আমাদের দেশে যদুর মত অনেকেই আছেন যারা ভাবেন, "পড়াশোনা করে কি হবে? এর চাইতে ভাল Freelancing/Trading করি! অল্পদিনে বড়লোক হয়ে যাব" আসলে যদুর মত মানুষদের সিদ্ধান্ত কি সঠিক? এই ভিডিওটি তৈরি করেছি সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য।
বাংলাদেশ বর্তমানে Freelancing এর Marketplace গুলোতে নেতৃত্ব দিচ্ছে! কিন্তু, আমাদের এই অর্জনের পিছনে কিছু খারাপ দিকও আছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই মার্কেটপ্লেস গুলোতে কাজ করে ছাত্ররা। যারা কিনা বিশ্বাস করে, পড়াশোনা করে কি হবে? এই ভুল ধারনা তাদের শিক্ষাজীবনকে করে তোলে বিষাদময়। ভবিষ্যৎ কর্মজীবনে যার ব্যাপক খারাপ প্রভাব থেকে যায়। আমরা তাই, এই ভুল ধারনা থেকে বের করে আনার চেষ্টা করেছি মাত্র। আপনার গল্পটাও কি যদুর মত? আপনার আশেপাশের যদুদের গল্প জানান আমাদেরকে!
[Admin কে অনুরোধ করব, Freelancing যে Academic Education এর বিকল্প হতে পারে না এই ভুল ধারনা থেকে নতুনদের বের করে আনার জন্য হলেও পোস্টটি যেন Featured করেন। আমাদের উচিত, ঘোরের মধ্যে থাকা যদুদের ঘুম ভাঙ্গানো!]
আমি Mamun Agni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good post