারণ খেলার জিনিস নয় মনে চাইল ইনষ্টল করলাম আর মনে চাইল আন-ইনষ্টল করলাম। তাই বলছি বুঝেশুনে তারপর ইনষ্টল করুন!আপনার মূল্যবান পিসি অথবা লেপটপ এর বারোটা বেজে জেতে পারে
যদি কেউ এ এই টিউনের মধ্যে কোনো ভুলত্রুটি পেয়ে থাকেন এডমিনদের কাছে আমার অনুরোধ রহিল সংশোধন করে আপডেট করে দেওয়ার জন্য আর ম্যাক ওএসের একটা আলাদা টপিক খোলার জন্য । যেখানে শুধু ম্যাক ওএস এবং ম্যাকের এপ্লিকেশনের টপিক থাকবে ।
আজকের মতো এইখানে শেষ । আবার দেখা হবে এই টেকটিউনে ততদিন সূস্থ্য থাকুন ভাল থাকুন খোদাহাফেজ ।
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
টরেন্ট লিংক(http://inmac.org/dl.php?t=15274) থেকে ডাউনলোড করতে পারছি না। username and password চাচ্ছে। full ISO download করার জন্য কোন ভালো লিংক আছে ? ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে লেখার জন্য।