বাংলা ওয়ার্ডপ্রেস (পর্ব-২)

গত কাল টিউনটির প্রথম পর্ব দেওয়ার পর আজ টিউনটির দ্বিতীয় পর্ব দেওয়া। এবার অনুবাদ করলাম সাইডবার লগিন প্লাগ ইনটি। এ প্লাগ ইনটি দিয়ে আপনি আপনার ব্লগের ব্লগারদের ব্লগযাত্রা সহজ করতে পারবেন, কারন প্লাগ ইন টি সাইডবারের মাধ্যমে লগিন করতে সাহায্য করে। যেহেতু টেকটিউনসে প্লাগ ইনটি নেই সেহেতু আমরা কিছু স্ক্রীনশট দেখতে পারি।


প্লাগিনটির নতুন ভার্সন "4.75" এ যেসব আপডেট করা হয়েছে-

* প্লাগিনের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বাংলা করা হয়েছে অতএব আপনার ওয়ার্ডপ্রেস এর ল্যাঙ্গুয়েজ অন্য কোন ভাষা হলেও প্লাগিনটি বাংলা দেখা হবে।

* প্লাগিনটির ভার্সন "4.75" লিখা হয়েছে সেহেতু আপনাকে বারবার আপডেট করার নোটিফিকেশন দেখাবে না।

* যেহেতু প্লাগিনের জন্য স্ক্রীনশটের বিকল্প নেই, সেহেতু প্লাগিনটিতে বেশ কিছু স্ক্রীনশট দেওয়া হয়েছে।

* প্লাগিনটির বর্তমান ভার্সন "2.2.5" যা খুবই ভাল।

আপনারা প্লাগিনটি ডাউনলোড করতে পারেন এখান থেকে

আমার কাজ বেশী ভাল লাগলে আমার ফেসবুক ফ্যান পেজেও লাইক দিতে পারেন।

Level New

আমি আবিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আবিল। সাইবার জগতে পা দিলাম মাত্র। বড় হয়ে আর কিছু না হতে পারি তবে কম্পিউটারের সাথে আমার যোগাযোগ থাকবেই। কম্পিউটার অপারেটর হই আর। বিল (নাকি আবিল ? ) গেটসের মতো আরেকটা মাইক্রোসফটের মালিক হই, আমার লক্ষ কিন্তু এখনই ঠিক হয়া গেছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডোমেইন হোস্টিং আমি প্রোভাইড করতে পারবো। তবে সমস্যা হলো এমাসে হাতে টাকা নেই, তাই এমাসে ডোমেইন দিতে পারবো না। এমাসটা একটা সাবডোমেইন চলার ব্যবস্থা করে দিতে পারবো। সামনের মাসে নাহয় ডোমেইনের ব্যবস্থা করা যাবে। এভাবে যদি আপনার চলে তাহলে যোগাযোগ করতে পারেন। আমার মেইলঃ alamin(@)ibabar(.)com

    Level New

    তাহলে সামনের মাস থেকেই চলুক …

    হোস্টিং আমার কাছেই আচে। হোস্টিং এখনই দিতে পারবো কোন সমস্যা নেই। এখন সাইট দাড় করাতে পারেন। পরে ডোমেইন কেনা হলে ওটায় মুভ করে নিলেই হবে।

    Level New

    তাহলে, চলুন আপনার হোষ্টিং নিয়ে কাজ শুরু করে দি …

    তাহলে আমাকে গুগল টকে এড করুন। আমার আইডিঃ alamin(@)ibabar(.)com

    প্লাগিনের পাশে বাংলায় অনুবাদিত থিমের ব্যাবস্থা থাকলেও ভালো হয়। @বাবর ভাই

    Level New

    বাবর ভাই, আমার গুগুল টক নেই। ফেবু আইডি টা একটু কষ্ট করে দেন। আর হাবিব, আমরা অবশ্যই সবকিছু বাংলা করবো। থীম, প্লাগ ইন সবই

Level 0

অসংখ্য ধন্যবাদ । চালিয়ে যান ।

    Level New

    ইনশাল্লাহ, চালায় যাব …

হুমম বাবরের অফারটাতেই কাজ শুরু করে দিন। আমরাও উপকৃত হই।

ভাল হইছে ভাইয়া ।