মৌমাছি সম্পর্কে জানা-অজানা ১২ টি বিস্ময়কর তথ্য (যা জানলে আপনি অবাক হবেন)

টিউন বিভাগ জীবনী
প্রকাশিত

al-amin honey

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মৌমাছি সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য যা জানলে আপনি অবাক হবেন (ইনশাআল্লাহ্‌)।

মৌমাছির রহস্য সত্যিই খুবি রহস্যময়। মৌমাছি সম্পর্কে যতই জানছি ততই অবাক হচ্ছি। গুগলে সার্চ করছি, বিভিন্ন ব্লগ পড়ছি, সবমিলায়ে এক অন্যরকম প্রাণী এই মৌমাছি।

আরো বিস্ময়ের ব্যাপার হল, মৌমাছি সম্পর্কে আল-কুরআন এ সূরা আন-নাহল নামে আল্লাহ তায়ালা একটি সূরা নাযিল করেছেন!!! এর থেকে আর বিস্ময়ের কি হতে পারে?

আরো বিস্তারিত জানতে আপনারা সূরা আন-নাহল ১৬ নাম্বার সূরা টা পড়ে দেখতে পারেন। সূরাটির লিংকঃ http://www.alquranbd.com/read.php?q=16

ও হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলা হয় নাই, মৌমাছি নিয়ে এতো গবেষণা করার কারন হল, আমি বর্তমান অনলাইন ভিত্তিক ১০০% খাঁটি মধু বিক্রির একটি ছোট-খাট বিজনেস শুরু করেছি, আলহামদুলিল্লাহ্‌।

বেশ অনেক দিন বসেই ছিলাম, কি বিজনেস করবো ভেবে পাচ্ছিলাম না। অবশেষে আল্লাহর ইচ্ছেই মধু বিক্রির বিজনেস টি শুরু করে দিলাম। কারণ দেখালাম খাঁটি মধুর বেশ চাহিদা, আর আমার পক্ষে খাঁটি মধু সংগ্রহ করাটাও বেশ সহজ একটা ব্যাপার। এবং মুল কথা হল, এই বিজনেস টি করতে তেমন টাকা পয়সা লাগে না। সবমিলায়ে আলহামদুলিল্লাহ্‌।

যাইহোক, আমি এখানে মৌমাছির অনেক গুল বিস্ময়কর তথ্য এর ভেতর মাত্র ১২ টি বিস্ময়কর তথ্য দিচ্ছি, এবং এই তথ্য গুলো গুগল সার্চ করে বিভিন্ন ব্লগ থেকে সংগ্রহ করা হয়েছে। ইনশাআল্লাহ্‌ পরবর্তীতে আরো বিস্ময়কর তথ্য নিয়ে টিউন করবো।

✎ মৌমাছি সম্পর্কে ১২ টি বিস্ময়কর তথ্য

✔ ৫০০ গ্রাম মধু তৈরী করতে মৌমাছির ২ মিলিয়ন ফুলের দরকার
✔ এবং একই পরিমান মধু তৈরী করতে মৌমাছির ৯০,০০০ কিলোমিটার ভ্রমন করতে হয়
✔ মৌমাছি প্রতি ঘন্টায় ৮ কিলোমিটার উড়তে পারে
✔ শ্রমিক মৌমাছি গড়পরতায় তার সারা জীবনে অর্ধেক চা চামচ এর সমপরিমাণ মধু তৈরী করতে পারে
✔ পুরো পৃথিবী একবার ঘুরে আসতে মৌমাছির জন্য ২ চা চামচ মধুই জ্বালানি হিসেবে যথেষ্ট
✔ মধু সংগ্রহের পরিভ্রমনে যে কোনো একটি মৌমাছি ৫০ থেকে ১০০ ফুলে বসে
✔ পৃথিবীতে মধু হল একমাত্র খাদ্য যা কখনো পচে না
✔ উত্তর আমেরিকায় কোনো মৌমাছির অস্তিত্ব ছিল না। আদিবাসীরা মৌমাছি কে 'সাদা মানুষের মাছি' বলত কারণ ঔপনিবেশিকরা প্রথম মৌমাছি আমদানি করেছিল
✔ মৌচাকে গড়ে প্রায় ৬০,০০০ মৌমাছি থাকে
✔ মৌমাছির চারটি পাখা কিন্তু মাছির দুইটি
✔ মানুষ খুব সহজেই মধু হজম করতে পারে, কারন মানুষ খাওয়ার
আগেই মৌমাছিরা তা একবার খেয়ে পরিপাক করে রাখে!!
✔ মৌমাছিরা ১০ থেকে ২০ মিলিয়ন বছর আগে থেকেই মধু তৈরী করছে!!

 

আর হ্যাঁ, যদি আপনারা কেও খাঁটি মধুর স্বাদ নিতে চান!!! তাহলে আমার মধুময় ব্লগ থেকে একটু ঘুরে আসতে পারেন।

আমি আছি: facebook, Twitter, LinkedinGoogle Plus এ।

 

ধন্যবাদ।

Level 1

আমি মধু বিশেষজ্ঞ আলামিন। Founder & CEO, KhatiModhu.com, Kaliganj, Jhenaidah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আলামিন হোসেন। বর্তমানে অবস্থান করছি ঝিনাইদহ জেলাতে। আমি মধু নিয়ে গবেষণা করতে ও খাঁটি মধু মানুষের মাঝে পৌঁছে দিতে খুব ভালোবাসি। Website: https://khatimodhu.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আলামিন হোসেন,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

টেকটিউনস মেন্টর – শোয়াইব ভাই, এই ফরম টা আমি কেন পুরন করবো? মানে পুরন করা লাগবে কেন?

আপনার সাথে কিছুদিনের মধ্যেই টেকটিউনস থেকে যোগাযোগ করা হবে। ধন্যবাদ