বাংলাতে কতকিছুই না ভাল লাগে। ওয়ার্ডপ্রেস বাংলাটা মামুন সৃজন করে সবাইকে দেখিয়ে দিয়েছিল যে বাংলাতেও ওয়ার্ডপ্রেস করা যায়।কিন্তু বাংলা ওয়ার্ডপ্রেস এ ইংরেজী প্লাগ ইন গুলো বড়ই বেমানান। আর আমি এখন থেকে উদ্দ্যোগ নিয়েছি ওয়ার্ডপ্রেস এর প্রয়োজনীয় প্লাগ ইন গুলো বাংলায় অনুবাদ করার। এর প্রথম ধাপে আমি বাংলায় অনুবাদ করেছি Wp favorite posts প্লাগ ইনটি। আপনারা এই প্লাগ ইনটি ব্যাবহার করে টেকটিউনস এর মতো আপনার ব্লগের ব্লগারদেরও পোষ্টটি প্রিয়তে রাখার ব্যাবস্থা করতে পারবেন। প্লাগ ইনটি ডাউনলোড করুন এখান থেকে ।
আমি আবিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আবিল। সাইবার জগতে পা দিলাম মাত্র। বড় হয়ে আর কিছু না হতে পারি তবে কম্পিউটারের সাথে আমার যোগাযোগ থাকবেই। কম্পিউটার অপারেটর হই আর। বিল (নাকি আবিল ? ) গেটসের মতো আরেকটা মাইক্রোসফটের মালিক হই, আমার লক্ষ কিন্তু এখনই ঠিক হয়া গেছে।
ধন্যবাদ, টি টির মতো যদি ক্যাটাগরি কিভাবে তৈরি করার যায় বলতেন তাহলে আমার আর একটু উপকার হতো।