নিজেকে নিয়ে স্বপ্ন দেখুন ও নিজেকে স্বপ্নের মতো গড়ে তুলুন

আশাকরি আল্লাহর রহমতে নিজ নিজ স্থানে সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই নিজেকে নিয়ে স্বপ্ন দেখি, আমি একজন পুলিশ অফিসার হবো, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হবো, আমি একজন ইঞ্জিনিয়ার হবো, আমি একজন নেতা হবো, আমি একজন মন্ত্রী হবো ইত্যাদি স্বপ্ন আমরা অনেকেই দেখি। যারা এই রকম স্বপ্ন দেখেন তাদের সম্পর্কে আমি মাহফুজ কয়েকটি কথা বলব। তাহলে চলুন শুরু করি।

আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে কেন করুনার পাত্র হয়ে থাকব? আপনি কি সফলতা অর্জন করতে চাননা? আপনি কি বিশ্বাস করবেন, এই দুনিয়ায় আজকে যারা সফল, সুপ্রতিষ্ঠিত ও সম্পদশালী তারাও একদিন আপনার আমার মতো ছিলো। যদি আপনার আমার ইচ্ছা থাকে তাহলে আপনিও হতে পারেন জ্ঞানী, গুণী, আলোচিত উজ্জ্বল নক্ষত্র। আপনার ইচ্ছা শক্তি আপনাকে করবে বিখ্যাত, জননন্দিত, ও বিশ্ববরেণ্য। আপনিও হতে পারেন আলোকিত ব্যক্তির একজন। পূর্ব নির্ধারিত লক্ষ্যে ও উদ্দেশ্যে অর্জনকেই সাফল্যে বলা হয়। যদি আপনার মাঝে জ্ঞান, সামাজিক অবস্থা, মানসিক শান্তি এবং মানুষের ভালোবাসা থাকে তাহলে আপনি নিজেকে সফল বলতেই পারেন।

সাফল্য এমন এক জিনিস যা রাতারাতি অর্জন হয় না। এর জন্যে কঠোর পরিশ্রম ও প্রচুর ইচ্ছা শক্তি থাকতে হবে। কোন কাজে সাময়িক এই ব্যার্থ মানে এই না যে আপ নিজেকে হতাশ করবেন। আপনি সৃষ্টির সেরা জীব আপনি যদি হতাশ হন তাহলে মানায় না। আপনি নিজেকে জাগাতে হবে। জীবনে সাফল্য পেতে হলে আপনাকে বড় সপ্ন দেখতে হবে। নিজের ক্যারিয়ারের সাথে ও আপনি কি ধরনের জীবন যাপন করতে চান সে সম্পর্কে ধারণা নিতে হবে। যে মানুষের ভিতরে কোন সপ্ন থাকে না সে মানুষ কোন দিন সফলতা অর্জন করতে পারে না। মনে রাখবেন কখনো সপ্ন দেখতে ভয় পেলে চলবে না। আপনার জীবনে বড় সপ্ন থাকার পর আপনার ভিতরে কোন সংসয় থাকা উচিত না।

জীবনে সফলতা পেতে হলে শুধু স্বপ্ন দেখলে চলবে না এর বাস্তব রুপ দিতে হবে। আপনার স্বপ্ন পূরণের লক্ষে অন্যদের বা বড়দের সাহায্য নিতে হবে কিন্তু সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। মনে রাখবেন প্রতিটি সফল ব্যক্তি তার জীবনে একাধিক বার ব্যার্থ হয়েছে। আপনি যখন আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন তখন আপনিও একাধিক বার ব্যার্থ হতেই পারেন এই ব্যার্থতা মেনে নিয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে।

স্বপ্ন পূরনের জন্য ভয় পেলে চলবে না আজকে ছিলো তার ১ম পর্ব সাথেই থাকুন। দেখা হবে আবার ২য় পর্ব নিয়ে।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটিতে ভুল রয়েছে।

কারণ:

আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট – Type52 গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইল তৈরি ও‌ সেট করা হয়নি।

করণীয়:

আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট – Type52 গাইডলাইন অনুযায়ী টিউনের টিউন থাম্বনেইল তৈরি ও‌ সেট করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটিতে ভুল রয়েছে।

কারণ:

টিউনের টিউন থাম্বনেইল এ বানান ভুল করা হয়েছে।

সপ্ন => স্বপ্ন

করণীয়:

টিউনের টিউন থাম্বনেইল ভুল বানান ঠিক করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।