কম্পিউটার একটি বিশাল ক্ষেত্র। একে আমরা নানা কাজে ব্যবহার করতে পারি। কম্পিউটারের বিভিন্ন বিষয় সম্পর্কে শেখার জন্য বাজারে অনেক বই এবং ইন্টারনেটেও অনেক বই পাওয়া যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, কোন বইটা ভাল হবে? আমার চাহিদা পূরন হবে কি?
আমি আপনাদের সিদ্ধান্ত দিচ্ছি। আপনারা নিতে পারেন Dummies (Wiley Publications) এর বই। এরা কম্পিউটার সহ আরো নানা বিষয়ে বই লেখে।
বইগুলোর বৈশিষ্ট্য হল, এগুলো বুঝতে খুবই সহজ। কারন আপনাকে এরা ডামি (অভিজ্ঞতাহীন অর্থে) হিসেবে বিবেচনা করে সবকিছু খুবই সহজে বুঝিয়ে দেবে। বইয়ের ইংলিশ অত্যন্ত সহজভাবে লেখা এবং যথেষ্ট স্ক্রিন শট আছে। সাইটটি আপনারা এখান থেকে ভিজিট করুনঃ http://www.dummies.com
Making Everything Easy- এই স্লোগানে তারা কাজ করে থাকে।
আজ আপনাদের সাথে আমি প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট, এক্সেল, ফটোশপ ও কম্পু বিষয়ক বই শেয়ার করছি। এগুলো PDF ফাইল। বিশ্বাস করুন, আপনি যা শিখতে চান তা পুরোপুরি আয়ত্ত করতে পারবেন।
ডাউনলোড লিংক পেতে বইয়ের কভার পেজে ক্লিক করুন
জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কমবেশি আমাদের সকলেরই জানা। এটাকে বলা হয় Client Side Scripting Language. ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এটি ব্যবহৃত্ হয়। বিশেষ করে ডায়নামিক সাইট তৈরি করতে এবং ওয়েবসাইটকে প্রানবন্ত করতে JavaScript প্রয়োজন। জাভাস্ক্রিপ্ট দ্বারা ওয়েবপেজে স্লাইডশো তৈরি করা যায়, এনিমেশন করা যায়, ঘড়ি তৈরি করা ইত্যাদি। এছাড়াও এটি দ্বারা আপনি User Data Validation, Login এর কিছু কাজ ইত্যাদি করতে পারবেন। সব চোখ-জুড়ানো ওয়েবসাইটেই জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়।
ডামিদের এই বইটি আপনাকে সুন্দরভাবে ধাপে ধাপে জাভাস্ক্রিপ্ট শেখাবে। বইটির পেজ সংখ্য ২২৪।
ফটোশপ হল একটি বিস্ময় কর সফট, যা দিয়ে কিনা ছবি এডিট করা হয়। নানান ধরনের অপকর্ম যেমন ছবি ফেক করা এর সাহায্যেই হয়ে থাকে। ফটোশপ তা শেখা একটু কঠিনই বটে। তবে এই বই দ্বারা আপনি সহজে ফটোশপ শিখতে পারবেন। এই বইটি দ্বারা আপনি একজন প্রফেশনাল এর মত ছবি এডিট করতে পারবেন।
বইটির পেজ সংখ্য ৭২০।
ওয়েব ডিজাইন বলতে আমরা বুঝি ওয়েবসাইটের বাহ্যিক রূপ তৈরি করা (ডিজাইনার আর ডেভেলপার এক জিনিস নয়, ডিজাইনার করে রূপ তৈরি, আর ডেভেলপার করে প্রোগ্রামিং এর অংশ। সকল ডেভেলপারই ডিজাইনার কিন্তু সকল ডিজাইনার ডেভেলপার নয়।)এর জন্য আপনাকে শিখতে হয় HTML এবং CSS যা অত্যন্ত সহজ। ওয়েব ডিজাইনার হয়ে ফ্রিলান্সিং করার যথেষ্ট সুযোগ রয়েছে।
উপরোক্ত বইটি আপনাকে ওয়েব ডিজাইনের আগা থেকে গোড়া সব শিখাবে অত্যন্ত সহজভাবে। আপনি হয়ে যেতে পারবেন একজন মাস্টার ডিজাইনার। পেজ সংখ্যা ৬৫৬।
ওয়েব ডেভেলপমেন্ট কি তা আমি আগেই বলেছি। ওয়েব ডিজাইনিং এর পরের ধাপই হল ডেভেলপমেন্ট। প্রোগ্রামিং এর কাজ করতে হয় বলে শিখতে একটু সময় লাগে। তবে চিন্তা করবেন না। বই যখন কম্পিউটারে আছেই তখন চিন্তা কিসের? বইয়ের পেইজ ৪৫৬ টি।
MS Excel এর সাথে আমরা সবাই পরিচিত। এই সফটওয়্যার দ্বারা বিভিন্ন অংক করা যায়, তৈরি করা যায় হিসাব-নিকাশের খাতা। এর ব্যবহার বিধি ও সূত্র আমরা অনেকেই জানি না। এই বইটি হল তাদের জন্য যাদের এক্সেল শেখার শখ আছে। বইটি অবশ্যই বুঝতে সহজ। এখানে নতুন নতুন টেকনিক সম্পর্কে ধারনা দেয়া হয়েছে।
C++ কে সবচেয়ে শক্তিশালী প্রোগ্রামিং ভাষা হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়, কোন প্রোগ্রামার C++ না জানলে তাকে প্রোগ্রামার বলা যায় না।
বইতি খুবই সুন্দর। আমি নিজে এই বই থেকেই C++ শিখছি। বইগুলো যে খুবই উন্নতমানের, তার প্রমান আমি সর্বপ্রথম এখান থেকেই পাই। বইটি পড়ার পর আপনি C++ এ পুরোপুরি মাস্টার হয়ে যাবেন। শেষের দিকে এখানে MS Visual C++ এর ব্যবহার সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আরো রয়েছে Boost Library. বইটির পেজ সংখ্য প্রায় ৮৭৬।
আমাদের কম্পিউটারে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এগুলো সলভ করতে অনেকের হিমশিম খেতে হয়। পিসি, হার্ডওয়্যারের কমন সমস্যা এখানে আলোচিত হয়েছে। আরো টিপস দেয়া হয়েছে যাতে করে আপনি আপনার কম্পিউটারকে রাখতে পারেন ফিট এবং স্মার্ট। কম্পিউটারের বিভিন্ন গূঢ় বিষয় সম্পর্কেও এখানে সচ্ছ ধারনা পাওয়া যাবে। পেজ ৭৯২।
উল্লেখ্য, এটি কোন পিডিএফ ফাইল নয়। এটি পড়ার জন্য E-Pub Reader লাগবে। ডাউনলোড লিংকে গিয়ে "Important Notes" প্যারাটি পড়ুন, সেখানে একটি E-Pub Reader সফট এর লিংক দেয়া আছে।
বর্তমানে লিনাক্স অপারেটিং সিস্টেম এবং এর ডিস্ট্রো গুলো দ্রুত জনপ্রিয়তা লাভ করছে, যেমনঃ উবুন্টু, ফেডোরা ইত্যাদি। এর বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো সম্পূর্ণ ফ্রি বা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। অনেকেই নতুন উবুন্টু/ফেডোরা ইন্সটল করেছেন, বা করেন নাই, করতে চাচ্ছেন, অথবা লিনাক্সে এক্সপার্ট হতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ছোট্ট উপহার।
সময় হয়েছে আপনার উইন্ডোজ এক্সপির নিয়ন্ত্রন নেয়ার। চিন্তা করুন তো, কম্পিউটার আপনাকে চালায়, নাকি আপনি কম্পিউটারকে। এটির উত্তর আংশিক হ্যাঁ এবং বেশিরভাগই না, কেননা অনেক ট্রিকস এবং হ্যাকস আপনি জানেন না। আর সেই জিনিস জানাতেই ডামিস নিয়ে এসেছে এই বইটি। যারা XP ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।
এখন আপনি হয়ে যান এক্সপির বস। পৃষ্ঠা সংখ্য ৩৬২।
আপনাদের অনুরোধের কারনে টরেন্ট বাদ দিয়ে আমি মিডিয়াফায়ার লিঙ্ক দিয়েছি।
আশা করি আপনাদের ভাল লেগেছে।
আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
dummies এর বইগুলো আসলেই ভালো।photoshop এর অনেক কাজ আমি এর বই থেকেই শিখেছি। এতগুলো প্রয়োজনীয় link একসাথে দেয়ার জন্য ধন্যবাদ।