ওয়েব পেজ ডিজাইন একটি মজার জিনিষ। পাশাপাশি কঠিনও, কিন্তু জুমলা ব্যাপারটাকে অনেক সহজ করে দিয়েছে। কঠিন এইচ, টি, এম, এল কোড মনে রাখার আর কোন প্রোয়জন নেই। জুমলার অসংখ্য থিম্পেট থেকে আপনার পছন্দমত একটা বেছে নিন এবং নিজের কম্পুটারেই প্রাক্টিস করুন জুমলা। তৈরি করুন সুন্দর সুন্দর ওয়েব সাইট। জুমলা শিখার জন্য একটি ভাল বাংলা বই লিখেছেন পার্থ সারথি কর । এই বইটা (pdf) পড়লে জুমলা abc র মত সহজ হয়ে যাবে। শুধু বইটা পড়েই আমি জুমলা শিখেছি। অবশ্য খুব বেশি এক্সপার্ট যে হয়ে গেছি তা নয় কিন্তু নিজের কাজ চালানোর মত শেখার জন্য এই বইটার কোণ বিকল্প নেই অন্তত, আমার তাই মনে হয়।
ধন্যবাদ সবাইকে।
আমি e-sovon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I have downloaded thanks