উইন্ডোজ ইরোর সমস্যার হাত ছানি থেকে আজ রেহাই হবেই 😍

Disable Error Reporting in Windows 10

আমরা যারা উইন্ডোজ ১০ ব্যবহার করি তাদের মধ্যে বেশির ভাগ ইউজার ই ফ্রিতে ইউজ করি। আর তার কারণে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কিছু ত্রুটি থেকেই যায়, যার কারণে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম সঠিকভাবে কাজ করতে পারেনা যার জন্য প্রতিদিন ১ বার হলেও Error report  দেখবেন এবং অটো রিস্টার্ট নিবে।

অনেকের প্রতিদিন ৪/৫ বারের অধিক এবং অনেকের তো প্রতি ঘণ্টায় একবার দু'বার হয়েই থাকে।

 

যদি কাজের মাঝে এমনটা হয় তবে কতটা বিরক্ত লাগে যা বলার ভাষা রাখেনা। আমি নিজেই কতদিন আছার মারার পরিকল্পনা করেছিলাম 🙄🤔 তবে

এটাই তো আর সমাধান না তাই ভেবে চিনতে গুগল করে এটার সমাধান করলাম।

 

আমার মত অনেকেরই এই সমস্যা টি দেখা যায়। তাই আজ আপনারাই আপনাদের কম্পিউটারের ডাক্তার হয়ে যান আমার মত 🥰 একদিনের জন্যে।

এক নিমিষেই আসুন সমস্যা টা ঠিক করে ফেলি ☺️

 

বুঝার জন্যে ভিডিও টি দেখে সেরে নিতে পারেন কাজ গুলো তাতে রিস্ক হবে না।

ভিডিও দেখতে ক্লিক করুন

 

কিভাবে বন্ধ করবেন উইন্ডোজ এরোর রিপোর্টিং?

  • কিবোর্ড থেকে Windows Key+R চাপুন।

 

  • কমান্ড এ services.msc  লিখে  Enter চাপুন। How to Disable Error Reporting in Windows

 

  • এখন থেকে Windows Error Reporting Service. খুঁজুন।
  • এখন মাউস পয়েন্টার Right-click  করুন।

How to Disable Error Reporting in Windows

  • Properties এ ক্লিক করুন।
  • Startup এ গিয়ে  Disabled  সিলেক্ট করে দিন।

How to Disable Error Reporting in Windows


যদি সিলেক্ট করতে না পারেন কি করবেন?

 

যদি স্টার্টআপ টাইপ মেনু ধূসর হয় log out করুন এবং log back in as an administrator. এখন আবার  Windows Key+R চেপে services.msc command

দিয়ে উপরে দেখানো প্রসেস ফলো করুন দেখুন আপনি সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে গিয়েছেন।

ধন্যবাদ সবাইকে ভালো লাগলে বা উপকারে আসলে অবশ্যই  জোস এ একটি ফ্রি ক্লিক করতে ভুলবেন না 💪 আপনাদের এক একটা জোস আমাদের নতুন কিছু করার জন্যে অনুপ্রেরণা যোগায়।

Level 1

আমি সফিক মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নাম সবাই দেখতে পারছেন তা আর নাই বললাম। ঢাকা আমার গ্রাম, প্রোগ্রামিং আমার সখ, Android App Development নিয়ে কাজ করছি বর্তামনে এবং মোটামুটি SEO / ASO করি এবং WordPress or Custom Website Development করি। এই মুহূর্তে বাণিজ্য বিভাগে মাস্টারস করছি, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম নিয়ে পড়াশুনা করছি পাশাপাশি কাজ করছি।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস