আজ শহীদ জননী জাহানারা ইমাম এঁর ১৬তম মৃত্যুবার্ষিকী এবং আমার কিছু কথা !

“আজ বিকেলে রুমী ক্রিকেট খেলা দেখে তার বন্ধুদের বাসায় নিয়ে আসবে হ্যামবার্গার খাত্তয়ানোর জন্য।“

সবাই বুঝতে পারছেন আমি শহীদ জননীর জাহানার ইমামের কথা বলছি। আমার প্রিয় মানুষেদের তালিকায় রয়েছে জাহানারা ইমাম। যারা “একাত্তরের দিনগুলো” বইটা পড়েননি তারা কখনো জাহানার ইমামকে চিনতে পারবে না। আমি অনেক আগে থেকে বিভিন্ন বই পএিকায় জাহানার ইমামের কথা শুনিছি । শুনে আমি আগ্রহ করে কয়েকটা বই পড়ে ফেললাম অনেক ভাল লাগল.।একজন মা দেশের জন্য তার ছেলেকে কেমন করে উৎসর্গ করতে পারে তার বড় উহদারন তিনি।

তবে তাই হোক । হ্রদয়েকে পাথর করে,বুকের গহীন বহন বেদনার সংহত করে দু:খের নিবিড় অতলে ডুব দিয়ে তুলে  আনি বিন্দু  বিন্দু মুক্তোদানার মতো সকল নিযার্স। আবার আমরা ফিরে তাকাই আমাদের চরম শোক ত্ত পরম গৌরবে মন্ডিত মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর দিকে। এক মুক্তিযুদ্ধার মাতা , এক সংগ্রামী দেশপ্রেমিকের গৃহিনী,এক দৃঢ়চেতা বাঙালী নারী । তিনি জাহানারা ইমাম।

আজ জাহারনা ইমামের মৃত্যুবাষিকী । যে মা যুদ্ধপরাধীদের বিচারের জন্য সংগ্রাম চালিয়ে গিয়েছিল তিনি আজ নেই । তবুত্ত তার চেতনা আছে আমাদের মাঝে। আমরাত্ত শহীদ জননীর মত চাই এই রাজাকার কুত্তার গুলো বিচার হউক.....!!! তবে কবে হবে সেই বিচার ............!!!!!! আজ দুই বছর হয়ে গেল..............সরকার বলছে বিচার দ্রুত করবে .....কিন্তু কই..............!!! কেন বিচার শুরু হচ্ছে না। শহীদ জননীর আত্না এখণো এই বাংলা ঘুরে বেড়ায় শুধু মাএ জানোয়ার রাজাকারদের বিচারের জন্য .....। মৃত্যুর আগে জাহানার ইমাম জাফর ইকবাল স্যারকে বলেছিল, “ এই দেশে মাটিতে একদিন না একদিন যুদ্ধপরাধীদের বিচার হবে” । এই কথা যেন সত্যি হয়।...

আমি  সবাইকে একটা অনুরোধ করব একবার হলেত্ত “একাত্তরের দিনগুলো” বইটা পড়েন । দেখেন আমাদের দেশের ৭১ এর ইতিহাস.........একজন মায়ের সন্তান হারানের  কান্নার ইতিহাস.........!!!

এখান থেকে বইটা ডাউনলোড করতে পারবেন-

এখানে ক্লিক করুন

{ধণ্যবাদ তমাল ভাইকে লিংকটা কষ্ট করে শেয়ার করার জন্য}

আর অনেককিছু লিখতে ইচ্ছা করছে কিন্তু লিখতে গিয়ে আমার হাত যেন থেমে যাচ্ছে। বারবার আমার মনের মধ্যে একটা তীব্র ঘৃনা আঘাত করছে ...............রাজাকারের বাচ্ছারা এখনো এই দেশের মাটিতে দেশের পতাকা উড়িয়ে দামি দামি গাড়িতে চড়ে.......আমার এই হ্রদয় কেমন করে এমন ঘটনা সহ্য করবে...........আমার যদি ক্ষমতা থাকত তাহলে আমি এই রাজাকারের বাচ্চা নিজামী,মুজাহিদেরকে গুলি করে মারতাম.....এরপর কুকুর দিয়ে তাদের খাত্তয়াতাম.........!!!

কিছুদিন আগে আমার  ব্লগে একটা কবিতা লিখেছিলাম -

কার কথা লিখব?

তুসিন আহমেদ

আমি কার কথা লিখব?

যারা একাত্তরে প্রান দিয়েছে

যারা বাবা-মা হরিয়েছে

হরিয়েছে ছেলেসন্তার আন্তীয !!

আমি কাদের কথা লিখব?

সে মা -বোনেরা হারিয়েছে সম্মান

তবু বেচেঁ আছে তারা আমাদের মাঝে

হ্যাঁ আমি তাদের কথাই লিখব গর্বস্বরে

কিন্তু আমি তাদের কথা কেমন করে লিখব?

আল-বদর , বাজারাক , আল -শামস্

লিখতে গেলে কলম থেমে যায়

ঘৃণা !! ঘৃনা!! ঘৃনা !!!

স্বজাতি স্বজাতিকে এমন করতে পারে ছিলা না জানা

আজ ৪০ বছর পরে জানোয়ারা গর্ব চলছে

আর মাথা নিচু করে চলছে মুক্তিসেনারা

তা কি আমি মেনে নিতে পারি?

চিৎকার করে বলতে ইচ্ছা করে……..

ত্তরা যথন দেশের মাটি হাঁটে

আমার রক্ত যেন ছিটকে পড়ে

ত্তদের বিচার হবে সেই আশায় আর কতদিন ……….???

সর্বশেষে একটাই কথা এই দেশে যেন দ্রুত রাজাকারদের বিচার হয়।

আর জাহানারা ইমামের আত্নার শান্তি কামনা করি।

তুসিন আহমেদ

Level 0

আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ। আপনাকে। একটি মূল্যবান টিউন করার জন্য।
আপনার কবিতাটি ভাল লাগলো।
তবে জেনে রাখবেন এ দেশে অবশ্যই রাজাকারদের বিচার হবে এবং তা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থাই।

    Level 0

    তমাল ভাই আপনাকে অণেক ধন্যবাদ………..
    আশি করি বিচার যেন দ্রুত হয়….

Level 3

লেখাটা ভাল তবে লক্ষ্য করতে হবে যে, এটি একটি টেকনোলজিক্যাল সাইট। এখানে শুধু টেকনোলজিক্যাল টপিকস নিয়ে লেখা আশা করছি। তা না হলে এখানে এজাতীয় আরও লেখা আসতে পারে।

    Level 0

    আপনাকে ধন্যবাদ । আসলে ভাই আমার এই টিউন দেয়ার উদেশ্য হল সবাইকে বইটা সম্পকে জানানো এবং একজন শহীদ জননীর প্রতি সামন্য হলেয় ঝ্ণ শোধ করা…। আর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমার অনেক তরুন সমাজ জাহানার ইমামকে চিনেই না।…{ আমি মিথ্যা বলছি না। আমার কয়েকজন বন্ধু তার উহদারন} টেকটিউনস একটি জনসপ্রিয় একটি সাইট ….. কেউ যদি আমার লেখাটা পড়ে মুক্তিযোদ্ধু সম্পকে একটু জানতে পারে এবং বইটা পড়ে তাহলে আমি নিজেকে ধণ্য মনে করব।

    “তা না হলে এখানে এজাতীয় আরও লেখা আসতে পারে।”

    উত্তর- এই জাতীয় লেখা বলতে আপনি কি বুঝাতেন চাচ্ছেন আমি বুঝতে পারছি না।!!! প্রথমে বললেন” লেখাটা ভাল” আবার নিচে বললে অন্য !!!কথা যদি লেখাটা ভাল হয় তবে এরকম লেখা আবার আসলে ক্ষতি কি??

গুরুত্বপূর্ণ এ বইটার লিংক অনেকের কাছেই নেই। তবে টেকটিউনস্- এর কারো না কারো কাছে আছে বলে আমার দৃঢ় বিশ্বাস। টিউনটি তাঁর চোখে পড়লেই হলো।

    Level 0

    রিপন ভাই আপনাকে ধন্যবাদ….
    আপনার মত আমার একই বিশ্বস

টিউনের বিভাগটা খবর এ না দিয়ে জীবনী বিভাগে দিলে মন্দ হত না।
জাহানারা ইমামের বইটা পড়েছি। ডাউনলোড লিঙ্কটা খুজে দেখি পাই কিনা, পেলে দিব।
যুদ্ধ অপরাধী বিচার হবে আশা রাখি।
(অফটপিকঃ আজকে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ নির্বাচন, দেখি কে জিতে…… )

    Level 0

    সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও , ভাই আপনার চেহার দেখার ইচ্ছা ছিল । এতদিন আপনার শুধু মন্তব্য
    এবং দারুন টিউনটা পড়েছি। আজ চেহারটা দেখে মনে আশা পূন হল……..!!!
    আসলে আমি এখানে টিউনটা করার আগে অনেক ভেবেছি যে এখানে টিউনটা কবর কিনা। কিন্তু অনেক ভেবে চিন্তে টিউনটা এখানে দিয়েদিলাম………
    আপনাকে ধন্যবাদ

Level 0

{বইটার লিংক আমার কাছে নেই যেখান থেকে ডাউনলোড করা যাবে যদি কেউ যেনে থাকেন দয়া করে আমাকে জানাবেন }

বইটা যদি কারো কাছে থাকে “৭১এর দিনগুলো” তাহলে শেয়ার করুন

খুব ভাল লিখেছেন । সত্যিই এই ধরনের কিছু লিখতে বা পড়তে গেলে থমকে যেতে হয়। গভীর শ্রদ্ধাভরে স্মরন করছি দৃঢ়চেতা বাঙালী এই নারীকে ।

    Level 0

    ধন্যবাদ আপনাকে………..

(পত্রিকায় একটা মাকে তার সন্তানকে খুন করেছে। তাও আবার পরোকিয়া প্রেমে। এসব মহিলাদের কেটে টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়ালেও এমন খুনের দায় থেকে রেহাই পাওয়া যাবে না।) এটা ভুল সঠিক টা হলোঃ

(পত্রিকায় পড়লাম একটা মাকে তার সন্তানকে খুন করেছে। তাও আবার পরোকিয়া প্রেমে। এসব মহিলাদের কেটে টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়ালেও এমন খুনের দায় থেকে রেহাই পাওয়া যাবে না।)

    Level 0

    তমাল..ভাই…..এটা খুবই দু:খ জনক কথা…
    পরকীর জন্য কেমন করে মা তার সন্তানে মারতে পারে তা বিশ্বাস করাই কঠিন। কিন্তু আমি নিজে চোখে এমন একটা ঘটনা দেখেছি স্যামুতে মন্তব্যতে আমি এটা লিখেছিলাম….

    আমার চোখের সামনে এ রকম একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হল-
    আমার একটা খুব প্রিয় বন্ধু { নামটা বলব না}। একদিন সকালবেলা ত্তর বাসাই যাই নোট আনার জন্য । গিয়ে দেখি বাসার পরিবেশটা একটু যেন শান্ত মনে হচ্ছে।আমি ত্তর রুমে গেলাম । দেখলাম ত্তর চোখ দিয়ে পানি পড়ছে । আমি জানতে চাইলাম ঘটনা কি ? ত্ত আমাকে কিছুতেই বলবে না। শেষ পযন্ত বলল-ত্তর বাবা বিদেশে থাকাকালে ত্তর চাচার সাথে ত্তর মার পরকীয়ার ঘটনা। আজ সকালে ত্তর মা জানতে পেরেছে যে ত্ত চাচা আর একটা বিয়ে করেছে। এই ঘটনাটা গুলো শুনে ত্তর মা ১৫ টা ঘুমের বড়ি খেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। আর সবচেয়ে করুন ঘটনাটা হল ছোট ভাইয়ের বই কিনার টাকা দিয়ে বই না কিনের ৭ বছরের ছোট ভাইটি কে ঘুমের বড়ি কিনার জন্য পাঠায় ..!!!!!
    ছোট ভাইটা যদি না আনতে যায় তাহলে ভাইটি কে অনেক মাইর দিত !!
    এটা ঘটনা আমি না দেখলে বিশ্বাস করতাম না। কোন মা অন্য একটা লোকের জন্য নিজের সন্তানকে এমন করে মারে……

    জানি না আমাদের সমাজ কবে মুক্তি পাবে ??
    লিংক-..
    http://www.somewhereinblog.net/blog/sarkermaruf/29184674

একটা জিনিস বুঝলাম না, এরকম একটা টিউন মাত্র ৯০ বার দেখা হয়েছে। যেখানে অন্য টিউন গুলো দেখা হল এর চেয়ে ও ২ গুণ বেশি।

বইটি ডাউনলোড করেছি।

    Level 0

    সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যঁ
    উপরে আমার একটা মন্তব্যটা একটু দেখুন ।
    আমি আগেই বলেছি আমাদের দেশের তরুনদের মধ্যে এখন দেশ প্রেমের বড়ই অভাব…বিশেষ করে টিএজদের মধ্যে।
    কি আর করার আছে আমাদের……….তারপর ত্ত আমি চেষ্টা করে যাব…..
    আশা করি আপনি আমার সাথে থাকবেন।
    আর আপনা মেইল আইডি আমকে দেন। অথবা ফেইসবুক আইডিটা দেন ।
    আপনার সাথে কথা আছে।

খুবই প্রসংশনীয় কাজ করেছেন টিউন টি করে। অনেক অনেক ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ পাভেল..ভাই….

Level 0

ধন্যবাদ তমাল ভাই আপনাকে……লিংকা খুজেঁ বের করার জন্য……….
অনেক অণেক………..অনেক……….ধন্যাব………দদদদদদদদদদদদদদদদদ

Level 0

এডড করে দিলা.ম…………….

Level 0

বইটি ডাউনলোড করতেছি। ধন্যবাদ 🙂

ধন্যবাদ তুসিন ভাই,ডাউনলোড দিয়েছি