রায়ের বাজার হাই স্কুল এন্ড কলেজের ছাত্রদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা…

সময়টা ২০১০, মাঝামাঝি সময় হবে বছরের। বাসার কম্পিউটার গুলো নিয়ে ঘাটাঘাটি আর GTA SA খেলার ফাঁকে ফাঁকে একদিন নিজের কম্পিউটারে ইন্টারনেটের লাইন পেয়ে গেলাম আমি। ব্যাস এখন আর কমন রুমে গিয়ে ব্লগিং করার দরকার নেই। নিজের কম্পিউটারেই সারাদিন পড়ে থাকতাম ব্লগ নিয়ে। আমার প্রথম ব্লগ টেকটিউনস। টেকনোলজি নিয়ে ব্লগগুলো পড়তে ভালই লাগত। একদিন রেজিষ্ট্রেশন, যদিও কীভাবে ব্লগ লিখতে হয় তা আমি জানতাম না। একদিন ঘাটাঘাটি করতে করতে পেয়ে গেলাম নিজেই ব্লগিং পোর্টাল বানানোর উপায়, মানে ডাব্লিউ পি আর কী। ব্যাস শত শত বাংলা ব্লগের আগমন ঘটলো ... 😀 যদিও কোনটার একমাত্র ইউজার ছিলাম আমি বা কোনটার বয়সই ছিল সর্বোচ্চ ১০ দিন।

আমার খুব ভাল একটা বন্ধু ছিল সিহাব। আমার হাইড্রোকার্বন প্লেন থেকে শুরু করে সব কিছুতেই আমার পাশে দাড়াতো ও। বরাবরের মতোই আমরা লেগে গেলাম অন্য একটা প্ল্যান এ। তবে এবারের প্ল্যানটা একটু ভিন্ন। একটু আলাদা। আমরা তৈরি করবো বিশ্বের প্রথম বাংলা কবিতা ব্লগ যা মুখরিত থাকবে দেশের স্বনামধন্য কবিদের পদার্পনে।

স্বপ্নটা একটু বড়ই ছিল। আমি মাত্র ডাব্লিউ পি জিনিস টা শিখেছি, খুব একটা ভালমতো বুঝিনি। কিন্তু একটা ব্লগ বানাতে হলে দরকার অনেক বেশি অভিজ্ঞতা। বুঝলাম একা একা কাজটা কখোনোই করা সম্ভব না। দল ভারি করতে হবে আরকী, আর দরকার স্পন্সরের। আমাদেরই এক বন্ধু ফয়সাল সারাদিন পড়ে থাকে এডোবি ফটোশপ নিয়ে, ঠিক হলো ব্লগের গ্রাফিক্সের কাজটা ওই করবে। আরো দু বন্ধু মাহফুজ আর সাকিব গান-কবিতা নিয়ে পড়ে থাকতো। ওদেরকেও নিয়ে নিলাম দলে। ৫ জনের দল, কিন্তু মনে হলো বিরাট একটা বাহিনী। আমরা ফ্রী ডোমেইন হোষ্টিং নিয়ে চেষ্টা চালিয়ে যেতে লাগলাম কীভাবে একটু উন্নতমানের ব্লগ বানানো যায়। কিন্তু স্পন্সরের অভাবে ব্লগটা যেন আর হলো না।

মাহফুজ আর সাকিব একটু দূরে সরে গেল। ফয়সাল ও এতটা সময় দিচ্ছিল না। আমি আর সিহাব মিলেই চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। তবে হয়তোবা আমাদের পরিকল্পনাটা একটু মহৎ ই ছিল আর তাই অবশেষে পেয়ে গেলাম আমাদের স্পন্সর। আর কেউ নয় স্পন্সরটা হচ্ছে HOSTNANO। ঠিক হলো ৬ মাসের জন্য তারা আমাদের ডোমেইন অ্যান্ড হোষ্টিং স্পন্সর করবে। আমাদের ভাগ্যটা আরো একটু ভালই ছিল, এবার ডিজাইনার হিসেবে পেয়ে গেলাম WEBEXBD কে। আবার আমরা ৫ জন একসাথে কাজ শুরু করলাম।

১১ এপ্রিল ২০১১ থেকে যাত্রা শুরু হলো প্রথম বাংলা কবিতা ব্লগ অনুকাব্যর। আমাদের কাজটা তখনো শেষ হয়নি। ব্লগতো শুধু খুললেই হবে না। একে প্রানোজ্জল রাখতে হবে। আমরা হয়তো বা সেই কাজটা পেরেছি।

সবশেষে একটা কথা বলতেই হয়, ধন্যবাদ টেকটিউনস। যখনই আমার কিছু জানতে হয়েছে তুমি শিখিয়েছ, এজন্য তোমাকে শুভেচ্ছা। আর টেকটিউনসের ভাইয়েরা আশা করি অনুকাব্যতে ব্লগিং করবেন। সবশেষে রায়ের বাজার হাই স্কুল এন্ড কলেজের ছাত্রদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।

Level New

আমি আবিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আবিল। সাইবার জগতে পা দিলাম মাত্র। বড় হয়ে আর কিছু না হতে পারি তবে কম্পিউটারের সাথে আমার যোগাযোগ থাকবেই। কম্পিউটার অপারেটর হই আর। বিল (নাকি আবিল ? ) গেটসের মতো আরেকটা মাইক্রোসফটের মালিক হই, আমার লক্ষ কিন্তু এখনই ঠিক হয়া গেছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যি কথা বলতে কি ব্লগ টা দেখে আমি ভয় পেয়েছি।কারন প্রতিটি লেখা মন থেকে দেওয়া।এবং লেখাগুলো একেবারে ইউনিক।আমার সাধ্য নেই এখানে লেখার।সাইট টি বানানোর জন্য ধন্যবাদ ।

    Level New

    আপনাকে সুন্দর একটা মন্তব্যর জন্য ধন্যবাদ। তবে আমি নিজেও খুব একটা ভাল কবিতা লিখি না, তবুও চেষ্টা করি। আপনি নিজেও চেষ্টা করে দেখুন না একদিন আপনিও লিখতে পারবেন। হয়তো বা আমিও একদিন লিখতে পারবো …. 😀

    আচ্ছা আপনার ব্লগে প্রথম পেজে যেগুলো দেখেছি ওগুলো কি কবিতা? নাকি এমনিতে লেখা?

    Level New

    হুম, ওগুলো সব কবিতাই … পুরো ব্লগটা শুধুমাত্র কবিতার জন্য।

বুঝেছি।

আমিও এই স্কুলের ছাত্র ছিলাম ।

    Level New

    শুনে খুব ভাল লাগল …

Level 0

আপনার সাইটে জয়েন করেছি ।

হোস্টন্যানোর খালিদ ভাইয়ের কী খবর? কাজ কি ওনারা পুরোদমে শুরু করে দিয়েছেন নাকি?

    Level New

    খালিদ ভাই তো পুরোদমে এখন কাজ চালাচ্ছে … হোষ্টন্যানোর সাফল্য কামনা করি …