অনেকের কাছে অপরিচিত বাংলা লেখার চমৎকার দুটি সফটওয়্যার

ইউনিকোড এ বাংলা লেখার জন্য আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় সফ্টওয়্যার অভ্র। আমি নিজেও অভ্র কীবোর্ড অনেক পছন্দ করি,
কিন্তু অভ্র ছাড়াও পৃথিবীর দুইটি টেক জায়ান্ট এর বাংলা লেখার নিজস্স সফ্টওয়্যার আছে , আজ আপনাদের সেসব সফটওয়্যার এর সাথে পরিচিত করে দেব।
তার আগে এই টুল গুলোর প্রয়োজনীয়তা তুলে ধরি,
ডেস্কটপ পরিবেশে বাংলা লেখার ক্ষেত্রে অভ্র এর বিকল্প নেই, তবে এই টুল গুলো অনেক বেশী ট্রান্সলিটারেটিক, অর্থাৎ আমরা যেভাবে ইংরেজিতে বাংলা শব্দ গুলো লেখার চেষ্টা করি( ওয়েবচ্যট / এসএমএস এ ) সেই ষ্টাইল এই সফটয়ার গুলো অনেক বেশী ফলো করে, যারা এভাবে লিখতে বেশি অভ্যস্ত , তাদের জন্য টুল গুলো অনেক কাজের হতে পারে।
আর এই টুল গুলো সবচেয়ে বেশী প্রয়োজন, ওয়েব ডেভেলপার দের,
কারন, নিজের সাইটে সয়ংসম্পুন্ন বাংলা লেখার ব্যবস্থা করার জন্য এই টুল গুলোর ইম্বেড সিস্টেম রয়েছে এবং এগুলো আসলেই অনেক সহজ। আর হ্যা বাংলার পাশাপাশি অন্য দেশের অনেক গুলো ভাষার জন্যো এই টুল গুলো আছে।
এবার আসুন টুল গুলো সম্পর্কে জানিঃ

১।মাইক্রোসফ্ট ইন্ডিক ল্যঙ্গুয়েজ ইনপুট টুল :
টেক জায়ান্ট মাইক্রোসফট এর এই টুল টি ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করে ব্যবহার করা যায়। ডাউনলোড লিঙ্ক

আবার আপনি চাইলে ইন্সটল করা ছাড়াও ব্রাউজার ভার্শন চালাতে পারেন, এক্ষেত্রে আপনি যেকোন ওয়েবসাইটে বাংলা লিখতে পারবেন। ব্রাউজার ভার্শনের লিঙ্ক

আর ওয়েব ডেভেলপাররা নিজেদের সাইটে এই টুল ইম্বেড করতে চাইলে এইখানে ক্লিক করেন। বাকী ইন্সট্রাকশন দেয়া আছে। দুটোর মধ্যে এইটা ইম্বেড করা বেশী সহজ।

গুগল ট্রান্সলিটারেশনঃ
এটা গুগলের টুল। আগে শুধু ওয়েব ভার্শন ছিল এখন ডেস্কটপ ভার্শন ডাউনলোড করা যায়। ডাউনলোড লিঙ্ক

আর ওয়েবসাইটে ইম্বেড করতে চাইলে একটু ঝামেলা আছে, এপিয়াই কি সংগ্রহ করতে হয়। তবে এটার অপশন তুলনামুলক ভাবে বেশি, তাই এই বিষয়ে এডভান্সড কিছু করতে চাইলে গুগলের টুল ব্যবহার করাই ভালো।

ইম্বেড করার সকল তথ্য পেতে এখানে ক্লিকান
কিভাবে বাংলা লিখবেনঃ
এই দুটি টুল একই ভাবে কাজ করে,ইন্সটন করার পর ষ্টার্ট মেনু বা ডেস্কটপে কোন আইকন পাবেন না। কারন এই টুল দুটো কোন ষ্ট্যান্ডেলোন প্রোগ্রাম না, বরং, আইএমই এই টুল দিয়ে বাংলা লিখতে ডিফল্ট শর্টকাটঃ বামের অল্টার+ শিফট(Left Alt+Shift) এই দুটি টুলের সাথে কোন ফন্ট দেয়া আছে কিনা সেটা সম্পর্কে আমি নিশ্চিত না। তাই চাইলে ওমিক্রনল্যব এর সাইট থেকে কিছু ফন্ট নামিয়ে নিতে পারেন।

শেষ কথা,
আমি পার্সোনালি অভ্র ব্যবহার করি, এই টুল দুটো ইন্সটল করা আছে কিন্তু খুব একটা ব্যবহার করা হয় না।তবে আমার সাইটে বাংলা লেখার জন্য মাইক্রোসফট এর টুল ইম্বেড করা আছে।
ব্লগের ভুল ত্রুটি ক্ষমা করবেন।

ভবিষ্যতে ওয়েবসাইটে বাংলা লেখার পদ্ধতি ইম্বেড করা নিয়ে একটা পোষ্ট দিব, যদি এই পোষ্ট আপনাদের ভাল লাগে।

Level 0

আমি এনাম আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এনাম আহমেদ, আদর্শ অলস বলতে যা যা লাগে সব ই আমার আছে। গত ৮ বছর যাবত কম্পিউটার এর সংস্পর্শে আছি। ভালো লাগে প্রোগ্রামিং করতে।বর্তমানে নর্থসাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Balo jinis dekalen

Level 2

bai amar profile picture set hoi na keno
plz help

ধন্যবাদ, ট্রান্সলিটারেশনের যে ডাউনলোড ভার্সন আছে – জনাতাম না। দেখব ট্রাই করে। "শাব্দিক" ট্রাই করেছেন? আমার কাছে একে অভ্র থেকেও সহজ ও ভার্সাটাইল মনে হয়। দেখুন আমার এই টিউনটি:

https://www.techtunes.io/bangla-computing/tune-id/32048/

    বাস্তব কথা হল, এই দুইটি সফটয়ার শাব্দিকের মতই সেম প্রযুক্তি ব্যবহার করে।আইইসিবিডি এর দাবী, এই পদ্ধতি তাদের আবিষ্কার। আমি কয়েকদিন শাব্দিক ব্যবহার করেছি, কিন্তু এটার সবচেয়ে বড় সমস্যা হল, এটার ইঞ্জিন ভালোনা। তারা যে প্রযুক্তির প্রয়োগ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছে তা ভুল। তাদের পুরো শব্দ আসে একটা একসেস ডাটাবেস থেকে, যা সফটওয়ারটাকে অনেক স্লো করে দেয়, সাথে পিসিকেও। আর সবচেয়ে বড় সমস্যা হল এটা মাইক্রোসফট জেট ডাটাবেস ইঞ্জিনের উপর এত লোড ফেলে, যে অন্য ডাটাবেজ এপ্লিকেশন কাজ করেনা। একটা পস সফটয়ার বানানোর সময় শাব্দিকের কারনে অনেক সময় নষ্ট হয়েছে, তবে সফটয়ারটা খারাপ না ।

    আপনার টিউনে মন্তব্য করাটা আমার ঠিক হয়নি….বাংলা কম্পিউটিংয়ে আপনি গুরু শ্রেনীর মানুষ। শাব্দিক, অভ্র, ট্রান্সলিটারেশন ইত্যাদির এত টেকনিক্যাল বিষয় আমার জানা ছিল না। স্যরি বস! 😉

    আরে ভাই, তা কেন হবে। আমি ভাবলাম আপনাকে জানিয়ে রাখি। আর অনেকেই এই ব্যপারে জানে। আমি আইইসিবিডি এর ডেভেলপারদের সাথেও এই বিষয়ে কথা বলেছিলাম।

ধন্যবাদ ভাল লাগলো ।

Level New

আমি গত একবছর ধরে বাংলা লেখার জন্য "মাইক্রোসফ্ট ইন্ডিক ল্যঙ্গুয়েজ ইনপুট টুল " ব্যবহার করছি।আমার কাছে দারুন লাগে।

    সামান্য কিছু লিমিটেশন আছে, তবে ওভারঅল খারাপ না

কাজের শেয়ার ধন্যবাদ আপনাকে।

গুগল ট্রান্সলইরেটর ভালোই।মাইক্রোসফট এর টার ব্যাপারে তেমন জানি না।

শেয়ার করার জন্য ধন্যবাদ।