বাংলা বর্ণে কিবোর্ড দিয়ে কিভাবে বিন্দু-নোকতা-ফোটা দেবেন – বিদেশী শব্দের জ় এর ন্যায় স্থানীয় উচ্চারণ বাংলায় লিখতে আইপিএ IPA চিহ্যের ব্যবহার

পাঠক। আপনি যদি বিদেশী ভাষার উচ্চারণগত বিষয়ে খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকেন, তাহলে এই টিউনটি আপনার জন্য। আমাদের দৈনন্দিন কাজে না লাগলেও, মুদ্রনে, ধ্বনিবিজ্ঞানে এবং ভাষাবিদদের কিছু চিহ্য/ বর্ণের প্রয়োজন হয় প্রায়শই। এসব প্রয়োজনে 'আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা' (IPA) নামে এক বর্ণমালাও তৈরী করা হয়েছে যা দিয়ে বলতে গেলে পৃথিবীর সবধরনের ধ্বনিমূলক উচ্চারণ সম্ভব। জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ।

এই টিউনে দেখাবো কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ/কিবোর্ড ব্যবহার করে কিভাবে বাংলায় জ় বর্ণটি লিখবেন। কিভাবে বাংলায় বিদেশী-আরবি-কুরআনের ধ্বনিমূলক উচ্চারণ-প্রতিবর্ণীকরণ দেখানোর চেষ্টা করা যায় তা জানবেন। এখানে, এটা উল্লেখ করা জরুরী যে, কুরআনের (আরবী) উচ্চারণ অন্য কোন ভাষায় করা সম্ভব নয়।

জ়, নুকতা (়) - অধঃবিন্দু যুক্ত করার নিয়মঃ

ধ্বনি বিশেষজ্ঞরা বলেন, বিদেশী ভাষার জ়েড (z) / জ়াল (ذ, ز, ض, ظ) এর ন্যায় উচ্চারণগুলো বাংলা বর্ণমালার জ দিয়ে সম্ভব নয়। সেমেটিক ত়, খ়, স়, দ়, ক়, ৰাও/ৱ এর ন্যায় উচ্চারণগুলোতেও একই ব্যপার। সেকারনে আনন্দবাজার পত্রিকা এবং অধুনিক বাংলা অভিধানগুলো বিন্দু-নোকতা-ফুটকি-ফোটাযুক্ত বর্গীয় জ (জ়) উচ্চারণটি ব্যবহার করে। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড তাদের সব প্রকাশনাতেই এটি ব্যবহার করে। তাদের প্রকাশিত "বাংলা কী লিখবেন, কেন লিখবেন" গ্রন্থে তারা এর যৌক্তিক কারণও উল্লেখ করেছে। জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ। এখন প্রশ্নটা হল, আপনিও যদি মুদ্রণে এমন উচ্চারণ দেখাতে/বোঝাতে চান তাহলে কিভাবে করবেন? যদি কোন ভীনদেশী ব্যক্তির/ভৌগলিক নামকে সংশ্লিস্ট অঞ্চলের মানুষের (স্থানীয়) উচ্চারণে লিখতে চান, সেটাই বা কিভাবে করবেন?

বাংলা কিবোর্ডে জ় এর কোন গ্লিফ নেই তবে নোকতার গ্লিফ আছে (Bengali Sign Nukta), যার ইউনিকোড ভ্যালু U+09BC এবং এইচটিএমএল ভ্যালু (&#2492)। তবে বাংলা কিবোর্ড সফটওয়্যার/অ্যাপগুলোতে (রিদ্মিকেও বর্তমানে) এটা প্রয়োগের কোন পদ্ধতি দেয়া নেই। তাই খুঁজতে থাকলাম, আর পেয়ে গেলাম এই অসমীয় কিবোর্ড অ্যাপটি।

১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে Winterfell Technologies এর Assamese Keyboard অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন।
জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ
২. Select Keyboard এ চাপ দিন। অ্যান্ড্রয়েডের Manage Keyboards/ Available Virtual Keyboards অপশনটি আসবে এবং আপনার সবগুলো কিবোর্ডকে দেখাবে। এখান থেকে ছবিটির ন্যায় Assamese Keyboard কে অন করে নিন।
জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ
৩. অ্যাপটিতে গিয়ে Select Input Method এ চাপ দিন। তারপর Assamese Keyboard সিলেক্ট করুন।
জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ
৪. গ্লোব আইকনটিতে ক্লিক করুন, অসমীয় কিবোর্ড-লেআউট চলে আসবে। উপর থেকে ২য় লাইনে 'ড'এর ডানপার্শে রয়েছে এই (়) গ্লিফটি। যেকোন বর্গীয় জ এর পর কার্সরটি রেখে ঐ বাটনটিতে চাপ দিলেই আপনি বিন্দু-নোকতা-ফুটকি-ফোটাযুক্ত বর্গীয় জ (জ়) পেয়ে যাবেন।
জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ ৪
৫. রিদ্মিক/ইংরেজী কিবোর্ডে ফিরে যাওয়ার জন্য গিয়ার/সেটিং আইকনটিতে চাপ দিয়ে 'Change Keyboard' এ ক্লিক করুন। অ্যান্ড্রয়েডের Manage Keyboards থেকে Assamese Keyboard কে অফ করুন এবং রিদ্মিক/ইংরেজী কিবোর্ড অন করুন।

এই পদ্ধতিতে সব বাংলা বর্ণমালাতে উচ্চারণের প্রয়োজনে বিন্দু-নোকতা-ফুটকি-ফোটা যুক্ত করতে পারবেন। জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ। বর্ণের নিচে যে ফোঁটাটি দেবেন, সেটিকে যদি আপনি সেমেটিক নুকতার ন্যায় চারকোনা চান তাহলে এই গ্লিফটি কপি-পেস্ট করুন (᳝)। VEDIC TONE DOT BELOW, ইউনিকোড: U+1CDD, এইচটিএমএল: &#7389।

আর, শুধু কপি-পেষ্ট করেই এ চিহ্ন দুটি বসাতে চাইলে প্লে স্টোরের Character Map অ্যাপটি ব্যবহার করুন।
জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ
অ্যাপটি ওপেন করে ঐ ২ নামে সার্চ দিলেই গ্লিফদুটি পেয়ে যাবেন। এতে নাম অনুসারে, ইউনিকোড ও ভাষাভিত্তিক সার্চের অপশনও আছে।
জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ
চাইলে বাংলায় লিখে দেখে নেয়া, কপি-পেস্ট, বোল্ড করে নেয়ার অপশনও পাবেন।

ঊর্ধ্ববিন্দু ̇ - অনুঃস্বর যুক্ত করার নিয়মঃ

এদের নাম হল COMBINING DOT ABOVE, (ইউনিকোড: U+0307, এইচটিএমএল: &#775) এবং ARABIC TONE ONE DOT ABOVE (চারকোনা࣪, ইউনিকোড: U+08EA, এইচটিএমএল: &#2282)। বাংলা বর্ণে যুক্ত করতে হলে আপনাকে Character Map অ্যাপটি ব্যবহার করতে হবে। এই ২ নামে সার্চ দিলেই গ্লিফদুটি পেয়ে যাবেন।

চিহ্নের মাধ্যমে দীর্ঘ স্বরধ্বনি/উচ্চারণ  ۤ (মাদ্দ্) বোঝানোর নিয়মঃ

কিং ফুয়াদ, কিং ফাহাদ আরবি কুরআনগুলোতে হামজার উপর নির্ভরশীল মাদ্দ্ হিসেবে শুধুমাত্র এই একটি চিহ্নই ব্যবহৃত হয়েছে। Arabic Small High Madda (◌ۤ), (ইউনিকোড: U+06E4, এইচটিএমএল: &#1764 ও &#x6E4)। জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ। Google Keyboard (Gboard) ব্যবহার করে বাংলা বর্ণে এটি যুক্ত করতে পারবেন।

১. প্লে স্টোর থেকে Google Keyboard (Gboard) ইন্সটল করে ওপেন করুন।
২. Enable in Setings ও Select Input Method এ পূর্বের নিয়মে Google Keyboard (Gboard) কে অন করে নিন।
৩. Languages এ গিয়ে Add Keyboard এ চাপ দিন।
জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ
৪. International Phonetic Alphabet (QWERTY) কে সিলেক্ট করে Done এ চাপ দিন।
জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ
জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ
৫. নোটপ্যাড/ব্রাউজার বা যেকোন লিখার জায়গায় গিয়ে Gboard এর IPA কিবোর্ডটি অন করে নিন।

জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ
৬. যেকোন বাংলা বর্ণের পর কার্সর রেখে ছবিতে দেখানো বাটনটিতে চাপ দিন। মাদ্দ্ সহ বাংলা বর্ণটি পেয়ে যাবেন। জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ 
'মাদ্দে মুত্তাসিল' (৪/৬ আলিফ পরিমাণ টান বোঝাতে) এর ইউনিকোড/এইচটিএমএল ভ্যালু এখনও নেই। দেখতে কাছাকাছি এই ৩টি চিহ্ন খুঁজে পেয়েছি। Macron (ইউনিকোড: U+0304, এইচটিএমএল:   ̄  ) বা Double Macron (ইউনিকোড: U+035E, এইচটিএমএল:  ͞  ) অথবা COMBINING DOUBLE TILDE   ͠  )
(ইউনিকোড: U+0360, এইচটিএমএল: &#864 ও &#x360) কে কপি-পেস্ট করে ব্যবহার করতে পারেন। Character Map অ্যাপে এই ৩ নামে সার্চ দিলেই গ্লিফ ৩টি পেয়ে যাবেন। জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ। আর খাড়া জবর এর গ্লিফটি পাবেন ARABIC LETTER SUPERSCRIPT ALEF (ইউনিকোড: U+0670, এইচটিএমএল:  ٰ) নামে।

Google Keyboard (Gboard) দিয়েও দুই নোকতা/ অধঃ তিল, Macron, উপরে-নিচে (˚Ring˳) রিং চিহ্ন যুক্ত করতে পারবেন। উপরের ছবিতে, হলুদ রংয়ে চিহ্নিত বাটনগুলোতে এগুলোকে পাবেন।

জেনে রাখা ভাল, 'আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালাতে' (IPA) মোট ৩ টি চিহ্ন দিয়ে দীর্ঘ স্বরধ্বনিগুলো (টান) বোঝানো হয়। Long, Half-Long এবং Extra-short। হলুদ রংয়ে চিহ্নিত বাটনগুলোতে এগুলোকেও পেয়ে যাবেন।

অন্যান্য চিহ্নঃ

যবর, যের, পেশ, দুই যবর, দুই যের, দুই পেশ, দ্বিত্ব রেফ, অধঃ দ্বিত্ব রেফ‌, শাদ্দাহ/তাশদীদ, সুকুন/জযম, আলিফ ওয়াসলা, উপরে ২ ফোটা-নোকতা/ঊর্ধ্বতিল  ࣫, নিচে ২ ফোটা-নোকতা/ অধঃ তিল  ࣮  সবগুলো চিহ্নই Character Map অ্যাপটি থেকে কপি-পেস্ট করে ব্যবহার করতে পারবেন। জ় বাংলা কিবোর্ডে বিন্দু নোকতা ফোটা বিদেশী আরবি উচ্চারণ লিপ্যন্তর প্রতিবর্ণীকরণ আইপিএ। যথাক্রমে এইসব নামে সার্চ দিলেই পাবেন। ARABIC SMALL FATHA, ARABIC SMALL KASRA, ARABIC SMALL DAMMA, ARABIC FATHATAN, ARABIC KASRATAN, ARABIC DAMMATAN, ARABIC SHADDA, ARABIC SUKUN, COMBINING RING ABOVE, COMBINING RING BELOW, ARABIC TONE TWO DOTS ABOVE, ARABIC TONE TWO DOTS BELOW.

বাংলা ভাষায় আরবি শব্দের প্রতিবর্ণীকরণ কিভাবে করবেন তা জানতে এই লেখাটি পড়তে পারেন। আর, কোন জিজ্ঞাসা থাকলে কমেন্টবাক্সে জানাতে ভুলবেন না কিন্তু!

Level 2

আমি মহামতি মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Wikim(p)edian, Product Reviewer at Medium.com | কম্পিউটার বিজ্ঞান এ স্নাতক সম্পন্ন করেছি। ইংরেজী ভাষা হতে অনুবাদ ও রুপান্তরে আমার দক্ষতা রয়েছে। প্রযুক্তি এবং তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়াবলীতে যথেষ্ট জানাশোনা আছে। পপ সংস্কৃতি ও নার্ড বিষয়াবলীতে আগ্রহ ও নেশা রয়েছে। সমমনা ব্যক্তিদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারি।https://s.id/masum


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস