মাশরাফি বিন মর্তুজার জীবনী
বাংলাদেশ জাতিয় ক্রিকেট দলের প্রাণভোমরা হিসেবে পরিচিতি তার। নিজের শতভাগ উজার করে দিতে বিন্দুমাত্র দ্বিধা বা কার্পণ্যবোধ নেই মানুষটির মধ্যে। বলা যায়, তার জীবনের চেয়েও যেন বেশি ভালবাসেন বাইশ গজের ক্রিকেট মাঠকে, আর মাঠের পারফর্মেন্স দিয়ে দর্শকদের মাতিয়ে রাখতে। ক্রিকেটের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া এই মানুষটি বারবার ইনজুরিতে পড়ে জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছেন।
একেকটি ইনজুরি তাকে মাঠের বাইরে ঠেলে দিতে চায় বারবার। তাকে পাঠিয়ে দেয় মাঠের বাইরে। কিন্তু ক্রিকেট মাঠকে যিনি হৃদয় উজার করা ভালোবাসা দিয়েছেন, জীবনের ঝুঁকি কি সেই ভালোবাসাকে থামিয়ে দিতে পারে?
কখনোই না। তাই আবার ফিরে আসেন বীরের মতো, যুদ্ধ করবেন বলে, প্রচণ্ড মনোবলের এক সাহসী যোদ্ধা হয়ে।
ইনজুরিতে পড়ে বড় ধরণের বেশ কয়েকটি অপারেশন হয় তার। ছুরি কাচির নিচে নিজেকে বহুবার অসহায়ের মতো সমর্পণ করেছেন।
ক্রিকেট বোদ্ধা ও তার প্রাণপ্রিয় ভক্তরা ভাবল, বোধহয় তার ক্রিকেট ক্রান্তিকাল চলছে?
একজন বীরের ক্রিকেট মাঠের যুদ্ধ বুঝি এখানেই শেষ হয়ে যাচ্ছে। তিনি হয়ত কিছুদিনের মধ্যে ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বসবেন।
কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি, কারণটা খুব সহজ।
তিনি একজন প্রেমিক। প্রেমিককে কি দুই চারটা বাঁধার মুখে পড়ে সরে গেলে চলে?
সবার আশঙ্কাকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি আবার মাঠে ফিরে এসে বাঘের গর্জন শোনান।
এতক্ষণ যে কথাগুলো বললাম, আমার ধরনা প্রথম বাক্যটি বলার পরপরই আপনারা সবাই বুঝে গেছেন মানুষটি কে হতে পারে?
খেলার জন্য এভাবে জীবন বাজি রাখতে পারা অদ্বিতীয় মানুষটি মাশরাফি বিন মুর্তূজা।
হ্যাঁ, আমরা বাংলার এক ক্রিকেট কিংবদন্তীর জীবনেরে অদম্য গল্প শোনাতে এসেছি আজ।
এমন আরও অনুপ্রেরণামূলক গল্প, সফলতার গল্প, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, সফলতার সূত্র, জীবনের নানান সমস্যা নিয়ে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে জয়েন করুন আমাদের ফেসবুক পেইজ ও গ্রুপে।
আমি স্বপ্নবাজ মানুষ। Contributor, www.ovijatri.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।