আমার পা রি-অপরেসন গত ২৭ তারিখ 'সন্ধে ৭ টা থেকে ১১ টার মধ্যে' ভালোভাবে শেষ হয়েছে। অপরেসনে- হাটু এর উপর থেকে কোমরের উপর পর্যন্ত কেটেছে। শুধু তাই না- যেখানে ভেঙ্গেছিল ওই ২ হাড় থেকে ১/৫ ইঞ্চি করে ১ ইঞ্চি কেটে ফেলেছে। কোমরের এর হাড় কেটে ওই গাপে দিয়েছে। টোটাল ১০ ইঞ্চি এর মত পায়ে কেটে অপরেসন করেছে। প্রতিটা মুহূর্তে যেন বেথায় মৃত্যুর কামনা করতেছি। যেভাবে অপরেসন করে শুয়ে দিয়েছে ২৭ তারিখে ঠিক ঐভাবেই আছি। একটুকুও নড়তে পাচ্ছি না বেথায়। শরীরে ৩ টা মারাত্মক অপরেসন হলো। তা হলো মাথা, পা ২ বার। জানিনা ভবিষ্যতে আর কত কাটা হবে আমার শরীরে! শুনলাম ৩ মাস পর আবার পা অপরেসন করে নিচের ১ টা ইস্ক্রু খুলে দিবে। তারপর আবার ৩ মাস পর অপরেসন করে উপরের ১ টা ইস্ক্রু খুলে দিবে! তারপর তো রড বের করতে আবার অপরেসন। আর এবারেও হাড় জোড়া না লাগলে? পা টাই হয়তোবা থাকবে না! এর চেয়ে ভালো ছিল এক্সিডেন্ট এ মৃত্যু হওয়া। তাহলে একবার কষ্টের পরই বেচেঁ যেতাম। Adro Hemel , বন্থু ২ জন তো একসাথেই ছিলাম। তুই চলে গিয়ে আমাকে এত কষ্টের মধ্যে কেন ফেলে গেলি? আমার অনেক সুন্দর জীবন ছিল। অনলাইন এ কাজ করতাম, পাশাপাশি টেকটিউনস এ রেগুলার ফ্রীল্যান্স টিউন করে নতুন ছেলেদের সাহায্য করতাম। আর আজ! আমি আমার মধ্যে নাই! হাটতে পারিনা, এক চোখে দেখিনা আর কোনদিন দেখবও না! কি কপাল করে এসেছিলাম! বাইক এর পিছনে বসে আমার লাইফ টাই শেষ হয়ে গেল! আল্লাহ ভালো কর,না হলে এই নেট সাগর কে তুলে নাও!
Buy Facebook Likes, Facebook Followers, Facebook Share, Facebook Post Likes, Twitter Followers, Twitter Re-tweets, Twitter Favorite, Instagram Followers, Instagram Photo Likes, YouTube Views, YouTube Subscribers, YouTube Video Likes, Pinterest Followers, Pinterest Likes, Pinterest Re-pins, Google Plus, Website Likes, Website Share, Website Tweets.
https://bestsocialplan.com
http://buygloballikes.com
http://socialmedialimited.com
We offer you excellent service and you’ll see this in action when you work with us. We want you to be 100% completely satisfied as this is our goal for you.
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
খুবই মর্মাহত হলাম। আল্লাহ আপনাকে ধৈর্য দান করুক। আপনার জন্য আমাদের সকলের দোআ থাকবে যাতে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। আল্লাহর উপর ভরসা রাখেন।