SFC – System File Checker

সমস্যাটা আমার শুরু হয়েছিল কম্পিউটারে থিম ইন্সটল করা নিয়ে। কম্পিউটারকে দেখতে সুন্দর করে তোলার জন্য আমি যা খুশি তাই করতাম। এইজন্য মাঝে মাঝে ৩য় পার্টির থিম খুঁজতাম। কিন্তু কোনটাই ভাল লাগত না, কিছুদিন পর পর নতুন থিম দিতাম।

একবার একটা খুব ভাল লাগল, কিন্তু সেটার সমস্যা ছিল, মেন্যু বার গুলোর সাথে মিশে যায়, ফলে লেখাগুলো বোঝা যায় না। যখন এটা মুছে ফেলতে চাইলাম, তখন বাঁধল বিপত্তি। থিম মুছে ফেললেও এর প্রভাব কম্পিউটারে থেকেই গেল। কোন প্রকারেই সমাধান পাইলাম না। কিছু কিছু মেন্যু কাল দেখাত। Control Panel এর লেখাগুলো বোঝাই যেত না।

এই সময় আমি পরিচিত হয় Command Promt এর SFC বা সিস্টেম ফাইল চেকারের সাথে। আমি ভেবেছিলাম, উইন্ডোজ নতুন করে সেটাপ দিতে হবে। কিন্তু SFC এর বদৌলতে তা আর করতে হল না। আমার কম্পিউটারের সকল করাপ্টেড ফাইল ঠিক হয়ে গেল।

SFC ডিফল্ট হিসেবে উইন্ডোজে থাকে। এর পুরো অর্থ হল System File Checker. এটি রান করার জন্য প্রথমে কমান্ড প্রম্পটে যান। এরপর লিখুন – sfc /scannow

তাহলেই স্ক্যান শুরু হবে। এর কাজ হচ্ছে, কোন কারনে কোন সফটওয়্যারের দ্বারা, প্যাচের দ্বারা, বা কোন তৃতীয় পক্ষের ফাইল দ্বারা কম্পিউটারের ফাইল নষ্ট হলে এটি তা পুনঃ নির্মাণে দক্ষ। আমি যখন এটি চালু করেছিলাম, তখন এটি আমার সিস্টেম ফাইলগুলো নিজে নিজেই ঠিক করেছিল এবং আমি আমার কম্পিউটারের সুস্থ রূপ ফিরে পেয়েছিলাম। SFC আপনার কম্পিউটারের সিস্টেম ফাইল স্ক্যান করে, যদি কোন অস্বাভাবিকতা লক্ষ করে, তাহলে তা রিস্টোর করে দেয়। এজন্য মাঝে মাঝে করাপ্ট ফাইল ঠিক করতে আপনার উইন্ডোজ ডিস্কও চাইতে পারে। যদি আপনার কম্পিউটারে অস্বাবভাবিক কোন সমস্যা থাকে, বা এমন কিছু হয় যা হাজার দাওয়াই দিয়েও লাভ হচ্ছে না, তাহলে অন্তত উইন্ডোজ সেটাপ দেয়ার আগে এটা একবার ট্রাই করুন। বলা যায় না, ঠিক হতেও পারে এবং সফল হওয়ার সম্ভাবনাই বেশি। আবার মনে করিয়ে দিচ্ছি। যদি আপনি এক্সপি ব্যবহার করেন, তাহলে Run এ গিয়ে cmd লিখুন এবং এতে টাইপ করুন sfc /scannow এবং এন্টার চাপুন।

যদি উইন্ডোজ ৭ ব্যবহার করেন, তাহলে সরাসরি সার্চ করে cmd ঢুকে একই কমান্ড লিখে এন্টার চাপুন।

আপনাদের কৌতূহলের জন্য বলছি, যদি আরো কিছু অতিরিক্ত Parameteres জানতে চান, তাহলে লিখুন sfc /?

কেমন লাগল জানাবেন।

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

khub bhalo

Level 2

হুমম, পড়ে তো ভালোই লাগলো । এখন কাজ করে দেখতে হবে বাকিটা । আপনাকে অনেক ধন্যবাদ

    @Rohan: কাজ করবে ইনশাল্লাহ্‌। তবে যদি কম্পুতে কোন সমস্যা না থাকে, তবে এমনি ট্রাই করার দরকার নেই।

Level 0

vai khub valo laglo pore apnar tune..apnake onek thnx…vai apni to onek theme use korechen amake plz kisu theme er link dite parben jeigula apni use korechen and ja pc slow korena..plz vai dile onek valo hoy amar jonno…ami khujtesi but valo paina….

    @ziajuel: অনেক বলতে যে খুব বেশি তা না। তবে আপনাকে একটা লিংক দিতে পারি। http://www.hatemtai.com এ গিয়ে Themes লিখে সার্চ দেন, অনেক থিম পাবেন।

valo laglo

ধন্যবাদ।