টেক জায়ান্টদের অদেখা ছবি ও তথ্য

গুটিকয়েক মানুষের হাত ধরে তথ্য-প্রযুক্তির জগতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তাদের হাত ধরে যে সুফল এসেছে তাই আজ আমরা ঘরে বসে বেশ উপভোগ করছি। আর একারনেই সেই সব সফল উদ্যেক্তা এবং পথ প্রদর্শকদের আদর্শ হিসেবে মানছেন বর্তমানের টেক এক্সপার্টরা। আর আমাদের মতো সাধারণ মানুষদের মনে ঘুরপাক খায় সেই সব সফল ব্যক্তিদের জীবন কেমন ছিল, কৈশরে তার দেখতে কেমন ছিলেন। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াক থেকে মাইক্রোসফটের বিল গেটস এবং স্টিভ বলমের সবাই প্রযুক্তির জগতে বেশ ঝড় তুলেছেন।

তাদেরই কিছু হাসিখুশি, বিশ্রী এবং ভদ্র ইয়ারবুক ফটো নিয়ে আজকের আয়েজন।

১। অ্যাপলে সিইও স্টিভ জবসের স্কুল জীবন কেটেছে ক্যালিফোর্নিয়ার কুপোর্টিনোতে। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় স্টিভ ওয়াজনিয়াকের। এদের দু’জনেরেই ছিল কৌতুক ও কম্পিউটারের জন্য ভালোবাসা। এরাই শেষ পর্যন্ত অ্যাপলের মতো একটি টেক জয়ান্ট কোম্পানির গোড়াপত্তন করেন।

২। অন্যদিকে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস বেড়ে উঠেছেন ওয়াশিংটনের সিয়াটলে। সেখানে তিনি লেক সাইড স্কুল নামে অনেক ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পান। সেখানেই প্রথম তিনি কম্পিউটার ব্যবহারের সুযোগ পান। এরপর গেটস চলে যান হারভার্ডে এবং পরবর্তীতে পল অ্যালেনের সঙ্গে গাঁটছড়া বেধে ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট।

৩। অ্যাপল সিইও টিম কুকের নেতৃত্বেই বর্তমানে চলছে অ্যাপল। এই টিম কুক বেড়ে উঠেছেন আলবামাতে। সেখানে তিনি রবার্টসডেল হােইস্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে অবার্ন এবং ডিউকের পাঠ চুকিয়ে এবং আইবিএমের ১৩ বছর কাটিয়ে তিনি ১৯৯৮ সালে যোগদান করেন অ্যাপলে।

৪। বিশ্বের সবেচেয়ে বড় অনলাইন মার্কেট আমাজনের কথা কে না জানে। এই আমাজনকে গড়ে তুলেছেন জেফ বুজেছ। তিনি নিউ মেক্সিকোর আলবুকেরকিতে জন্ম নেন। তবে তার স্কুল জীবন কাটে ফ্লোরিডায়। মায়ামি পালমেটো সিনিয়র স্কুলে তিনি পড়াশোনা করতেন। পরে তিনি ইউনিভার্সিটি অব ফ্লোরিডা এবং প্রিন্সটোনে পড়াশোনা করেন। ১৯৯৪ সালে তিনি আমাজন গড়ে তুলেন।

৫। প্রযুক্তিপন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠন ডেল এর প্রতিষ্ঠাতা ও সিইও মাইকেল ডেল টেক্সাসের হিউস্টোনে বেড়ে উঠেছেন। সেখানে তিনি হ্যারোড অ্যালিমেন্টারী স্কুল এবং মেমোরিয়াল হাই স্কুলে পড়াশোনা করেন। ইউনিভার্সিটি অব টেক্সাসে পড়াশোনাকালীন সময়ে ডেল কম্পিউটার আপগ্রেড বিক্রি এবং পরবর্তীতে ১৯৮৪ সালে ডেল কম্পিউটার প্রতিষ্ঠা করেন মাইকেল ডেল।

৬। আমাদের দৈনন্দিন জীবনে মেইল চালাচালির বিষয়টি স্বাভাবিক একটি বিষয়। একই সঙ্গে তা যোগাযোগের অন্যতম এক মাধ্যম। বর্তমানে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মেইল সার্ভিসের মধ্যে একটি হল ইয়াহু। প্রতিষ্ঠানটির সাবেক সিইও জেরি ইয়াং জন্মগ্রহন করেন তাইওয়ানে। তবে তিনি ক্যালিফোর্নিয়ার সেন জোসে বেড়ে উঠেছেন। সেখানে তিনি সিইয়েরামন্ট হাই স্কুল এবং পিডমন্ট হিল্স হাইস্কুলে তিনি পড়াশোনা করেছেন। তিনি যখন স্ট্যানফোর্ডে পড়াশোনা করতেন তখন তার সঙ্গে দেখা হয় ডেভিড ফিলোর এর পর দুইজন মিলে ১৯৯৪ সালে গড়ে তুলেন ইয়াহু।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার লেখেছেন ভাই। কিন্তু আফসোস এদেশের তরুণ সমাজ এদের অনেকের নামও জানে না। পাইছে খালি এক প্যাচবুক। খালি এইডাই চিনে।

ধন্যবাদ ভাই অজানা তথ্যগুলো শেয়ার করার জন্য ।