আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ও ভালো আছি কিছুদিন যাবত দেখছি উইন্ডোজ ১০ এর এনিভার্সারী আপডেট করতে অনেকের অনেক সমস্যা হচ্ছে। তাই আপনাদের কথা ভেবে আমি একটি ভিডিও এবং টিউন নিয়ে চলে আসলাম আপনাদের সঠিক সমাধান দিতে। ভিডিওটি না দেখলে হয় তো বা এনিভার্সারী আপডেট করতে সমস্যায় পরতে পারেন তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ভিডিওটি দেখুন তারপরে আপনি নিজেই চেষ্ঠা করুন ১০০% আপনি নিজেই পারবেন।
পদ্ধতি ১ঃ
প্রথমেই এই লিঙ্কে গিয়ে
Windows 10 May 2019 Update now available
এর নিচের “Update now” বাটনে ক্লিক করুন।
এবার আপনার পিসিতে Windows10Upgrade নামের একটি ছোট্ট ইএক্সই ফাইল ডাউনলোড হবে। এতে ডাবল ক্লিক করে ওপেন করুন।
অ্যাপটি ওপেন করে আপনি উইন্ডোজ ১০ এর মে আপডেট ডাউনলোড করার অপশন পাবেন। নিচে থাকা “Update now” বাটনে ক্লিক করলেই আপডেট ডাউনলোড হওয়া শুরু হবে।
এরপর যথারীতি পিসি রিস্ট্রার্ট করলেই আপনি নতুন আপডেট সহ ভার্সন ১৯০৩ সহ মে আপডেট এর সকল ফিচার পাবেন।
পদ্ধতি ২ঃ
প্রথমেই এই লিঙ্কে গিয়ে
Create Windows 10 installation media
এর নিচের “Download tool now” বাটনে ক্লিক করুন।
এবার আপনার পিসিতে MediaCreationTool1903 নামের একটি ছোট্ট ইএক্সই ফাইল ডাউনলোড হবে। এতে ডাবল ক্লিক করে ওপেন করুন।
এবার “Upgrade this PC now” সিলেক্ট করে Next বাটন ও পরের পেইজে Install now বাটন চাপলেই আপগ্রেড প্রসেস শুরু হবে।
এরপর রিস্টার্টের মাধ্যমে আপনি আপগ্রেডেড অবস্থায় পাবেন আপনার পিসিটি।
এই ভিডিওতে A to Z দেখানো হয়েছে। চ্যালেটি ভিজিট করতে এই লিংকে ক্লিক করুন:https://bit.ly/31z6I5J
আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের টিউনটি ভাল লেগেছে। যদি আপনাদের এই টিউন সম্পর্কে কোন প্রশ্ন থাকে থাকে টিউমেন্ট এর মাধ্যমে জানাবেন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
আমি মোহাম্মাদ বাঁধন। work, jotty international, dinajpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a Tech-tiwner and youtube video creator