শূন্য থেকে বিশ্বসেরা ধনী
আমার টাকা নাই, তাই আমি ব্যবসা করতে পারছি না।
> আমার মামা চাচা নাই, তাই চাকরী পাচ্ছি না।
> আমি ভাল প্রতিষ্ঠানে পড়তে পারিনি, তাই জীবনে সফল হতে পারছি না।
অথচ এই সম্ভাবনাময় মানুষগুলোকে যখন বিভিন্ন সফল মানুষের উদাহরন দেওয়া হয়, তারা বলেন, উনারা এক্সেপশনাল। Exception is not an example.
অথচ চিন্তা করে দেখুন, আপনি যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে আগামী ১০ বছর পর আপনার কাঙ্খিত সফলতায় পৌঁছান তখন আপনার আশেপাশের মানুষগুলোও আপনাকে নিয়ে বলবে, উনি এক্সেপশনাল। এক্সেপশনাল কেউ জন্মগতভাবে হয় না, আমাদের মাঝে যে লোকটি মেধা শ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে অন্য আর ১০ জনের চেয়ে আলাদা করে ফেলেন, তাকেই আমরা এক্সেপশনাল বলি।
আমাদের আজকের ভিডিওটি আপনার এই সকল অজুহাতকে শুধুই আজুহাত হিসেবে প্রমান করবে।
আজকে আমরা এমন কিছু মানুষকে নিয়ে কথা বলবো, যারা শূন্য থেকে হয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব। যাদের একসময় কিছুই ছিল না। চলুন শুরু করা যাক সে জিরো থেকে হিরো হয়া মানুষগুলোর কথা।
এমন আরও অনুপ্রেরণামূলক গল্প, সফলতার গল্প, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, সফলতার সূত্র, জীবনের নানান সমস্যা নিয়ে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে জয়েন করুন আমাদের ফেসবুক পেইজ ও গ্রুপে।
আমি স্বপ্নবাজ মানুষ। Contributor, www.ovijatri.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।