অমিভাত বাচ্চনের জীবনী থেকে নেওয়া তার সেরা উক্তি

টিউন বিভাগ জীবনী
প্রকাশিত
জোসস করেছেন

বিসমিল্লাহির রাহমানির রাহিম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি মহান প্রতিপালকের অশেষ মেহেরবনিতে সবাই ভালো ও সুস্থ আছেন।

উনাকে কী চিনেন?

অমিতাভ বচ্চন তাঁর জীবনীতে লিখেছেন.

"আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে। একদিন প্লেনে করে যাচ্ছিলাম। খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক আমার পাশে বসেই যাচ্ছিলেন৷ দেখে উনাকে একজন শিক্ষিত এরবং মার্জিত মধ্যবিত্ত মানুষ মনে হয়েছিল। অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছে। কিন্তু পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম উনার কোন ভ্রুক্ষেপ নেই।

উনি একমনে একটা খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছিলেন। চা পরিবেশন করা হলো, ঠোঁটের আগেই থ্যাঙ্কস লেগেই আছে। আমাকে পাত্তাই দিচ্ছে না।

আমার উনার প্রতি কৌতূহল বেড়েই চলছিল। তাই উনার সাথে কথা বলার জন্য উনার দিকে তাকিয়ে হাসলাম। উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন, 'হ্যালো', কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো। "

"আমি নিজে থেকে সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম।
জিজ্ঞাসা করলাম :' আপনি সিনেমা দেখেন?'
উনি বললেন, 'কখনো-সখনো।
শেষ যে সিনেমাটা দেখেছি.
হ্যাঁ.তাও প্রায় এক বছরের বেশি হয়ে গেছে। '
বললাম: ' আমি ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছি। '
উনি উৎসাহিত হয়ে বললেন ' দারুণ ব্যাপার!
তা আপনি কী করেন?'
বললাম, ' আমি একজন অভিনেতা। '
প্রত্যুত্তরে বললেন 'দারুণ! '
ব্যস! ওই পর্যন্তই.

প্লেন, ল্যান্ড করার পরে আমি ভদ্রলোকের দিকে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বললাম:
'আমার নাম অমিতাভ বচ্চন'

উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকিয়ে দিয়ে বললেন:'আপনার সাথে পরিচিত হয়ে দারুণ লাগল!
আমার নাম জে.আর.ডি. টাটা(Jehangir Ratanji Dadabhoy Tata, chairman of TATA Group)'

চমকে উঠলাম আমি!

ওই দিনের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম:
"যত বড়োই হই না কেন, আমার থেকেও বড়ো কেউ না কেউ আছে, কিন্ত তাঁর দৃষ্টিটা সর্বদাই মাটির দিকে!"

 

শিক্ষনীয়: গাছে যত ফল ধরবে, ততই মাটির দিকে ঝুঁকে যাবে।

বন্ধুরা এই ছিলো আজকের টপিক। আশাকরি সবার ভালো লেগেছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন, খোদা হাফেজ।

Level 1

আমি সাইফ উদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস