আমার এক কলিগ আছে যে কম্পিউটার এবং টেকনোলজি সম্পর্কে খুব বেশি একটা জানে না। কোন প্রয়োজনে যখনি আমি তার কম্পিউটার ব্যবহার করতে যাই তখনি তার ব্রাউজারে অনেক টুলবার আর কাস্টম সার্চ প্রোভাইডার দেখে হতবাক হই। আবার চিন্তাও করি যে কিভাবে কম সময়ে এবং কম শ্রম ব্যয় করে এসব জঞ্জালগুলোকে দূর করা যায়। এই খোঁজা থেকেই পেয়ে গেলাম টুলবার ক্লিনার নামের সফটওয়্যারটি।
আপনিও যদি ব্রাউজারের এইসব টুলবার আর অন্য সব এক্সেটেনশন দূর করা নিয়ে চিন্তায় থাকেন তাহলে টুলবার ক্লিনার ব্যবহার করে দেখতে পারেন। টুলবার ক্লিনার একটি অতি সাধারণ এবং ছোট্ট একটা প্রোগ্রাম যা আপনার ইনস্টলকৃত সব ব্রাউজারের এক্সটেনশন, এ্যা-অন, টুলবার এবং এমনকি BHO (Browser Helper Object) গুলো স্ক্যান করে আপনাকে সেগুলোকে দূর করার অপশন দেবে। এর কর্ম পদ্ধতি খুব সহজ এবং যে কোন সাধারণ ব্যবহারকারীও এটা ব্যবহার করতে পারবে।
অনেক উপকারী, কিন্তু মাত্র ১ মেগাবাইটের এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করতে পারেন এখান থেকে।
আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিষন্নতা এক নীরব ঘাতক।
আমার কাজে লাগবে