এবার আপনাদের সামনে নিয়ে আসলাম ইমো যোগ করার প্লাগ ইন "মোনালিসা" প্লাগ ইন টা। এটি ওয়ার্ডপ্রেস এর ইমো ব্যাবস্থাপনার করার প্লাগ ইন। এটা বেশকিছু পরিচিত বাংলা ওয়েবসাইট এ আছে, কিন্তু আমার মনে নেই বিধায় নামগুলো দিতে পারলাম না। যাই হোক এটি ব্যাবহার করে আপনি ইমো বসাতে আপনার নিজের কোড ব্যাবহার করতে পারবেন। আবার নিজের বানানো ছবিকেও ইমো হিসেবে নির্বাচন করতে পারবেন। এনিমেটেড ইমো ব্যাবহার করতে পারবেন। প্লাগ ইন টি ডাউনলোড করুন এখান থেকে।
<a href="http://www.facebook.com/pages/Abil/126073814125146" target="_blank">আমার কাজ বেশী ভাল লাগলে আমার ফেসবুক ফ্যান পেজেও লাইক দিতে পারেন।</a>
আমি আবিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আবিল। সাইবার জগতে পা দিলাম মাত্র। বড় হয়ে আর কিছু না হতে পারি তবে কম্পিউটারের সাথে আমার যোগাযোগ থাকবেই। কম্পিউটার অপারেটর হই আর। বিল (নাকি আবিল ? ) গেটসের মতো আরেকটা মাইক্রোসফটের মালিক হই, আমার লক্ষ কিন্তু এখনই ঠিক হয়া গেছে।
আমার জানা দরকার টিটি যে ভাবে ক্যাটাগরি ইউজ করছে এটা কি ভাবে তৈরি করা হয় । জানা থাকলে প্লিজ বলবেন।