হাতিয়ে নিন কিছু Dummies বুক, আর সব কিছু শিখুন পানির মত সহজে

কম্পিউটার একটি বিশাল ক্ষেত্র। একে আমরা নানা কাজে ব্যবহার করতে পারি। কম্পিউটারের বিভিন্ন বিষয় সম্পর্কে শেখার জন্য বাজারে অনেক বই এবং ইন্টারনেটেও অনেক বই পাওয়া যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, কোন বইটা ভাল হবে? আমার চাহিদা পূরন হবে কি?

আমি আপনাদের সিদ্ধান্ত দিচ্ছি। আপনারা নিতে পারেন Dummies (Wiley Publications) এর বই। এরা কম্পিউটার সহ আরো নানা বিষয়ে বই লেখে।

বইগুলোর বৈশিষ্ট্য হল, এগুলো বুঝতে খুবই সহজ। কারন আপনাকে এরা ডামি (অভিজ্ঞতাহীন অর্থে) হিসেবে বিবেচনা করে সবকিছু খুবই সহজে বুঝিয়ে দেবে। বইয়ের ইংলিশ অত্যন্ত সহজভাবে লেখা এবং যথেষ্ট স্ক্রিন শট আছে। সাইটটি আপনারা এখান থেকে ভিজিট করুনঃ http://www.dummies.com
Making Everything Easy- এই স্লোগানে তারা কাজ করে থাকে।
আজ আপনাদের সাথে আমি প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট, এক্সেল, ফটোশপ ও কম্পু বিষয়ক বই শেয়ার করছি। এগুলো PDF ফাইল। বিশ্বাস করুন, আপনি যা শিখতে চান তা পুরোপুরি আয়ত্ত করতে পারবেন।

ডাউনলোড লিংক পেতে বইয়ের কভার পেজে ক্লিক করুন

JavaScript For Dummies - 4th Edition

 

জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কমবেশি আমাদের সকলেরই জানা। এটাকে বলা হয় Client Side Scripting Language. ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এটি ব্যবহৃত্ হয়। বিশেষ করে ডায়নামিক সাইট তৈরি করতে এবং ওয়েবসাইটকে প্রানবন্ত করতে JavaScript প্রয়োজন। জাভাস্ক্রিপ্ট দ্বারা ওয়েবপেজে স্লাইডশো তৈরি করা যায়, এনিমেশন করা যায়, ঘড়ি তৈরি করা ইত্যাদি। এছাড়াও এটি দ্বারা আপনি User Data Validation, Login এর কিছু কাজ ইত্যাদি করতে পারবেন। সব চোখ-জুড়ানো ওয়েবসাইটেই জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়।

ডামিদের এই বইটি আপনাকে সুন্দরভাবে ধাপে ধাপে জাভাস্ক্রিপ্ট শেখাবে। বইটির পেজ সংখ্য ২২৪।

Photshop CS5 All-in-One (2010)

 

ফটোশপ হল একটি বিস্ময় কর সফট, যা দিয়ে কিনা ছবি এডিট করা হয়। নানান ধরনের অপকর্ম যেমন ছবি ফেক করা এর সাহায্যেই হয়ে থাকে। ফটোশপ তা শেখা একটু কঠিনই বটে। তবে এই বই দ্বারা আপনি সহজে ফটোশপ শিখতে পারবেন। এই বইটি দ্বারা আপনি একজন প্রফেশনাল এর মত ছবি এডিট করতে পারবেন।
বইটির পেজ সংখ্য ৭২০।

Web Design All-in-One

 

ওয়েব ডিজাইন বলতে আমরা বুঝি ওয়েবসাইটের বাহ্যিক রূপ তৈরি করা (ডিজাইনার আর ডেভেলপার এক জিনিস নয়, ডিজাইনার করে রূপ তৈরি, আর ডেভেলপার করে প্রোগ্রামিং এর অংশ। সকল ডেভেলপারই ডিজাইনার কিন্তু সকল ডিজাইনার ডেভেলপার নয়।)এর জন্য আপনাকে শিখতে হয় HTML এবং CSS যা অত্যন্ত সহজ। ওয়েব ডিজাইনার হয়ে ফ্রিলান্সিং করার যথেষ্ট সুযোগ রয়েছে।
উপরোক্ত বইটি আপনাকে ওয়েব ডিজাইনের আগা থেকে গোড়া সব শিখাবে অত্যন্ত সহজভাবে। আপনি হয়ে যেতে পারবেন একজন মাস্টার ডিজাইনার। পেজ সংখ্যা ৬৫৬।

PHP&MySQL (Web Develp) For Dummies

 

ওয়েব ডেভেলপমেন্ট কি তা আমি আগেই বলেছি। ওয়েব ডিজাইনিং এর পরের ধাপই হল ডেভেলপমেন্ট। প্রোগ্রামিং এর কাজ করতে হয় বলে শিখতে একটু সময় লাগে। তবে চিন্তা করবেন না। বই যখন কম্পিউটারে আছেই তখন চিন্তা কিসের? বইয়ের পেইজ ৪৫৬ টি।

MS Office Excel 2007

 

MS Excel এর সাথে আমরা সবাই পরিচিত। এই সফটওয়্যার দ্বারা বিভিন্ন অংক করা যায়, তৈরি করা যায় হিসাব-নিকাশের খাতা। এর ব্যবহার বিধি ও সূত্র আমরা অনেকেই জানি না। এই বইটি হল তাদের জন্য যাদের এক্সেল শেখার শখ আছে। বইটি অবশ্যই বুঝতে সহজ। এখানে নতুন নতুন টেকনিক সম্পর্কে ধারনা দেয়া হয়েছে।

C++ All-in-One For Dummies

 

C++ কে সবচেয়ে শক্তিশালী প্রোগ্রামিং ভাষা হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়, কোন প্রোগ্রামার C++ না জানলে তাকে প্রোগ্রামার বলা যায় না।
বইতি খুবই সুন্দর। আমি নিজে এই বই থেকেই C++ শিখছি। বইগুলো যে খুবই উন্নতমানের, তার প্রমান আমি সর্বপ্রথম এখান থেকেই পাই। বইটি পড়ার পর আপনি C++ এ পুরোপুরি মাস্টার হয়ে যাবেন। শেষের দিকে এখানে MS Visual C++ এর ব্যবহার সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আরো রয়েছে Boost Library. বইটির পেজ সংখ্য প্রায় ৮৭৬।

Troubleshooting and Maintaining your PC

 

আমাদের কম্পিউটারে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এগুলো সলভ করতে অনেকের হিমশিম খেতে হয়। পিসি, হার্ডওয়্যারের কমন সমস্যা এখানে আলোচিত হয়েছে। আরো টিপস দেয়া হয়েছে যাতে করে আপনি আপনার কম্পিউটারকে রাখতে পারেন ফিট এবং স্মার্ট। কম্পিউটারের বিভিন্ন গূঢ় বিষয় সম্পর্কেও এখানে সচ্ছ ধারনা পাওয়া যাবে। পেজ ৭৯২।
উল্লেখ্য, এটি কোন পিডিএফ ফাইল নয়। এটি পড়ার জন্য E-Pub Reader লাগবে। ডাউনলোড লিংকে গিয়ে "Important Notes" প্যারাটি পড়ুন, সেখানে একটি E-Pub Reader সফট এর লিংক দেয়া আছে।

Linux For Dummies 9th Edition

 

বর্তমানে লিনাক্স অপারেটিং সিস্টেম এবং এর ডিস্ট্রো গুলো দ্রুত জনপ্রিয়তা লাভ করছে, যেমনঃ উবুন্টু, ফেডোরা ইত্যাদি। এর বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো সম্পূর্ণ ফ্রি বা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। অনেকেই নতুন উবুন্টু/ফেডোরা ইন্সটল করেছেন, বা করেন নাই, করতে চাচ্ছেন, অথবা লিনাক্সে এক্সপার্ট হতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ছোট্ট উপহার।

Windows XP Hacks and Mods

 

সময় হয়েছে আপনার উইন্ডোজ এক্সপির নিয়ন্ত্রন নেয়ার। চিন্তা করুন তো, কম্পিউটার আপনাকে চালায়, নাকি আপনি কম্পিউটারকে। এটির উত্তর আংশিক হ্যাঁ এবং বেশিরভাগই না, কেননা অনেক ট্রিকস এবং হ্যাকস আপনি জানেন না। আর সেই জিনিস জানাতেই ডামিস নিয়ে এসেছে এই বইটি। যারা XP ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।
এখন আপনি হয়ে যান এক্সপির বস। পৃষ্ঠা সংখ্য ৩৬২।


আপনাদের অনুরোধের কারনে টরেন্ট বাদ দিয়ে আমি মিডিয়াফায়ার লিঙ্ক দিয়েছি।
আশা করি আপনাদের ভাল লেগেছে।

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dummies এর বইগুলো আসলেই ভালো।photoshop এর অনেক কাজ আমি এর বই থেকেই শিখেছি। এতগুলো প্রয়োজনীয় link একসাথে দেয়ার জন্য ধন্যবাদ।

ভাই পারলে সবগুলো বই কেউ মিডিয়া ফায়ারে আপলোড করে লিংক দিন। কারণ আমার জন্য টরেন্ট ডালো অনেক ঝামেলার ব্যাপার। বইগুলো সত্যিই খুবই প্রয়োজনীয়। তাই কেউ অন্তত মিডিয়া ফায়ারে আপলোড করে দিন প্লিজ……..

Level 0

Asholae Link Gulo Golmele Akto Thik Kore Abar Post Ta Koren Jai Hok Khub Shundor Tune 🙂

    @Babor: কি ভাই গোলমেলে, একেকটার একেকটা লিংক দিয়েছি তাই?
    নো প্রবলেম, এখন ট্রাই করেন, খাস মিডিয়াফায়ার লিংক দিছি।

সবচেয়ে সহজ হয় http://www.library.nu তে গিয়ে sign up করে search করেন। আশা করি প্রায় সবগুলো বই পাবেন। আমি অনেকগুলো পেয়েছি।

Those are really great!!
Thank You

:O

Level 0

Great. Eksathe etogula valo boi peye to matha kharap hobar jogar. konta rekhe konta download kore porte pari. Thanks sobaike

    @Mask: এটি আপনার উপর নির্ভর করে। আপনি যেটা ইচ্ছা সেটাই ডাউনলোড করতে পারেন। তবে প্রোগ্রামিং শিখতে চাইলে আগে ওয়েব ডিজাইন শিখে নেবেন।

Level 0

অনেক ধন্যবাদ আপনাকে… আচ্ছা, লিনাক্স ও ফটোশপের উপর ভাল বাংলা ই বুক পাওয়া যাবে কি ?
কার জানা থাকলে লিঙ্ক টা দিবেন প্লিজ…।

Level 0

@ নিওফাইটের রাজ্যে , কিছুক্ষণ ঘাঁটাঘাঁটির পর উবুন্টু আর মিন্ট এর বাংলা নির্দেশিকা পেয়েছি। ধন্যবাদ।

Level 0

@ নিওফাইটের রাজ্যে , আপনার ফটোশপ শেখার ই বুক এর লিঙ্কটা ফাঁকা, লিঙ্কটা ঠিক করে দেন । ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ……………।

Troubleshooting and Maintaining your PC এই ফাইলটা কাজ করসে না। পিডিএফ এ ওপেন হয় না। সমাধান দেন

Level 0

vai amar book gulo khub dorkar kintu download korta parsi na kaho download korta parla
amar mail a dela help hoto [email protected]

Level 0

For.Dummies.PHP.and.MySQL.Web.Development.All.in.One.Desk.Reference.For.Dummies.Jan.2008.eBook-Creative_33.rar
ai rar file tir pass kato

    @ujjalbs: @ujjalbs: মিডিয়াফায়ার লিংক দিয়েছি, আশা করি কাজ করবে এবং আপনিও সহজে ডাউনলোড দিতে পারবেন।

@mishu36: এমন জায়গায় কমেন্ট ককরলেন যে রিপ্লাই দেওয়ার কোন সুযোগ পেলাম না। আপনি মিন্ট নির্দেশিকা পাবেন এখানে: http://linuxmint-bd.org/downloads/user_guide
উবুন্টুর নির্দেশিকা আগে ছিল, এখন খুঁজে দেখি নাই। 🙁 , দুঃখিত।
ধন্যবাদ। 🙂

Level 0

Assalamu alaikum.”Troubleshooting and Maintaining your PC” te click kore zip file piyechi but download kore kono pdf file pelam na.Pls give me new file.

    @zahid20: ওয়ালাইকুম আস-সালাম। বইটি কোন পিডিএফ ফাইল নয়। এটি EPUB ফাইল
    দয়া করে ডাউনলোডের সময় লেখাগুলো পড়ুন। সেখানে একজায়গায় Important Notes জাতীয় একটি প্যারা আছে। সেখানেই E-Pub Reader এর ডাউনলোড লিংক পাবেন।

আহমেদ সাদমান আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই এক্সক্লুসিভ একটি টিউন করেছেন। আমি Dummies সিরিজের বইগুলি পড়তে বেশ স্বাচ্ছন্দ বোধ করি কারণ Dummies এর বইগুলিতে খুব সহজে অনেক জটিল জিনিস শেখা যায়। আমি বেশ কিছুদিন যাবত ‍”Network Marketing For Dummies” বইটি খুজছি কিন্তু এখন পর্যন্ত পাইনি। আপনি কি আমাকে এই বইটির কোন লিঙ্ক দিতে পারবেন? আমার মেইল আইডি- [email protected]

    নেটওয়ার্কিং সম্পর্কে অনেক কিছু পেলাম, কিন্তু Networking For dummies পেলাম না। যাই হোক, আপনি http://www.hatemtai.com এ গিয়ে একটা রিকোয়েস্ট করতে পারেন।
    বিস্তারিত জানতে আমার এই পোস্টটি পড়ুনঃ https://www.techtunes.io/download/tune-id/103164/

    ভাল লাগলে সাইটটি সবার সাথে শেয়ার করুন।

Level 0

সাদমান ভাই আপনাকে ধন্যবাদ। আপনাকে চা খাওয়াইতে মন চাইতাছে।

    @Rahmannoor: যি ভাই, অবশ্যই চা খাব। নাইত্রিশ তারিখে আপনার বাড়ির পাশের চায়ের দোকানে থাইকেন। আমি আসতেছি। 😛

Maximum books have been deleted!!!!!!!