Odesk এ আমার একবছর ১মাস ২৭ দিন…………………

অনেক দিন ধরেই মনে হচ্ছে যে Odesk  এ আমার ১ বছর পূর্তি উপলক্ষে কিছু একটা লিখব, কিন্তু কাজের চাপে সেভাবে লিখতে বসা হয়না। আজ একটু সময় পেয়েই লিখতে বসলাম ।

গত ০২/০৫/১১ ইং আমি odesk  একাউন্ট খুলি কিন্তু প্রোফাইল ১০০% করতে সময় লাগে ১৫দিন। এরপর মনে হল যে আমি যেই বিষয়ে কাজ করবো তাতে কয়েকটা টেস্ট দেয়া দরকার। যেই কথা, সেই কাজ Photoshop  & Illustrator  টেস্ট দিলাম। আমি প্রথম বার ফটোশপ এ পাস করতে পারি নি কিন্তু ইলাস্টেটোর এ আমি বরাবর ই ভালো ছিলাম। একটা কথা বলা দরকার যে আমি odesk কাজ শুরু করার আগে 99design  এ চেষ্টা করি। 99design এ ৩৪ টা প্রোজেক্ট সাবমিট করেছি কিন্তু একটা প্রোজেক্ট জিতেছিলাম। যদিও আমার ভুলে আমি সেই প্রোজেক্ট এর টাকা উঠাতে পারি নি।99design থেকে কোন টাকা উঠাতে না পারলেও এখানে জা শিখেছি সেটা ভোলার নয়। আর এখন কেও যদি আমাই জিজ্ঞেস করে ডিজাইন সেখার জন্য কি কি করা সবচেয়ে জরুরি আমি বলি Competition  এ অংশগ্রহন করা খুব জরুরি।

যখন 99designs এ একটা প্রোজেক্ট জেতার পরও টাকা উঠাতে পারি নাই তখন মনে খুবই কষ্ট  লেগেছে কিন্তু কখনও আমি আশা ছাড়িনি। এরপর 99designs  এর পার্ট চুকিয়ে odesk  এ কাজ শুরু করি। প্রোফাইল ১০০% হবার পর আমাকে বেশিদিন বসে থাকতে হয়নি। ৪ দিন এর মধ্যে ৩ টা কাজ পায়। প্রথমে কাজ গুলো বুঝতে খুব সমস্যা হতো কিন্তু আমি খুব বেশি সময় নিয়ে ক্লায়েন্ট এর কাজের Requirement  গুলো পড়তাম এবং কাজ শুরু করতাম। এভাবে প্রথম মাসে আমি মাত্র ৪০০০ টাকা এর কাজ পাই , তার পরের মাসে ৭০০০টাকা এবং ৩য় মাসে ২৪০০০টাকা। এরপর আর পেছনে তাকাতে হয়নি। আস্তে আস্তে আমার কাজের চাপ এতটাই বেড়ে যায় যে আমি একা কাজ করে শেষ করতে পারি না। কিন্তু কাজ গুলো কাকে দিয়ে করাবো তেমন কাউকেও পাচ্ছিলাম না। odesk কাজ Post  করে Payment  দেবার কোনো পথ পাছছিলাম না। আমি একটা Master Card নিলাম কিন্তু সেই কার্ড টাও odesk এ সাপোর্ট করে না। আমি তখনও জানতাম না যে odesk এর Default Account  থেকে Payment দেয়া যাই। যখন জানলাম তখন যে কি আনন্দটা লেগেছে বলে বোঝাতে পারবো না। এরপর আমি বড় বড় কাজে বিড করা শুরু করলাম আর আমার কোম্পানি এর মাধ্যমে সেটা করতে থাকি। এখন আমার কোম্পানিতে ১০ টা এর মতো ছেলে কাজ করে যাদের প্রতি মাস গড়ে ৩৫০০০টাকা দিতে হচ্ছে। তারপরও আমার কোম্পানি থেকে অনেক ভালো কিছু পাচ্ছি।

এখন আমার odesk  এর ১ বছর ২মাস চলছে কিন্তু এই কম সময় এর মধ্যে আমি অদেস্ক থেকেই টাকা উঠিয়েছি $12000 এর উপরে। এখনও কাজ চলছে প্রায় $14000। আমি, ওডেস্ক, আমার কোম্পানি Expert Solutions  খুব ভালো আছি। আমার Expert Solutions নিয়ে অনেক স্বপ্ন এবং আমার স্বপ্ন পুরনের জন্য আমি যেকোনো কষ্ট করতে পারি।

শেষে একটা কথা না বললে অনেক বড় বেইমানি হয়ে যাবে। টা হল ইন্টানেট এর হাতেখড়ি আমার শ্রদ্ধেয় বড় ভাই Sumon  (আমার মেসের বড় ভাই) ভাই এর হাত ধরে যিনি এখন New York এ আছেন। আমাকে তিনি কাজ সেখান নি কিন্তু আমি ওনার পাশে বসে প্রথম Facebook  and  Email  খোলা শিখেছি। তারপর থেকেই ইন্টারনেট এর প্রতি অন্যরকম ভালবাসা। কাজ শিখেছি নিজের ল্যাপটপ এ কিন্তু আমার এর পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরনা যে দিয়েছে সে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার ভাবি স্ত্রী নাহিদা। টার ঋণ শোধ করার মতো নয়।

আমার জন্য এবং নাহিদা এর জন্য দোয়া করবেন সবাই যাতে আমারা আমাদের কোম্পানি টাকে আরও ভালো ভাবে দাড় করাতে পারি এবং আমরা যেনো সারা জীবন একসাথে থাকতে পারি।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি আয়নাল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Wait for some thing better.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুনে খুব খুশি লাগলো।
২য় মাসে ৭০০০ আর ৩য় মাসে ২,৪০০০০ টাকার কাজ?

অনেক খুশি হলাম।ভাই আমার খুব লোভ হচ্ছে..আমি কবে এত টাকা ইনকাম করব!!!
ভাই আপনার একটু হেল্প দরকার।আপনার মেইল অথবা স্কাইপিতে আমার সাথে দয়া করে একটু যোগাযোক করেন।
skype: amahmod1990

অনুপ্রেরণা মূলক টিউন, আমি odesk এ কাজ করি না, পারি না তাই করি না, আপনাদের সবার জন্য দোয়া করি ।

Level 0

valo , amadero aktu sahajjo koren na vai

প্রথম মাসে ৪০০০ টাকা , তার পরের মাসে ৭০০০ টাকা এবং ৩য় মাসে ২৪০০০০ টাকা…..cool, can we see your odesk profile link please.

Level 0

৩য় মাসে ২৪০০০০(দুই লাখ ৪০ হাজার)? কিন্তু তাহলে এত দিনে মোট কিভাবে মাত্র $12000 হয়??
আমি দুই দিন আগে Odesk এ জয়েন করেছি। একটা কাজ পেয়েছি। পেমেন্ট কম। কিন্তু verified. তারপরেও করছি কারন ভাল কাজ পেতে হলে আমার ভাল ফিডব্যাক লাগবে।
আপনার কাজে সাফল্য কামনা করি

    Level 0

    @tech_no: sorry vai amar akta vul chilo . oita ashole 24000Taka hobe 3rd month a.

Level 0

Go Ahead !!

খুব সুন্দর। আরো এগিয়ে যান।
মাঝে মাঝে আপনাদের মত যারা ভাল করছেন তাদের হতে আশানুরূপ টিউন পেলে সবারই ভালো লাগবে। আশা করি কাজ নিয়েও মাঝে মাঝে বিস্তারিত আলোচনাসহ টিউন করবেন। এতে সবাই উপকৃত হবে। ধন্যবাদ

বস আপনার মত হতে মন চায় । আমি নতুন কাজ শিখছি । আমার জন্য দোয়া করবেন। আর আপনার এই পোস্ট আমার শতভাগ উৎসাহের কাজ করবে । এজন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

সবচেয়ে ভাল লাগল এই কথাটা “ আমার ভাবি স্ত্রী নাহিদা’”।

Level 0

সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে ৩য় মাসে আমি ২৪০০০টাকা পেয়েছিলাম। এতবড় ভুলের জন্য ক্ষমা করবেন।

কমেন্ট করার জন্য সকলকে ধন্যবাদ/

Level 0

@SAIFUL Thanks a lot………………

Level 0

ami dolancer & skylancer e dhora khaisi. odesk e kaj korte chai. please help me.
skype:plabon.chowdhury3
email:[email protected]

Level 0

Vai bokara apnar ai vua kothai bissas korbe. Ami na.

Expert Solutions: https://www.odesk.com/companies/Expert-Solutions_~~e7054881b7ef319e

Apnar Id: https://www.odesk.com/users/Graphics-Expert-HTML5-CSS3-PHP-Mysql-Javascript-Wordpress-Joomla-etc_~~d122132c1b813ae0#overview
Apnar lifetime income akhono $5946 hoese. Tao onek job in progress, Er theke odesk er comission katle $5200
othano somvob.
Apni naki $12000 er besi uthaisen, Valo kotha.

Expert solutions er income aro kom.

Techtunes e jokhon lekhar somoy paisen thokhon VUA ar MITTHE na likhleo chole.
Ami boka noi je apnar kotha sunei bissas korbo…. Ar eta jodi apnar profile na hoi tobe amader apnar profile er address ta den…..

    Level 0

    @apu21: Vai apni na jene kotha ta bollen. Ame personally Ainal vai ke jani. Uni oDesk er baireo kaj koren…. freelancer.com elance.com r direct buyer thekey to kaj achey… So, sudhu sudhu manus ke sondeho oiren na… karon.. keo ojotha nijer dhol petay an. r e post to notun der ro uzzibito korbe… asa kori.. apnar vul ta bujhte parsen…. thanks….

Level 0

@apu21 thanks a lot apnar comment er jonno. Apni ki koren and kothai kaj koren jani na but apni mone hoy odesk er bahire kono din kaj koren ni. ami just odesk er maddhome $12000 er upore ai korechi jar kichu bank transfer er maddhome uthiyechi.

Please just have a look on this link: Here I have done more than $6000 in a short time https://www.elance.com/s/ainal_psru/

Thanks everyone

Level 0

@apu21…. Asa kori apnar uttor peaychen…. vai ekta kotha mone raikhen… ojotha manuser vul dhora thik na…. apni nije parben na tai onno keo parbe na emonta kono din vaiben na… r ekta upodes, nije ke kokhono boro vaiben na….

Level 0

Vai vul hole sorry, but ami apnar elance er profile dekhlam. Apnar post e apni elance er kotha bolenni tai ami ota check korini. Apni abaro bollen je apni sudhu odesk er madhome $12000 er upore ai koresen but apnar profile er sob kaj gulo mile mot earning to $5946. Ami sob kajer payment jog kore dekhlam. Ar amar jana mote odesk theke $1 asleo odesk tar hisab profile e dekhai….

Vul hole maf korben, Tobe ami ki apnar odesk er $money count vul koresi?

@BlueTech…ami just Ainal vaier profile dekhe hisab kore bolesi…Ami onake personally chini na. Apni chinte paren but Uni onar post e ja likhese ami sei kothar mil khuje paini bolei likhesi…

Khub Valo Laglo…..Carry On …..

🙂

Level 0

ভাই আমি আপনার কোম্পানিতে কাজ শিখতে ইচ্ছুক আমাকে আপনার ফেসবুক লিঙ্ক টা দিন আর আমার ফেসবুক লিঙ্ক এইটা https://www.facebook.com/nuralam2050 please আমাকে অ্যাড দিন

@@Apu21::::ভাই আপনাকে অনেক কিছুই বলার ছিল কিন্তু তার আগে অনেকেই আমর কথা বলে ফেলেছে। আপনার কাছে আমার অনুরুধ না জেনে কোনো কমেন্ট করবেন না।আমার মনে হয় আউটসোর্সিং সম্পর্কে আপানার কোনো ধারানা নেই। পরবর্তী সময়ে এমন কোনো কমেন্ট করবেন না।কাজ জানা থাকলে $12000 ইনকাম করা ব্যাপার না।

Level 0

@apu21: vai apnar vul hoyeche ami seta kintu boli ni. apni comment korar age aktu dekhe comment korai valo. ami odesk er maddhome $1200 er beshi kaj korechi bolini odesk a kaj korechi. ami jokhon boro kono client pai tokhon sei kajer taka bank e trasfer kori. apni janen je $1000 a jody 10% fee dite hoy tahole kmon kate.

R akta kotha na bollei noy ami Bangladeshi jader diye kaj korai tader o bank a payment dei.

Akhane amar Posted job on odesk https://www.odesk.com/jobs/~~2db89b21e0645519

@Blue Tech: er ashol nam Mohiuddin uni o amar choto kichu kaj kore diyechen but se o odesk er bahire payment ney.

Thanks everybody for your comment……………………………….

    @ainal_psru: ভাই, odesk বিষয়ে একটা পোস্ট আমি আপনার কয়েক ঘণ্টা আগে করি। আমি Odesk এ নতুন। সেদিন কাজ পেয়েছি। এবং কিভাবে পেয়েছি এই ধরনের কিছু কথাবার্তা শেয়ার করেছি। উনি সেটাতেও না জেনে না বুঝে উল্টাপাল্টা Comment করেছেন। এরপর যখন Reply দিয়েছি তখন উনি আর নাই।

    https://www.techtunes.io/freelancing/tune-id/132903

    এখানেই শেষ না। উনি Odesk এ আমাকে 5$ এ লোগো ডিজাইন এর একটা জব এর সরাসরি Interview এর জন্য Invite করেছে। আমি কিছুই বুঝলাম না। কিন্তু ঊনার মতলবে যে দোষ আছে, তা আমি নিশ্চিত। decline করেছি। উনার প্রবলেম টা আসলে কি? মাথায় কি Crack আছে নাকি??

    মহিউদ্দিন ভাই, আমাদের সাথে কি আপনার শত্রুতা আছে? এসব করে কি মজা পাচ্ছেন?? নিজেকেই ছোট করছেন। আল্লাহ আপনার শুভ বুদ্ধি দিক, এই দোয়া করি।

      Level 0

      @MD. Mustafijur Rahman Rana: Vai ami mohiuddin na. amar portfolio Ainal vaike dekhaisi. Ar ami apnake kono kaje interview te daki nai.
      Ar apnar post e ami aj reply o koresi, kosto kore pore niben…

        Level 0

        @apu21: Vai apnar je akta problem ache apni ki seta janen. Apni amon akjon chele je onno k inpire korar cheye Bash dite beshi like koren. R apni kisher ato Profile Profile korchen? Ami to apnar profile khub valo kore dekhchi r apni je kmon kaj janen r ki kaj janen seta ami khub valo kore bujhte perechi. Apnar main problem ta hochche “গায়ে মানে না আপনি মোড়ল”। আপনাকে আমি ১ বছর সময় দিচ্ছি যদি ক্ষমতা থাকে আমার প্রোফাইল এর মতো করে দেখান আপনার প্রোফাইল।

Level 0

@ainul_psru vai apnar facebook id ta ektu den plz plz amar facebook id https://www.facebook.com/nuralam2050

Level 0

@saymon: vai ami to sevabe kaj sekhanor somoy pai na. tar por o jodi kono dorkar hoy tahole amai call diyen ami chesta korbo apane help korte. Facebook a amar contact no ache. Here is facebook link https://www.facebook.com/ainal.psru

Thanks

Level 0

Thanks

Level 0

Ok, now I understood Mr. Ainal. Sorry for my comments. Ami odesk e account koresi january 2012 te. But first application kori 20april e. Job kortesilam but recently ami Australia te porasunar jonne chole jassi. Tai ai maser 13 tarikher pore ar kaj korinai. Amar profile https://www.odesk.com/users/~~f31b4532260d6f7b
Ami lynda er akjon monthly premium member, amar member id: 15985BK5
Okhane ami world er best teacher der kas theke Web development o Graphics design sikhtesi…

Level 0

@apu21: vai ami apnar odesk profile ta dekhechi khub sundor. Asha kori amra khub tara tari apnake amader desher onno tomo valo designer and programmer hishebe dekhte pabo. Dowa kori apni abar amader deshe fiye ashen khub valo vabe…………

Level 0

bhai…amak aktu help koren..ami Banglalion Wimax a asi..but ami odex a kaj korte chai…apni apnar office add ta amake den…jodi apnar office a kono employe dorker hoy amake janan…bishion upokrito hobo…bhai plz…ami apnar shate kaj korte kub issa bod korsi…boro kotha holo ami apnar kase freelancing shikte chai…plz help me…my mail: [email protected]

    Level 0

    @bd_hacker: vai amar company er to kono office nai coz freelancing er kaj korai amon kono comany er office amar der dekhe ache naki amar jana nai coz all of are virtual company. tachara ami to apnake pashe boshe kaj sekhate parbo na coz amar sei somoy e hobe na. Ashole protidin ami 15 hours er upore net a thaki r sei jonno apnake time deya tao somvob hobe na. Ami apnake just kictu tips diye help korte pari.

    Here is my Facebook:https://www.facebook.com/ainal.psru

    Contact me on phone.

    Thanks

Level 0

thanks… @ ainal_psru
Facebook a amake aktu dik nirde-shona din ta holey hobe….

Level 0

thanks for your post. i think everyone will be encouraged by your information.

vai ami ekjon graphics designer & Web Designer.ami apnar sate kj korte issuk.jodi apnar group e jog diye den amk ebong amk kisu kaj den korar jonno ta hole amr jonno upokrito hoi.koj ami goto dui mas dore bid kore kono kj passi na.amar Profile t ektu dekun kosto kore r protfolio gulo dekun.
ODESK ID: https://www.odesk.com/users/Outstanding-Graphics-Designer-Web-Developer_~~fbf49a866bcb1ccc?wsrc=tile_2&wlnk=btn&_scr=hireme_l
FB ID: https://www.facebook.com/Nahid.DIhan.Faisal?ref=tn_tnmn
EMAIL ID:[email protected]
SKYPE ID: duronto_sele
MOBILE:+8801683331846
+8801733834853

    Level 0

    @duronto_sele: vai ami apnar kajer quality dekhechi and ja bujhlam tate kore apnake akta chotto upodesh dey ta holo apnar onek sekhar baki ache. Apni age valo kore kaj sekhen. Apnar kajer quality aro onek onek emprove korte hobe noyle kharap rating pete pete apnar kar korar echche e sesh hoye jabe and seshe kharap rating er jonno konokaj o paben na

    Thanks a lot

Level 0

ainal_psru vai ke bolsi je amake kisu forex ar boi down ar link diben

Level 0

just joined in odesk yesterday. here you go ..

https://www.odesk.com/jobs/ebay-seller-wanted_~~6623cecaed75029b

ভাই কিভাবে odesk এর Default Account থেকে Payment দেয়া যায় একটু বলবেন কি ? খুব উপুকার হবে…………………

    Level 0

    @Mahbub piyal: Default Account theke payment debar jonno alada kichu e korte hoy na. Apni kono contractor k hire korar jonno akta company create koren apnar account theke then company er account a login kore job post korte paren, kau k hire korte paren and last hire korar por jake payment dite chan take payment den sadharon niyome. Akta kotha mone rakhben apni je poriman payment dite chan sei poriman $ apnar odesk account a thakte hobe

    Thanks comment korar jonno

ভাইয়া payment method verify এর আগে তো হায়ার -ই করা যায় না (hourly job)to payment debo kivabe?

    Level 0

    @Mahbub piyal: vai payment debar jonno payment method varified na holeo chole. r hour base kajer paymeny automaicaly apnar account theke kete neya hobe.

    Thanks

Level 0

পড়ে ভালো লাগলো। তবে আমার একটা প্রশ্ন আছে, “আমি তখনও জানতাম না যে odesk এর Default Account থেকে Payment দেয়া যাই। ” এই ব্যাপারে।
আমার সমস্যাটা একটু বলি।
আমার একটা কন্ট্রাকটর একাউন্ট আছে, পরে আমি একটা কম্পনী একাউন্ট খুলি ঐ কন্ট্রাকটর একাউন্ট এর আন্ডারে। মানে এক আইডি দিয়ে পারসোনাল এবং কম্পানী দুইটাই এক্টিভ থাকে। সব ঠিক ঠাক আছে। কিন্তু এখন আমি চাচ্ছি odesk এ জব পোস্ট করতে। কিন্তু আমার এক্সিজটিং একাউন্ট দিয়ে জব পোস্ট করার কোন অপশন পাচ্ছি না। আমি লগইন করে কম্পানী সিলেক্ট করার পরো কোন অপশন পাই নাই – জব পোস্ট করার। ব্যপারটা কি একটু বলবেন?

    Level 0

    @anarefin: আপনি আমার সাথে ফেছবুক এ যোগাযোগ কইরেন আমি সব বুঝিয়ে দেবো। ধন্যবাদ…………।।

Level 0

ওনেক ওনেক ভাল লাগলো..আমি এজাবত Odesk এ ২টা account কারেছি কিনতু আগা-মথা কিচছু বুজিনা তাই বলিকি যদি Odesk সমপরকে একটা Great Post দিলে ওনেক জানতে পারতাম, যেমন কি ভাবে বিট করে, Profle কি ভাবে ১০০% করে, কলাইনটদের সাতে কি ভাবে কথা-বারতা বলতে হয় ইত্যাদি.. post এর জাননো ধন্যবাদ…

Level 0

ভাই টেকটিউনস এ এটা নিয়ে অনেক লিখা আছে। একটু কষ্ট করে খুজে নিন। কষ্ট করলে অনেক দিন মনে থাকবে। 🙂

Level 0

আপ্নেতো ভাই বস পাব্লিক, মাথাই খারাপ। গ্রাফিক্স এর কাজ অল্প কিছু করেছি কিন্তু একই সমস্যা অনেক ক্ষেত্রেই কাজের রিকোয়ারমেন্টটাই বোঝা একটা সমস্যা হয়ে দাঁড়ায়।

ভাই, এফ বি আইডিটা কি দেওয়া যাবে। খুব বেশি জালাবনা, কথা দিচ্ছি।

[email protected]

আলহামদুলিল্লাহ্।
অভিনন্দন ও অনেক অনেক শুভ কামণা আপনার জন্য ভবিষ্যতে যেন আপনি আরও সুন্দরভাবে আপনার সপ্নগুলো পূরণ করতে পারেন।

Please don’t take it otherwise and personally, there is someone always ready to find the holes and can not but feel jealous on others success. কথাটা যদি বেশি কড়া বলে থাকি তাহলে মাফ চাই।

আমি বাংলা সাইটে পোস্ট পড়া এবং লিখায় আগে বেশ আগ্রহী ছিলাম। অধিকাংশ ব্লগারই বেশ আন্তরিক আর খোলা মনের অধিকারী। কিন্তু তা সত্বেও গোটা কয়েক গৃহ-পালিত জন্তু আছে যাদের দ্বারা অর্থহীন আক্রমণের শিকার হয়ে অতি পরিচিত ও জনপ্রিয় বাংলা ব্লগগুলো থেকে অভিমানে তাড়িত হয়ে বিদায় নিই। এর পর আর একটাও বাংলা সাইটে এই কাজী আলী নূর কখনো প্রবেশ করে দেখেনি। Not a single one.

আমি 1997তে সর্ব প্রথম কম্পিউটার বিশ্বে আমার যাত্রা শুরু করি। Windows 95 ছিল আমার পিসির সর্ব প্রথম অপারেটিং সিস্টেম। আর আমি যখন জীবনে প্রথমবারের মত কী-বোর্ডে WWW টাইপ করেছি সেটি বেশি আগের কথা নয়, মাত্র ৪ বছর আগের কথা মানে তখন ছিল ২০০৮ সাল। আমার এক প্রিয় বন্ধুর (মোহিত) দেখাদেখি আমি ৩/৪ টা জনপ্রিয় বাংলা সাইটে যোগদান করি। প্রথম দিকটা ভালই লাগছিল। কিন্তু বেশি দিন আর নিজেকে ধরে রাখতে পারিনি।

ঐসব নির্বোধ, অহংকারিদের দেখেছি যে শুধু আমাকেই নয় নিরীহ আরও অনেক ইউজারদেরকেই তারা কোন কিছু না বুঝে কিংবা কোন কথা না ভেবেই যা তা মন্তব্য করে বসে। অথবা সামান্য বিষয় নিয়েও অহেতুক বাড়াবারি করে আর সরাসরি আক্রমণ করে। আমার ঘৃণা ধরে গেল তাদের প্রতি। আর আমি নিজের সিদ্ধান্ত নিই যে বাংলা কোন সাইটই আর ব্রাউজ করবনা।

আমি শত ভাগ ইংলিশ নির্ভর হয়েযাই। আর শুরু হয় আমার বিশ্বকে চেনা আর প্রতিদিন আমি ইন্টারন্যাশনাল ওয়েব সাইট থেকে নিয়মিত নতুন নতুন জ্ঞান ও মানসম্মত তথ্য আহরন করতে থাকি। যেগুলোর অনুবাদ প্লাস তার সাথে কিছু মালমসলা মিশিয়ে পৃথিবীর অন্যান্য দেশের সাইটগুলোতে লিখা হয়।

আর আমার ইন্টারনেটে জানার আগ্রহ এত বেড়েগেল যে আমি ১২-১৬ ঘন্টাই নেটে বসে কাটাই। আবার কেন যেন বাংলার টানে বাংলা সাইটে এলাম। এসে দেখি অবস্থার কোন পরিবর্তন ঘটেনি এই ৩/৪ বছরেও। আবারও সেই বোঝার আগেই যাচ্ছেতাইভাবে সরাসরি আক্রমণ।

আজ বুঝতে পারছি যে আমার বাংলার সাথেই থাকা উচিৎ ছিল। কারণ গবাদি পশুরা ছিল, তারা আছে এখনও এবং তারা থাকবে। বাংলা সাইট বা ব্লগ সাইটগুলোর কোন দোষ নেই।

আমাদের একটু কিছু বোঝা বা জানাতেই অহংকার এসে যায় মনে। কিন্তু আমাদের একটা কথা ভেবে দেখা উচিৎ যে অহংকার করাটা শুধু তারই সাজে যেই মহান দয়ালু স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের দেহে প্রাণ দিয়েছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন এবং পড়াচ্ছেন। আমাদেরকে অহংকার করা কোনভাবেই মানায়না। আমাদের সেই অধিকারএ নেই যে আমরা অহংকার করব। অহংকার মানায় শুধু তাঁকেই।

সব শেষে বলব, আমার কথা অপ্রাসঙ্গিক মনে হতে পারে। কিন্তু আমি কষ্ট পেয়েছি বিধায় মনের ভেতরের কথাগুলো আর ভেতরে রাখতে পারলামনা। আমি গবাদি পশুদের কোন পরওয়া করিনা।

তারা উপকারি জন্তু। জাস্ট তাদেরকে ঘৃণা করে যদি শুধুমাত্র বাংলা সাইট নিয়া পরে থাকতাম তাহলে আমাকে শুধু বসে বসে তাদের তামাশাই দেখতে হত আর তাদের মত মানহীন পোস্টের সংখ্যা বাড়ানোর চিন্তাই শুধু মাথায় ঘোরপাক খেত। নিম্নমানের ১০০০ পোস্টের চেয়ে মানসম্পন্ন অন্তত ১ টি পোস্টও উত্তম।

আমি অবশ্যই মানি যে গবাদি পশুরা উপকারী। আসলেই উপকারী। এই উপকার তারা না করলে আমার মধ্যে জেদটা ওঠেনা আর বিশ্বের দরজা আমার সামনে আসেনা।

আর লিখবনা। কারণ পোস্ট অপেক্ষা পোস্টের মন্তব্যই যদি দীর্ঘ হয় সেটাকি মানায়?

ainal_psru ভাইকে ধন্যবাদ দিই আপনার সাফল্যের কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই লিখা যিনিই পড়বেন তিনিই আপনার সাফল্য ছোঁয়া দেখে অনুপ্রাণিত হবেন, অনুরণিত হবেন ইনশা’ল্লাহ।
শুকরিয়া।

কিন্তু তবুও কিছু মানুষ আছে যাদের কখনোই কোন শিক্ষ্যা হয়না। ভাইয়া আপনাকেও ধন্যবাদ।

best of luck

bro apnar kotha sune onak valo laglo. ami motamuti photoshop, illustrator jani. but valo sakhar konno kothay prosikkhon nite pari????????

Level 0

7-8 mash hoise . akhon porjonto $1200 pray 90000 taka tulsi :p

https://www.odesk.com/users/~0117f74c4368c396f0

অনলাইন এ আয় করার জন্য একটি ভালো সাইট
http://www.staff.com