অনেকদিন থেকেই ভাবছিলাম কোন মনীষীকে নিয়ে একটা টিউন করব। কিন্তু কাকে নিয়ে করবো সে ব্যাপারে কোন মনস্থির করতে পারছিলাম না। তখন হঠাৎ করেই মনে পড়লো প্রাচীন এক কিংবদন্তী ভূগোলবিদ ইরাটোসথেনিসের কথা। কিন্তু তাঁর সম্পর্কে আমার নিজের জ্ঞানই ভাসা ভাসা। তবুও সেই ভাসা ভাসা জ্ঞান নিয়েই টিউনটা করতে বসলাম। টিউনে ইরাটোসথেনিসের জীবনী বিস্তারিত আলোচনা না করে তার অবদানগুলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। মূলত খ্রীষ্টপুর্ব ৭০০ থেকে ২০০ খ্রীষ্টাব্দ সময়কালেই আধুনিক বিজ্ঞানের গোড়া পত্তন হয়েছিল। প্রাক গ্রীক যুগে পৃথিবী সম্পর্কে মানুষের ভাবনা ছিল অদ্ভুুত। তারা পৃথিবীকে ভাবতো চ্যাপ্টা থালার ন্যায়। প্রাক গ্রীক যুগের শেষেরদিকে গ্রীক যুগের প্রথমার্ধে পৃথিবীর মানুষের চিন্তা ভাবনা আমূল পরিবর্তন করতে জন্ম নেয় পীথাগোরাস, থালেস, হেকাটিয়াস, হেরাডোটাস, এরিষ্টটল ও প্লেটোর মত জ্ঞান সাধকেরা। তাদের মধ্যেরই এক উজ্জ্বল নক্ষত্র ইরাটোসথেনিস। ইরাটসথেনিসের ২৭৬ খ্রীষ্টাব্দে সিরিনে (বর্তমানে লিবিয়া) জন্মগ্রহন করেন। সিরিনে জন্ম গ্রহন করলেও তিনি শিক্ষার জন্যে এথেন্সে যান এবং ৩০ বছর বয়সে আলেকজেন্দ্রিয়া লাইব্রেরীর প্রধান লাইব্রেরিয়ান হিসেবে নিযুক্ত হন। তৎকালীন সময়ে জ্ঞান সাধনার সবচেয়ে উৎকৃষ্ট স্থান ছিল আলেকজেন্দ্রিয়া লাইব্রেরী। ইরাটোসথেনিসকে বলা হয় গানিতিক ভূগোলের জনক। তিনি সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন এবং পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের আনুমানিক দূরত্ব বের করেন। ইরাটোসথেনিস মনে করতেন পৃথিবী গোলাকার। তিনি পৃথিবীর মানচিত্রাঙ্কানে উল্লেখযোগ্য ভুমিকা রাখেন। তিনি পৃথিবীকে ইউরোপ, এশিয়া, লিবিয়া এই তিনটি অঞ্চলে বিভক্ত করেন। এছাড়া পৃথিবীকে পাঁচটি জলবায়ু অঞ্চলে ভাগ করেন। এর মধ্যে একটি উষ্ণ মন্ডল, পৃথিবীর উত্তর ও দক্ষিনে দুইটি নাতিশীতোষ্ণ মন্ডল এবং দুইটি বরফ দ্বারা আবৃত মন্ডল। তাঁর অঙ্কিত মানচিত্রেই প্রথম দেখা যায় ৯টি অক্ষরেখা এবং ১০টি দ্রাঘিমারেখা। এছাড়াও তিনি পদচারন করেছেন গনিত, দর্শণ, সাহিত্য এবং সঙ্গীতে। পরবর্তীতে যুদ্ধ ও রাজনৈতিক হানাহানিতে আলেকজেন্দ্রিয়া লাইব্রেরী পুড়িয়ে ফেলার কারনে তার অনেক মুল্যবান কাজ নষ্ট হয়ে যায়। শেষ বয়সে এসে তিনি অন্ধ হয়ে যান যা তার জ্ঞান সাধনায় বিঘ্ন ঘটায়। অন্ধ হয়ে যাওয়ার ফলে পড়াশোনার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং হতাশ হয়ে পড়েন। পরে অনাহার এবং অযত্নের মাধ্যমে নিজেই নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেন। এর প্রায় ১ বছর পরই ১৯৪ খ্রীষ্টপূর্বে মৃত্যূবরন করেন।
আমি সাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বেশ ভালো টিউন এর জন্য ধন্যবাদ