কম্পিউটারের সাধারণ কিছু ত্রুটি এবং সমাধান। মিস কইরেন না।

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা? আজকে একটা চরম টিপস দিলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু।

১.  মনিটরের আলো জ্বলা/নিভাঃ

মনিটর ক্যাবল, ডেটা ক্যাবল, র‍্যাম, ডিসপ্লে কার্ড, সিপিইউ এর সকল কানেকশন ঠিক মত লাগাইতে হবে।

২. অনবরত ৩টা শব্দঃ

র‍্যামের সংযোগে সমস্যা আছে। পুনরায় র‍্যাম লাগিয়ে পিসি রিস্টার্ট দিতে হবে।

৩. শুধু ৩টা শব্দঃ

গ্রাফিক্স কার্ডের সংযোগে সমস্যা আছে। পুনরায় লাগিয়ে পিসি রিস্টার্ট দিতে হবে।

৪. দীর্ঘ সময় ধরে ৩টা শব্দঃ

বাইওস অথবা র‍্যাম এর সমস্যা আছে।

৫. অনবরত শব্দঃ

কিবোর্ডের কোনো কী-তে চাপ পরে আছে।

৬. মনিটরে ডিসপ্লে নাইঃ

হার্ড ডিস্ক এর সংযোগ সঠিক ভাবে লাগানো হয়নি। পুনরায় লাগিয়ে পিসি রিস্টার্ট দিতে হবে।

৭.  হার্ড ডিস্কের পার্টিশন দেখাচ্ছে নাঃ

হার্ড ডিস্কের ফরম্যাট মাদারবোর্ড কে সাপোর্ট করতেছে না।

৮. রেজিস্ট্রি ভুলঃ

অনাকাংক্ষিত ভাবে কম্পিউটার বন্ধ করা হয়েছে।পুনরায়, অপারেটিং সিস্টেম দিতে হবে।

৯. হার্ড ডিস্ক পাচ্ছে নাঃ

হার্ড ডিস্ক এর সযোগ পাইনি।

কম্পিউটারের আরো বিস্তারিত সমস্যা ও সমাধান  জানতে আমার ব্লগ সাইটে ঘুরে আসুন।

আমাকে ফেসবুকে পাবেন এখানে।

Level 2

আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

🙁

বর্তমানের পিসি গুলোয় এগুলোর প্রায় সবই অনুপস্থিত। আর একটু আপডেট কি দেয়া যেতো না। যখন পি-২/৩/৪ পিসি গুলো বেশী ছিলো তখন এই সিনটম গুলো দেখেই কাজ হতো। যেমন ২+৩ ৫টা বিপ দিলে বোঝা যেতো এজিপিতে সমস্যা। এখন RAM খারাপ হলেও বিপ দেয় না। ধন্যবাদ!!!

আমার কাছে আপনার সিপিইউ টা আনেন একটু ব্যবস্থা করলে একটা বিপও দিবে না।বর্তমানের সিপিইউগুলোতে ভিতরের ছোট্ট সাউন্ড চিপটি দেওয়া হয় না তাই কোন শব্দ হয় না আর তাই আপনার বলা সমস্যাগুলো এভাবে বোঝা যাবে না।আর আপনার টিউনের ব্যাপারে একটু ব্যক্তিগত অভিমত দিচ্ছি আশা করি সহজভাবে নেবেন।টিউনের শিরোনামে “মিস কইরেন না” “না দেখলে মিস” এই কথাগুলো পাঠকের মনে এখন বিরক্তি ছাড়া আর কিছু আনে বলে মনে হয় না।একটা ভালো শিরোনাম পোস্টের জন্য অনেক কিছু আবার আপনার পোস্ট এ আসলেই ভালো কিছু থাকলে পাঠক সেটা এমনিতেই গ্রহন করবে তার জন্য চটকদার শিরোনাম লাগবে না।আমার কথাগুলো আশা করি ভালভাবেই নিবেন তবে খারাপ লেগে থাকলে আমি দুঃখিত।শুভ হোক আপনার ব্লগিং 🙂

@মোঃ আসিফ- উদ-দৌলাহ্. সঠিক.

Level 0

গত ২~৩ বছরের মোবোতে পাস ফেইল এলইডি ইউজ করে। সো, কি সমস্যা সেইটা কেসিং খুললেই দেখা যায়। আর এইধরনের নিম্ন-মানের বানান ভুল সর্বস্ব পোস্ট দেয়া থেকে বিরত থাকুন

good and go on…

Level 0

অনেক কাজের টিউন। আমার পি সি তে মাঝে মাঝে অদ্ভুদ রকমের “কট কট” শব্দ হয়। আমি বুঝতে পারছিনা সমস্যাটা কিসের। আপনাদের কারো জানা থাকলে জানাতে পারেন।টিউনের জন্য ধন্যবাদ।

আমরা পিসিতে শুধুমাত্র তিনটি শব্দ হয় তারপর আর কিছু হয় না। র‌্যাম খুলে লাগিয়েছে কিন্তু তাতেও কাজ হয়না। আমার এজিপি বিল্টইন।সমস্যাটি কি বলবেন নাকি ভাই?

Level 0

ভাই
আমার core-i5
4GB Ram
1555 mb Graphics card (built in)
কিন্তু fifa 12
Age of empire 3
এর মত game গুলো অনেক slow
Graphics card ki match korsa na?
Conhigure summary:::

Operating System
MS Windows 7 Ultimate 32-bit
CPU
Intel Sandy Bridge @ 2.90GHz 44 °C
32nm Technology
RAM
4.0GB
Motherboard
Intel Corporation DH61WW (LGA1155 CPU 1)
Graphics
SyncMaster @ 1360×768
Intel(R) HD Graphics Family
Hard Drives
977GB Hitachi Hitachi HDS721010CLA332 ATA Device (IDE) 38 °C
Optical Drives
ASUS DRW-24B3ST ATA Device
Audio
High Definition Audio Device

    Level 0

    @rimonbdmd: কি বলেন? এই কনফিগারেশন এ fifa 12 খেলতে পারছেন না ?????!!!!!!!

অনেক অনেক ধন্যবাদ।

শুভ হউক আপনার অগ্রযাত্রা। আগামীতে আপডেট টিউন আশা করছি।

Level 0

এ রকম টিউন টেকটিউনস এ অনেক আগেই হয়েছে………….

Level 0

কেউ problem tr cz জানলে তার mobile no plz.
mail: [email protected]

ভাই আমার ল্যাপটপ থেকে RUN অপশনটি হারিয়ে গেছে কোথাও খুজে পাচ্ছিনা কি করি বলুন তো ? START-ALL PROGRAM-ACCESORIES তেও নেই । 01840264000 [email protected]

Level 0

Valo laglo, onek kisu jante parlam eikantheke.
Thanks to All + Admin.