কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন । আমি কেমন আছি তা আবার বলতে হচ্ছে কি??? এতোদিন ধরে টেক্টিউন্স এর সাথে সম্পর্ক এবং আজকে ৫০ তম টিউন এর সৌভাগ্য অর্জন করলাম ।
আজকে কোনো নতুন জিনিষ আনবো না আপনাদের সামনে ........................ আজকে নিজের ব্যাপারে কিছু বলবো ।
আমি সুগত আহাদ । নাম শুনে অনেকেই বলবেন ছেলে নাকি মেয়ে ?? হিন্দু নাকি মুস্লিম ?? ভাই আমি একজন ছেলে এবং মুসলমান । আমার নাম রেখেছেন বিখ্যাত কবি শামসুর রাহমান । আমার বাবা একজন ব্যাংকার ও মা হচ্ছে গৃহিণী । আমার দুটো ছোট জমজ বোন আছে 🙂
আমার জন্ম হয় ১৯৯৯ সালে । আশ্চর্য ব্যাপার হচ্ছে আমার জন্ম ১৭ জুন এ হয় এবং আমার মা এর ও... শুধু সাল এ পার্থক্য আরকি 😀 ......
ছোটবেলা থেকেই ঢাকায় বড় হই... পল্টন এর একটি ইংলিশ মিডিয়াম স্কুল এ ক্লাস ৩ তে পড়া শেষ করতেই বাবা কক্স বাজার এ বদলি হয়... সেখান এ এক বছর ছিলাম । এর পর বাবা আবার বদলি হয় চট্রগ্রাম এ ... এখন চিটাং এই আছি ।
প্রথম কম্পিউটার দেখেছিলাম আমার মামার । সে ছিলো কম্পিউটার ইঞ্জিনিয়ার । আমার প্রথম ল্যাপ্টপ পাই ২০১০ সাল এ । বাবা ব্যাঙ্কক থেকে এনেছিলো । এখন আছে তা ।
আপাদত চিটাং এ প্রেসিডেন্সি ইন্টারন্যাশানাল স্কুল এ 'ও' লেভেল ফার্স্ট ইয়ার এ পড়ছি ।
আচ্ছা আমাকে তো আপনাদের দেখাই হলো না...
টেক্টিউন্স এ আছি প্রায় আড়াই বছর...... এতো দিন এ অনেক কিছু পেয়েছি এবং খুব ক্ষুদ্র কিছু দাওয়ার চেষ্টা করেছি । টেক্টিউন্স কে অনেক ধন্যবাদ ।
আমার জীবন খুব ই মজার ( আমার মনে হয়) । পড়ালেখায় খুব ভালো কিন্তু টিচার সবসময় বলে আম্মু কে " ও তো পড়ালেখায় খুব ভালো কিন্তু দুষ্টুমি বেশি করে " ।
আমার বন্ধুর তো মানে অভাব নাই । বন্ধু ছাড়া জীবন অসম্ভব । বন্ধু দের ছাড়া জীবন অসম্ভব তাই কিছু ছবি দিলাম
বিদ্রঃ উপরের ডান পাশের (k+u+t+t+a) টা আমি 😀
জীবন এ পুরস্কার এর অভাব নাই । বাসায় মেডেল রাখার জায়গা নাই 😀 । মোবাইল বলতে আছে মাইক্রোমক্স ক্যানভাস এইছ ডী প্লাস ( ওয়াল্টন আর এক্স ২ এর রিব্র্যান্ড) ও ল্যাপ্টপ হুচ্ছে ডেল ইন্সপায়রন এন ৪০১০
মজা করতে
হ্যাঙ্গউট করতে
ঘুমাতে
খাইতে 😀
সেস্রামি করতে
ত্রল করতে
গরিব দের সাহায্য করতে
বকবক করতে
লেকচার দিতে
ইরিটেট করতে
জাফর ইকবাল এর বই পড়তে
কই মাছ .........ইয়াখ
লেকচার শুনতে
গরিবদের কে নিয়ে উপহাস করতে
খারাপ কাজ করতে
কারো ফিলিংস নিয়ে মশকারি করতে
সিরিয়াস কাজ এর সময় টাইম পাস করতে
.........................................................................................................
নিজের ব্যাপার এ আমি আর কি বলতাম???? বেশি লম্বা হইয়া গেসি... মানুষ দেখলে জিগায় কোন অফিস এ কাজ করি 😛 । মাঝে মাঝে হাল্কা পাতলা গান গাই। ইংরেজি গান ই বেশি শুনি ।
বিদ্রঃ হাম পাগাল নাহি হু ...... হামারা দিমাক খারাপ হে ।
আর কিছু মাথায় আসে না । ধন্যবাদ
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চরম লিখছেন তো..!!!!!!!!! 😀