Adobe Acrobat Reader তুলনামূলক বেশি জনপ্রিয় হলেও বর্তমানে Foxit কিন্তু কম যায় না। এর জনপ্রিয়তার মূল কারন হলো এটি কম মেমোরি স্পেস দখল করে আর স্পিডটাও অনেক বেশি। এরকম একটি পিডিএফ রিডার হলো Sumatra। যে বৈশিষ্ট সুমাত্রাকে অন্যান্য পিডিএফ রিডারগুলো থেকে পৃথক করেছে তা হলো এর বাংলা ইন্টারফেস।
ইনস্টল করার পর Language ট্যাব থেকে ভাষা বাংলায় পরিবর্তন করে নিতে হবে। তবে যারা অ্যাক্রোব্যাট রিডার -এ অভ্যস্ত তাদের একটু সমস্যা হতে পারে কারণ এর কীবোর্ড শর্টকাট অনেক কম। সুমাত্রা একটি ওপেন সোর্স সফটওয়্যার। এর সুবিধা হলো এটি খুবই কম মেমোরি স্পেস দখল করে। ইন্টারফেস অনেকটা সাদামাটা হলেও গতি অ্যাক্রোব্যাট রিডার -এর তুলনায় বেশি। আর ফিচারের দিক থেকে এটি খুবই সিম্পল। এর আরেকটি বিশেষ সুবিধার কথা না বললেই নয়, তা হলো এটি পাশাপাশি পোর্টেবল হিসেবেও ব্যবহার করা সম্ভব। অর্থাৎ পেন ড্রাইভে কপি করে অনায়াসে অন্য কম্পিউটারে চালানো যাবে। এটি ফ্রিওয়্যার এবং সাইজ মাত্র ১.১৯ মেগাবাইট। ডাউনলোড করুন।
আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই, আমার একটা পোর্টেবল দরকার ছিল।