ছোটবেলায় ফুটবল ক্রিকেট,কোনটা বাদ ছিলনা। ব্যাডমিন্টন, ভলিবল, ডাংগুলি, মার্বেল সব।
এখন আমি এক গেমার। তবে নট এ ফুল গেমার, পার্টটাইম গেমার আর ব্লগার। তবে আমি আমার দিনের বেশীরভাগ অংশ [যতক্ষন বাসায় থাকি] কাটাই আমার কম্পিউটার এর সামনে।
তো বলি আসল কথা, আমাদের গ্রামে গন্জে গেম বলতে ছিল ক্রিকেট ফুটবল। তয় যখন ক্লাস ফোরে তখন আমাদের বাজারে আসে ভিডিও গেমের দোকান। গেলাম একদিন ঘুরতে সেখানে। দেখি বাহ কি সুন্দর কার্টুন চলতাসে বড় বড় টিভি স্ক্রিণে।
ওমা! একি পোলাপাইন স্ক্রিনের সামনে কিকরে? এত্তবড় টিভি দেখতে কি কাছে যাওয়া লাগে? বেকুবের দল!!!
হুমম কি করা, হুজুগে বাংগালী। আমিও গেলাম কাছে। দেখি টম এন্ডজেরী চলে নাকি?
কিন্তু একী? টমএন্ড জেরী কই? স্ক্রিণে দেখি কতগুলা গুন্ডা বদমাইশ, আর বড় বড় বডিবিল্ডার নায়ক মারামারি করতাছে।
নায়ক দেহি তিনডা। একসময় তিনডাই মারা পড়ল! স্ক্রিণে লেখা উঠল গেম ওভার।
বাহ দারুন কার্টুনতো! নাম গেম ওভার? মজাই মজা!! নায়ক তিনটা মরল আর কার্টুনের নাম দেখালো?
পা-বদল করলাম। ঠ্যাং ব্যথা হয় গেছে।কিন্তু কার্টুন ত মাত্র শুরু। আরো দেখে যাই। শুক্রবার।
দেখি আমার এলাকার কিছু বড্ডা পোলাপাইন দাড়াই হা হুতাশ করতাছে।
-এই আমারে ২টাকা ধারদে। আইজ গেম টা শেষ কইরা যামু,
:: কয়কি? হালায় মূর্খ নাকি, কার্টুনের নাম গেম ওভার , আর সে কিনা কয় গেম। যাই হোক দেখি।
হেরা দোকানদাররে ২ টাকা দিয়া আবার শুরু করল।
একী!! এরা দেখি তিনজন তিনডা ডান্ডানিয়া নাড়াচাড়া করতাছে আর লাফালাফি করতাছে?
কোন বেকুব কার্টুন দেখতে গেলে ডান্ডা ঘুরায়?
যাই হোক, কাউন্টারে গিয়া জিগাইলা?
- আংকেল, এখানে কি হচ্ছে?
- গেম খেলা হচ্ছে?
-সেটা আবার কি?
-তুই এক্কানা খাড়াও, আঁই দেয়াই দিয়ুম!
একসময় আবার পোলাপাইন গুলা বড় টিভির সামনে থেকে সরে এল,
আংকেল আমারে টিভির সামনে নিয়া গেলেন।
-এইযে এই ডান্ডা দেখতাছস, এডা দি নায়ক রে কন্ট্রেোল করে, আর এই ডা দি ঘুশি, এটা দি লাত্তি, এটা দি নায়ক সিলেক্ট , আর নিচের এদুগা একতরে চাব দিলে ডাবল মাইরব, বুইজ্জতনি।
- হে হে! দারুন ত! আমিও খেলব।
-ঠিক আছে, তুঁইত আংগ চারের হুত, তোরেঁ প্রথম গেম ফ্রি!
ব্যস আমি দাড়িয়ে গেলাম বড় স্ক্রিণের সামনে।
-উপ্রের হলুদ বাটন চাব দে, রকি।
-দিচ্ছি,
দিলাম হলুদ বাটন চাপ। নায়ক সিলেক্ট হয়ে গেল, হলুদ জ্যাকেট পরা।
শুরু হলো সিনেমাটিক, একদলগুন্ডা হাসতে হাসতে চলে গেল। স্ক্রিণে কিচূ লেখা উঠল।
নায়ক ঘরেদরজা থেকে বের হলো,
গেম শুরু,
নায়ক: মাম! গুডবাই! তার পর দিল দৌড়।
এরপর এসে দাড়াল! কতগুলা গুন্ডা ঘিরে ধরল নায়ক কে।
-রকি! বাটন চাব বাটন চাব!
আমি দিলাম এক ঘুশি। বাহ! মজাত!
আনদাজে চাপাচাপি করতে থাকলাম।
চাইরদিকে ঘুরাচ্ছি। কি থেকে কি হচেছ ক্ছিু বুঝিনা।
আমার সাথের দুই সাথি বীরদর্পে গুন্ডা পিটাচেছ। আর আমি স্ক্রিণের এদিক সেদিক দুড়াচিছ।
একসময় আমি মরলাম। আমার নায়ক স্ক্রিণ থেকে উধাও।
-আংকেল! কি হলো? আমি মরলাম নাকি?
-হ!
হ্যাত! আরেকবার দেন।
-দুইটাকা দ্যন লাগব!
-দিমু পরে। আগে দেনত।
দিলেন। আমি আবার হাজির। আবার ঘুরাঘুরি! আবার বেচহেসতের ঠিকানায়।
এই আমার প্রথম গেম!
চলবে...!!!
বি:দ্র: এই গেমটির নাম আমি বলতে পারছিনা। ছোট ছিলাম তো। কাউর মনে আসলে প্লিজ জানাবেন। তবে ওটা মোস্তাফা ছিলনা। এটা শিউর।
আমি দ্যা রক্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি গেম খেলি। সাইট বানাই। ব্লগ লেখি। মজা পাই! আর কি কি জান করি? ও মনে পড়ছে। আমি একটা গ্রুপের পালের গোদা। খেক্ খেক্। SanAndDesign.com
কিছু মনে করবেন না এ টিউন টি আপনার এখানে করা ঠিক হয় নি। এ টি আমি somewhereinblog এ দেখেছি , সেখানের জন্য ঠিক আছে। ধন্যবাদ