যে কোন স্লো ইন্টারনেটে ইউটিউব ভিডিও চালান কোন বাফারিং ছাড়া। হ্যাঁ! ঢপ মারছি না।

আমি রায়গঞ্জ , পঃ বঙ্গ (ভারত) এর নাগরিক। এই টিউন টি করার কারণ হল আমার দুঃখ। আর দুঃখটি হল আমি এতদিন B.S.N.L  কোম্পানির 3G সিম ব্যাবহার করছিলাম। আর রাতে কাজ শেষে বাড়ি ফিরেই YouTube খুলে বসতাম আর পছন্দ মত ভিডিও দেখতাম। আর স্পিডও ছিল দারুন। 2 m.b.p.s (mega bit) । তার ফলে high quality -র ভিডিও কোন অসুবিধে ছাড়াই দেখতাম। কিন্তু আজকে আমি ভুল করে সিমে 2G ইন্টারনেট কার্ড ভরে ফেলেছি। বাড়ি এসে নেট এর স্পিড দেখে আমার চোখ ছানাবড়া! স্পিড মাত্র  140 kbps । তারপর বুঝলাম আমি 3G সিমকে 2G বানিয়ে দিয়েছি।

যাইহোক আমার এই (দুঃখের) গল্প আপনাকে boring করছে আমি জানি। এরপর আমি ইন্টারনেট ঘাটতে লাগলাম কি করে মোবাইলের ইউটিউব,  কম্পিউটার এ চালানো যায়। কারন mobile এ ইউটিউব 3gp ফাইল প্লে করে। ফলে 3G ছাড়াই মোবাইলে  ইউটিউব বিনা buffering এ চলে। তারপর অনেক খেঁটে অনেক ওস্তাদি মারার পর সমাধান পেলাম। আর এখন বিন্দাস YouTube চলছে। দুধের সাধ ঘোলে মেটাচ্ছি, আর কি!

এরজন্য আপনাদের দুটি মিডিয়া প্লেয়ার লাগবে।

1. VLC

2. WINAMP

নতুন ভার্সন থাকলে ভাল হয়। না থাকলে পুরনো দিয়ে চেস্টা করতে পারেন।

প্রথমে winamp খুলুন।

Browser  এ click করুন। এরপর address bar এ m.youtube.com দিয়ে enter মারুন। তারপর মোবাইল ভার্সন এ যদি না আসে তাহলে MOBILE এ ক্লিক করুন নিচের ছবি মত।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তারপর পছন্দ মত ভিডিও সার্চ করে তাতে ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এরপর পছন্দের ভিডিও খুলে "watch video" তে মাউস এর right ক্লিক করে "copy shotcut" এ ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এবার VLC খুলে "control" + "v" চাপুন (যেটি paste এর shortcut কম্যান্ড )। তারপর "play" চাপুন। ব্যাস !!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

VLC এর পর্দা ছোট করে নিন তাহলে দেখে মজা পাবেন।

_____________________________________________________________________________________________

_____________________________________________________________________________________________

Level 0

আমি n2roy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জিনিয়াস ব্রাদার! চালিয়ে যান।

Level 0

ধন্যবাদ।

এখন ভোর সারে চারটা বাজে। কি ঠাণ্ডা বাপ মাইরি বাইরে। বাথরুম করতে বাইরে বের হলাম তো হাত জমে কুলপি । আমি তো লেপের তলে ঢুকতে যাচ্ছি। ঘুম থেকে উঠতে দুপর ১ টা বেজে যাবে। সত্যি কম্পিউটার আর ইন্টারনেট খুব বাজে জিনিস। বাজে নেশা।

Level 0

দেখি কাজ হয় কিনা

Level 0

এতো কিছু করার দরকার নেই শুধু রিয়েল প্লেয়ার ইন্সটল করে নিন সরাসরি দেখা যাবে ।

চেষ্টা করে দেখি

ভালো বুদ্ধি

Level 0

amar hoyna mairi vlc te error dekhai kejaj hot!!!!!!!!apnader hole amader hobena ken??? lol

Level 0

আমার সমস্যা হল Connection failed:
VLC could not connect to “v4.cache2.c.youtube.com:554”.
Your input can’t be opened:
VLC is unable to open the MRL ‘rtsp://v4.cache2.c.youtube.com/CjYLENy73wIaLQnrkOWGI6valRMYESARFEIJbXYtZ29vZ2xlSARSBXdhdGNoYKDM1a6k4IDoUAw=/0/0/0/video.3gp’. Check the log for details.
দেখাই

Level 0

vlc version koto? ekta screen shot post koro…

n2roy- Bhai, ami apnr niyom ta follow korlam but copy shortcut niye vlc te paste korle kisui ashe na. error merror kisui ashe na. bhai ami toh Broadbank chalai. ar ami aga youtube chalaitam https://youtube.com likhe kintu aj kal keno jeno ar chole na browse kora jay but play hoy na oneck koshte ULTRA SURF diye urgent video dekha dorkar hole tokhon dekhi. eakhon amk please first theke instruction den kamne ki korbo? amar mon e hocche aga youtube block baper ta aga solve korte hobe then vlc player. Bhai ami abr o boli amar BROADBAND INTERNET CONNECTION but speed 150-180kbps speed pai all time. eakhon dukkher kotha ami amar internet speed kom er karon kadhte kadhte amar chokh er pani shukhay gase. ar partesi na. tai apnr NIYOM ta follow korar chesta kortesi please help koren amk

    Level 0

    @onewaymirror1:
    আপনার দেশে youtube block মনেহয়। তাছাড়া “watch video” এর গায়ে right click করলে তো লিঙ্ক পেয়ে যাবেন। আমার মনে হচ্ছে আপনার VLC তে কোন প্রবলেম আছে। আপনার VLC ভার্সন কত জানাবেন?

      Level 0

      @n2roy: Connection failed:
      VLC could not connect to “v1.cache1.c.youtube.com:554”.
      Your input can’t be opened:
      VLC is unable to open the MRL ‘rtsp://v1.cache1.c.youtube.com/CjYLENy73wIaLQk3HztMB_V_dRMYDSANFEIJbXYtZ29vZ2xlSARSBXdhdGNoYIDV-K3C3sb6UAw=/0/0/0/video.3gp’. Check the log for details.

      এই এরর আসে।VLC ভাশরন ২.০.৫।আমি পিডি-প্রক্সি ব্যবহার করছি। “watch video” ছাড়া ‍এড্রেসবার থেকে লিঙ্ক ( যেমন: http://m.youtube.com/watch?hl=en&gl=US&client=mv-google&v=dX_1B0w7Hzc) VLC-তে পেষ্ট করলে তখন দেখা যায়, তবে স্লো আর বেধে বেধে আসে। সমাধান কি???

n2roy- Bhai please apnr facebook ID amk den. ar ai baper e solve er baper e kichu bolen

n2roy- bhai apni toh bollen na ami eakhon KI KORBO?!!!

Level 0

kajer tune .chalaia jan amra apnar pashe asi.amar blog e asben:http://www.goahead590.blogspot..com

Level 0

techtunes er moto apnader kono ”projojokti bishayak” website thakle thikana diben pls……

i m waiting……. [email protected]

আপনি ভারতের পশ্চিম বঙ্গ থেকে আমাদের টিউন উপহার দিয়েছেন এ জন্য অনেক অনেক থ্যাংক্স ।

Level 0

ভবিস্যতে পশ্চিমবঙ্গের মানুষের আরো অংসগ্রহণ আসা করছি . ধন্যবাদ

Level 0

খুব ভাল পোস্ট। আশা করছি আপনার নিকট থেকে আরো ভাল ভাল পোস্ট উপহার পাব আশা করি।

খুব ভাল আইডিয়া। তবে বর্তমানে বাংলাদেশে ইউটিউব ব্লক করা আছে তাই পরে টেষ্ট করে দেখব।

ধন্যবাদ

Thank you for giving an awsome idea!!!!!:)

Level 0

Onek khuje shesh mesh apnar kasey pelam thanks vaia