আপনার কম্পিউটার এর Start Menu কে Windows 8 এর Start Menu মত করে ফেলুন।

আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি।এটা এমন একটি প্রোগ্রাম সকলের জন্য ব্যবহার করা সহজ হবে।এটি দিয়ে এত সুন্দর করে সাজানও যায় আপনি ভাবতে পারবেন না।এছাড়াও আপনি এর চেহারা, ইমেজ, এবং কমান্ড ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।উইন্ডোজ 8 উপর সম্পূর্ণ অন্তর্ভুক্ত তাই এটি সহজ এই নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি দিয়ে সহজেই মাউসের মাধ্যমে ক্লিক করে আপনার কম্পিউটার লক করতে পারে।উপকারিতাও আছে নিচে দেখুন.

এর উপকারিতা

১- একটি ক্লিকের সাহায্যে চালানো যায়।

২- কাঠামো এবং পরিবর্তন টেবিল যুক্ত করে যায়।

৩- নাম অনুযায়ী  ফাইল সাজানো যায়।

নামঃWindows 8 StartButton 1.0.9
সবাই কমেন্ট করবেন কেমন লাগলো। সবাই কে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনদিন সবাই ভাল থাকবেন।

Level 0

আমি filemaker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai ata ki win 7 a use kora jabe?gele janaben ki vabe korte hoy

Level 0

may be win 7 a kora jabay na. tarpor o try kortay paran………………

ভাল লাগলো ধন্যবাদ
Download lot of bangla books

কি দরকার ? এই স্টার্ট মেনু নিয়াই শান্তিতে আছি 😛

ভাই এটির ফুল ভার্সন দেয়া যাবে কি?

আমি একটু আগে W8 install দিলাম কিন্তু আমি আমার Broadband connection setup করতে পারতেছিনা আমি ৭ এ Dial up এর মাদ্ধমে Broadband কানেক্ট করতাম কিন্তু এইটাতে তা হচ্ছে না নাম আর Password দিতে গিয়ে কানেক্ট করতে গেলে রিস্টার্ট নিচ্ছে এই কমেন্ট তাই ৭ দিয়ে দিতে হল এর একটা সমাধান কেউ দিন পারলে আমি ব্রডব্যান্ড ইন্টারনেট ৭ এ যেভাবে কানেক্ট করি
Control Panel>Network and Internet>Network and sharing Center>setup a new connection>
connect to the internet> setup a new connection anyway>Broadband connection wan minipor
t(pppoe)> select করার পর নাম আর Password দিয়ে ৭ এ কানেক্ট করে নেট Use করি কিন্তু ৮ এ এ পদ্ধতি অনুসরণ করে নাম আর Password দিয়ে কানেক্ট ক্লিক করলে ১-২ সেকেন্ড পর রিস্টার্ট নেয়।

Level 2

ata ki xp te cholbe na?janaben plz……….

Level 0

may be cholbay na tar poro try kortay paren…………………..

Level 0

vai win 7 a hobena xp te hobena tahole fajlami korar jonno diecen…