বেছে নিন আপনার কাজ অনুযায়ী ল্যাপটপ

আসসালামু আলাইকুম,

ল্যাপটপ কেনার সময় দেখতে হবে এর প্রসেসর, রেম, হার্ডডিস্ক, ডিসপ্লে, গ্রাফিক্স এবং ব্যাটারি ব্যাকআপ টাইম।

বাজারে অনেক ব্র্যান্ড এর ল্যাপটপ পাওয়া যায় যেমন asus, acer, dell, lanovo, hp এগুলোর ফিচার প্রায় একই রকম তাই যে কোনটা আপনি পছন্দ করতে পারেন। কারন সব গুলো তৈরি হয় চায়নায়। শুধু ফিচার এ এদিক ওদিক বাকি সব একই। আর চায়না হলে যে খারাপ হবে তা কিন্তু নয়, আমি ১বছর ধরে ব্যবহার করছি এখনও কোন সমস্যা হয়নি।

নেটবুক: (২০০০০টাকা থেকে ২৫০০০টাকা)

আমরা যারা নরমাল কাজ করি যেমন ইন্টারনেট, মুভি, গান ইত্যাদির জন্য আমরা নেটবুক ব্যবহার করতে পারি।

স্পেসিফিকেশন: ইন্টেল অটম ডুয়াল কোর, ২জিবি রেম, ২৫০/৩২০ অথবা ৫০০জিবি হার্ডডিস্ক, ডিসপ্লে ১০.০", ব্যাটারি ব্যাকআপ ৪ থেকে ৮ ঘন্টা।

ল্যাপটপ (৩৬০০০টাকা থেকে ৪০০০০টাকা)

আমরা যারা নরমালের চেয়ে একটু বেশি চাই তারা নোটবুক ব্যবহার করতে পারি।

সেকেন্ড জেনারেশন ইন্টেল কোর আই ৩, ২জিবি রেম, ৩২০ অথবা ৫০০জিবি হার্ডডিস্ক, ডিসপ্লে ১৪" থেকে ১৫.৬", ব্যাটারি ব্যাকআপ ৩ থেকে ৬ ঘন্টা।

Hp 630 দামঃ৩৬০০০টাকা

সেকেন্ড জেনারেশন ইন্টেল কোর আই ৩, ২জিবি রেম, ৩২০জিবি  হার্ডডিস্ক, ডিসপ্লে১৫.৬", ব্যাটারি ব্যাকআপ ৩ঘন্টা

Hp 430 দামঃ৩৭০০০টাকা

সেকেন্ড জেনারেশন ইন্টেল কোর আই ৩, ২জিবি রেম, ৫০০জিবি হার্ডডিস্ক, ডিসপ্লে১৪", ব্যাটারি ব্যাকআপ ৩ঘন্টা

Dell N4050 দামঃ ৩৯০০০টাকা

সেকেন্ড জেনারেশন ইন্টেল কোর আই ৩, ২জিবি রেম, ৫০০জিবি হার্ডডিস্ক, ডিসপ্লে১৪", ব্যাটারি ব্যাকআপ ৩ঘন্টা

ল্যাপটপ কোর আই ৫২০০০টাকা থেকে ৬৫০০০টাকা

কোর আই ৭০০০০টাকা থেকে ৮০০০০টাকা

যারা গ্রাফিক্স, গেমিং আরও কিছু চান তারা ব্যবহার করতে পারেন এই রেঞ্জের ল্যাপটপ।

থার্ড জেনারেশন ইন্টেল কোর আই ৫ এবং ৭, ৪জিবি রেম, ৫০০/৬৪০/৭৫০ অথবা ১০০০জিবি হার্ডডিস্ক, ডিসপ্লে ১৪" থেকে ১৫.৬", ব্যাটারি ব্যাকআপ ৩ থেকে ৬ ঘন্টা।

Lenovo G480 দামঃ ৫২০০০টাকা

থার্ড জেনারেশন ইন্টেল কোর আই ৩, ৪জিবি রেম, ৫০০জিবি হার্ডডিস্ক, ডিসপ্লে১৪", ১জিবি এটিআই গ্রাফিক্স এবং ব্যাটারি ব্যাকআপ ৩ঘন্টা

HP G6 2027tx দামঃ ৫৬০০০টাকা

থার্ড জেনারেশন ইন্টেল কোর আই ৩, ৪জিবি রেম, ৬৪০জিবি হার্ডডিস্ক, ডিসপ্লে১৫.৬", ২জিবি এটিআই গ্রাফিক্স এবং ব্যাটারি ব্যাকআপ ৩ঘন্টা

HP 4740s দামঃ ৬৫০০০টাকা

থার্ড জেনারেশন ইন্টেল কোর আই ৩, ৪জিবি রেম, ৬৪০জিবি হার্ডডিস্ক, ডিসপ্লে১৭.৩", ১জিবি এটিআই গ্রাফিক্স এবং ব্যাটারি ব্যাকআপ ৩ঘন্টা

Lenovo Z580 দামঃ ৭০০০০টাকা

থার্ড জেনারেশন ইন্টেল কোর আই ৭, ৪জিবি রেম, ৫০০জিবি হার্ডডিস্ক, ডিসপ্লে১৫.৬", ১জিবি এটিআই গ্রাফিক্স এবং ব্যাটারি ব্যাকআপ ৩ঘন্টা

Dell N5520 দামঃ ৭৬০০০০টাকা

থার্ড জেনারেশন ইন্টেল কোর আই ৭, ৪জিবি রেম, ১০০০জিবি হার্ডডিস্ক, ডিসপ্লে১৫.৬", ১জিবি এটিআই গ্রাফিক্স এবং ব্যাটারি ব্যাকআপ ৩ঘন্টা

HP DV4 5012tx দামঃ ৭৯০০০টাকা

থার্ড জেনারেশন ইন্টেল কোর আই ৭, ৪জিবি রেম, ৭৫০জিবি হার্ডডিস্ক, ডিসপ্লে১৪", ২জিবি এনভিডিয়া গ্রাফিক্স এবং ব্যাটারি ব্যাকআপ ৩ঘন্টা

গেমিং ল্যাপটপ দাম ১২০০০০টাকা থেকে শুরু,

গেমিং ল্যাপটপ বাইরে থেকে আনিয়ে নিতে পারবেন, তবে দাম একটু বেশি পরবে।

বিদ্রঃ দোকান ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে।

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice ^_^

Level 0

একটু সাজাইয়া দিবেন না? এই ভাবে দিলে রিডার পরব?

    @Anwar: আপনার কথার মানে বুঝলাম না (এই ভাবে দিলে রিডার পরব)

যে যাই বলুক ৩০ হাজার টাকায় এইচপি যে সুবিধা দেয় ঐ একই সুবিধা ডেল দিলে নেবে ৫০ হাজার টাকার কাছাকাছি! কেন নেয়? কারণ তাদের ব্রান্ড টেকসই। এতগুলো টাকা দিয়ে ল্যাপটপ কিনব আর দেখে নেবো না কোথায় কি ফারাক। সখের ল্যাপটপ চললেই হবে না। দেখতে হবে সেটার স্থায়ীত্ব কতটুকু।

    @ডিজিটাল দাস: ভাই ডিজিটাল দাস বাংলাদেশ এর বাজারে প্রায় সকল ল্যাপটপ চিন,মালোশিয়া,সিঙ্গাপুর হতে আসে।
    ডেল এর পার্টস একটু মজবুত সেটা আগে ছিল,কিন্তু এখন যারা ব্যবহার করে তারাই জানে।আমার দেখার মতে সব ল্যাপটপ একই রকম শুধু কম বেশি সুবিধা ১৯/২০ কিন্তু দামের এত পার্থক্য নেই।আপনি বাজার ঘুরে দেখতে পারেন।

Level 0

গিজিবিজি করে ফেলছেন

Level 0

ভাই, আমি acer 4752 ব্যাবহার করি । ল্যাপটপ টি আপনার খেয়ালে কেমন?

Level 0

ভাই খুব সুন্দর হইছে । এ রকম টিউন পরতে ভালো লাগে ।
http://techorb4u.blogspot.com/ সাইট টা দেখেন ভালো লাগবে ।