কমেন্টে জবাব দিতে হবে ? সবচেয়ে ভাল প্লাগ ইন কোনটা ? সবাই একসাথেই বলবে ওয়ার্ডপ্রেস থ্রেড কমেন্ট। হুম, সেই থ্রেড কমেন্ট এখন বাংলায়। অবশ্যই আমি করেছি। এই প্লাগিনটা নিয়ে নিশ্চয়ই কারো কিছু জানার নেই?। কারন আমাদের প্রিয় ব্লগ টেকটিউনসেই হরদম ব্যাবহার হচ্ছে এটি। তাই দেরি না করে ডাউনলোড করে নিন এই প্লাগিনটি, অবশ্যই বাংলায় 😉 এখান থেকে ।
আমার কাজ বেশী ভাল লাগলে আমার ফেসবুক ফ্যান পেজেও লাইক দিতে পারেন।
আমি আবিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আবিল। সাইবার জগতে পা দিলাম মাত্র। বড় হয়ে আর কিছু না হতে পারি তবে কম্পিউটারের সাথে আমার যোগাযোগ থাকবেই। কম্পিউটার অপারেটর হই আর। বিল (নাকি আবিল ? ) গেটসের মতো আরেকটা মাইক্রোসফটের মালিক হই, আমার লক্ষ কিন্তু এখনই ঠিক হয়া গেছে।
খুব ভাল এবং সুন্দর একটি উদ্যেগ। চালিও যাও আবিল। 😀