আশাকরি মহান প্রতিপালকের দয়ায় ও রহমতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন।
বন্ধুরা আমাদের সবার কোন না কোন সপ্ন আছে। সবাই সপ্ন দেখে যেমন - কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, আবার কেউ ডাক্তার হতে চায়, কেউ মন্ত্রী হতে চায় ইত্যাদি। এক কথায় আমাদের সবার নিজেকে নিয়ে সপ্ন আছে। আজ আমি এমন পাচটি কথা বলব যা আপনাকে কখনই কাউকে বলা উচিত নয়। আপনি যদি সফল হতে চান তাহলে কখনই কাউকে বলবেন না। আর যদি সফল না হতে চান তাহলে আপনি সবাই কে বলতে পারেন। আশাকরি শেষ পর্যন্ত পড়বেন, এবং আমি কি বোঝাতে চাচ্ছি তা বোঝার চেষ্টা করুন।
১. আপনার জীবনের লক্ষ্য,
আপনি কি হতে চান?এই কথাটা বর্তমান যুগে কাউকে বলা ঠিক না। কারণ আপনি কাউকে বলবেন সে সাহায্য করার জন্য কিন্তু সে আপনাকে বলবে এটা ভুল এটা তর দারা সম্ভব না। কিন্তু আপনি হয়ত জানেন পৃথিবীতে মানুষের পক্ষে অসম্ভব বলতে কিছুই নেই। আবার কোন কোন লোক আছে যে আপনাকে সাহায্য, উৎসাহ দিবে তাকে আপনি নিজের সম্পর্কে বলতে পারেন।
২. নিজের ভালো গুণ কখনো কাউকে বলবেন না।
কথায় বলে ভালো কাজ করুন আর সেটিকে নদীতে ফেলুন। আপনি যা ভালো করেছেন সেটি সবাইকে বলার দরকার নেই। আপনি নিজে নিজের প্রসংশা কি করবেন। লোকে আপনার প্রসংশা করবে৷ আর যদি নিজেই করেন তাহলে আর সেটিতে মজা কোথায়।
৩. আপনার জীবনের গোপন কথা,
সবার জীবনে এমন কিছু গোপন কথা থাকে যা আমরা কাউকে কখনই বলতে না চাইলেও কথায় কথায় বলে ফেলি।
৪. আপনার ব্যক্তিগত জীবন,
আপনার ব্যক্তিগত জীবনের কথা কাউকে বলবেন না। আজ আমার বাড়িতে এটা হয়েছে। এসব কথা অন্যদের কেন বলবেন বলার জন্য অনেক কথা আছে, নিজের ব্যক্তিগত জীবনের কথা কাউকে বলবেন না। আপনি যদি মনে করেন লোকে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করবে, আপনি ভুল ভাবছেন। লোক আপনাকে নিয়ে মজা করবে। আপনার সামনে অবশ্য বলবে আমার শুনে অনেক খারাপ লেগেছে, অনেক কষ্ট হচ্ছে ইত্যাদি। কিন্তু পরে অন্যদের সাথে বলবে আরে ওর জীবনে এরকম সমস্যা, ওর পরিবারে অনেক সমস্যা। বন্ধুরা পৃথিবী এমনই।
এখন মানুষ টাকার জন্য পাগল। এখনকার মানুষ বলে আমার কাছে এত টাকা আছে, আমার কাছে সম্পদ আছে। দেখুন নিজের প্রসংশা করলে মানুষের কাছে খারাপ হবেন, আবার পরে নিজের কাছেও খারাপ হবেন। লোকে আপনার প্রসংশা করবে। আপনাকে দেখলেই লোকে প্রসংশা করবে এমন কিছু করুন তাহলে নিজের কাছেও ভালো লাগবে। আর যারা এরকম কথা বলে শত্যি বলতে তাদের কাছে ওত টাকা নেই। তাই অহংকার করা বন্ধ করুন।
বন্ধুরা এই ছিলো আজকের ৫টি কথা। আশাকরি বোঝতে পেরেছেন, এই কথাগুলো সব সময় নিজের মাঝে রাখবেন ও ধৈর্য দরবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.