আমি রায়গঞ্জ , পঃ বঙ্গ (ভারত) এর নাগরিক। এই টিউন টি করার কারণ হল আমার দুঃখ। আর দুঃখটি হল আমি এতদিন B.S.N.L কোম্পানির 3G সিম ব্যাবহার করছিলাম। আর রাতে কাজ শেষে বাড়ি ফিরেই YouTube খুলে বসতাম আর পছন্দ মত ভিডিও দেখতাম। আর স্পিডও ছিল দারুন। 2 m.b.p.s (mega bit) । তার ফলে high quality -র ভিডিও কোন অসুবিধে ছাড়াই দেখতাম। কিন্তু আজকে আমি ভুল করে সিমে 2G ইন্টারনেট কার্ড ভরে ফেলেছি। বাড়ি এসে নেট এর স্পিড দেখে আমার চোখ ছানাবড়া! স্পিড মাত্র 140 kbps । তারপর বুঝলাম আমি 3G সিমকে 2G বানিয়ে দিয়েছি।
যাইহোক আমার এই (দুঃখের) গল্প আপনাকে boring করছে আমি জানি। এরপর আমি ইন্টারনেট ঘাটতে লাগলাম কি করে মোবাইলের ইউটিউব, কম্পিউটার এ চালানো যায়। কারন mobile এ ইউটিউব 3gp ফাইল প্লে করে। ফলে 3G ছাড়াই মোবাইলে ইউটিউব বিনা buffering এ চলে। তারপর অনেক খেঁটে অনেক ওস্তাদি মারার পর সমাধান পেলাম। আর এখন বিন্দাস YouTube চলছে। দুধের সাধ ঘোলে মেটাচ্ছি, আর কি!
এরজন্য আপনাদের দুটি মিডিয়া প্লেয়ার লাগবে।
1. VLC
2. WINAMP
নতুন ভার্সন থাকলে ভাল হয়। না থাকলে পুরনো দিয়ে চেস্টা করতে পারেন।
প্রথমে winamp খুলুন।
Browser এ click করুন। এরপর address bar এ m.youtube.com দিয়ে enter মারুন। তারপর মোবাইল ভার্সন এ যদি না আসে তাহলে MOBILE এ ক্লিক করুন নিচের ছবি মত।
তারপর পছন্দ মত ভিডিও সার্চ করে তাতে ক্লিক করুন।
এরপর পছন্দের ভিডিও খুলে "watch video" তে মাউস এর right ক্লিক করে "copy shotcut" এ ক্লিক করুন।
এবার VLC খুলে "control" + "v" চাপুন (যেটি paste এর shortcut কম্যান্ড )। তারপর "play" চাপুন। ব্যাস !!
VLC এর পর্দা ছোট করে নিন তাহলে দেখে মজা পাবেন।
_____________________________________________________________________________________________
_____________________________________________________________________________________________
আমি n2roy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জিনিয়াস ব্রাদার! চালিয়ে যান।