একটি প্রফেশনাল সিভি পত্যেকের জন্য খুই গুরুত্ব পূর্ন। প্রত্যেকের জিবনের সাথে সিভি খুব অত-প্রত ভাবে জরিত। একটি প্রফেশনাল সিভি পারে আপনার জিবনের লক্ষে পৌছানোর একটি সিড়ি। বর্তমান ব্যাস্ত এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাক খুবই কষ্ট কর ব্যাপার বটে। সেইটা যদি চাকুরির ক্ষেত্রে হয় তাহলে তো কোন কথাই নাই। বর্তমানে চাকুরীর বাজারের যা অবস্থা তা আর বলার অপেক্ষা রাখেনা। একএকটি চাকুরি যেন একটি চুকুরি নয়, সুনার হরিন।
আমাদের যতই যোগ্যতা থাকুক না কেন। আমরা যদি আমাদের যোগ্যতাকে প্রকাশ করতে না পারি তাহলে তার কোন দান নেই। আর চাকুরি দাতা প্রতিষ্ঠানের কাছেতো তা একেবারেই নেই। একটি ভাল চাকুরি পারে আপনার ভবিস্যাৎ উজ্বল ও নিশ্চিত করতে। আর একটা প্রফেশনাল সিভিই পারে আপনার চাকুরি চিশ্চয়াতার হার বাড়িয়ে দিতে। একটি প্রফেশনাল মানের সিভি আপনার পেজেন্টেশনকে বহুগুনে সুন্দর করে তুলতে পারে।
একটি স্বপনের চুকুরি অথবা পেজেন্টেশনের জন্য একটি সিভি ফরমেটে তুলনা হয় না। তাই ইন্টাভিউর আগে আপনি নিযেকে প্রস্তুত করেন এবং নিজেকে স্মাট ভাবে প্রদর্শনের জন্য একটি স্মাট সিভি ফরমেট তৈরী করু। বর্তমান ডিজিটাইলাজেশনের যুগ। আপনাকে কষ্টকরে সিভি ফরমেট তৈরী করতে হবে না। আপনি গুগুলে প্রফেশনাল সিভি ফরমেট দিয়ে স্বাচদিলে অসংখ্য সিভি ফরমেট পেয়ে যাবেন। আমরাও আপনাকে একেবারে বিনামূলে সিভি ফরমেট দিয়ে থাকি। আমাদের সাইটের সিভি কাটাগরি থেকে বেছেনিন আপনার পছন্দের সিভি ফরমেট। এবং নিজেই তৈরী করুন একটি প্রফেশনাল মানের সিভি। ধন্যবা।
আমি আমি সুজন। owner, my free vector, dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আমি সুজন"। আমি এডুবি ইলেস্ট্রেটর এবং এমএস ওয়াড টিউটরিয়াল নিয়ে এসেছি এবং এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমার এই টিউটরিয়াল গুলো তৈরী করা হয়েছে নতুন এবং প্রেফেশনাল উভয়ের হন্য। আমার এই টিউটরিয়াল গুলো অতন্য সহজ এবং সবালিল ভাবে সজানো হয়েছে যাতে...