আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস সংশোধন করে ব্যবহার করি। অনেক সময় দেখা যায় আমরা যা চাই তা পাই না বা পেলেও ঠিক যা চাই সেরকম হয় না। কিছু কম বা বেশি হয়ে যায় তাই এই সংশোধন করতে হয়। সংশোধিত জিনিসটি দিয়ে অনেক সময় বন্ধু মহলের দৃষ্টি আকর্ষন করা যায়। আজ আমরা টাক্সবারের ঘড়ির পাশে নাম যোগ করা শিখব। যা আপনার টাক্সবারকে আরও আকর্ষনীয় করে তুলবে। প্রথমে স্টাট মেনু থেকে কন্টোল প্যানেলে যেতে হবে। এখানে Regional and Language Options পাওয়া যাবে সেটার উপরে দুটি ক্লিক করুন।
এবার Customize বাটনে ক্লিক করুন।যে নতুন পেইজ আসবে সেখান থেকে Time ট্যাবে ক্লিক করুন। এখানে AM এবং PM লেখা দুটি ঘর আছে সেই ঘরে AM এবং PM এর ঠিক সামনে আপনাকে সেই লেখাটা লিখতে হবে যা আপনি টা্ক্স বারে দেখাতে চান। সেটা হতে পারে আপনার নাম বা অন্য কিছু।
আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...
আরেকটু বিস্তারিত লিখলে ভাল হত ।যাই হোক সুন্দর পোস্ট……………।