বাংলা ওয়ার্ডপ্রেস (পর্ব -১)

বাংলাতে কতকিছুই না ভাল লাগে। ওয়ার্ডপ্রেস বাংলাটা মামুন সৃজন করে সবাইকে দেখিয়ে দিয়েছিল যে বাংলাতেও ওয়ার্ডপ্রেস করা যায়।কিন্তু বাংলা ওয়ার্ডপ্রেস এ ইংরেজী প্লাগ ইন গুলো বড়ই বেমানান। আর আমি এখন থেকে উদ্দ্যোগ নিয়েছি ওয়ার্ডপ্রেস এর প্রয়োজনীয় প্লাগ ইন গুলো বাংলায় অনুবাদ করার। এর প্রথম ধাপে আমি বাংলায় অনুবাদ করেছি Wp favorite posts প্লাগ ইনটি। আপনারা এই প্লাগ ইনটি ব্যাবহার করে টেকটিউনস এর মতো আপনার ব্লগের ব্লগারদেরও পোষ্টটি প্রিয়তে রাখার ব্যাবস্থা করতে পারবেন। প্লাগ ইনটি ডাউনলোড করুন এখান থেকে

Level New

আমি আবিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আবিল। সাইবার জগতে পা দিলাম মাত্র। বড় হয়ে আর কিছু না হতে পারি তবে কম্পিউটারের সাথে আমার যোগাযোগ থাকবেই। কম্পিউটার অপারেটর হই আর। বিল (নাকি আবিল ? ) গেটসের মতো আরেকটা মাইক্রোসফটের মালিক হই, আমার লক্ষ কিন্তু এখনই ঠিক হয়া গেছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, টি টির মতো যদি ক্যাটাগরি কিভাবে তৈরি করার যায় বলতেন তাহলে আমার আর একটু উপকার হতো।

    Level New

    আমি চেষ্টা করে দেখি পারি কী না

    Level New

    টি টি র মতো ক্যাটাগরি করা খুব সহজ আপনি ড্যাশবোর্ডে গেলেই বিভাগ অপশন থেকে তা তৈরি করতে পারবেন।

খুবই সময় উপযোগি টিউন ।এখাঙ্কার দিনে এই ধরনের টিউন দরকার ।এই ধরনের টিঊন কে আমি মন প্রান থকে স্বাগত জানাই । আমারা এই আন্তরিক প্রচেষ্টায় আমারা আপনার পাশে থেকে সাহায্য করার চেষ্টা করব।

    Level New

    ধন্যবাদ, আমার সাথে থাকার জন্য …

ফ্রী হোস্টিং করতে পারেন।

    Level New

    আমার তো অন্তত ডোমেইনটা লাগবে।

    ডোমেইনটাও ফ্রী নিতে পারেন, co.cc বা dot.tk থেকে

    Level New

    .co.cc কিংবা .tk এর ডোমেইন ফ্রী এবং শুধুমাত্র ১ বছরের জন্য, এবং আমি কাজটা করার জন্য প্রিমিয়াম ডোমেইন আর হোষ্টিং চাচ্ছি। আপনাদের পরামর্শের জন্য ধন্যবাদ।

    তাহলে তুমি cz.cc তে ডোমেইন নিতে পারো।

    Level New

    নাহ, যে কোন ফ্রী ডোমেইন সার্ভিস ই ১-২ বছরের জন্য দেয়, তাই আমি সেগুলো নিতে চাচ্ছি না…

Level 0

Apni amar sate yahoo te jogagog koiren. Amar yahoo id [email protected]

    Level New

    ধন্যবাদ mhmasum ভাই।

ধন্যবাদ, জানিনা এই ব্যাপারে আগে কেউ টিউন করেছেন কি না, তবে এখানে সিস্টেমেটিক্যালি WordPress থিম ও প্লাগ-ইন অনুবাদ করবার বিষয়টি বলা হয়েছে। অনুবাদ করেও ফেলেছি একটা। আর আল-আমিন বাবর ভাইয়ের কাছ থেকে আমার খুব ভাল লাগা থিম মিষ্টিকএর অনুবাদ পেয়েছিলাম।

    মন্তব্য এডিট করতে পারছি না। আমার লিংক রেফারেন্স কোড গুলো একটু এডিট করে দিয়েন প্লিজ।

    Level New

    ভাইয়া আমি আপনাদের চেয়ে অনেক ছোট। আর অবশ্যই এর আগে আরো অনেক থীম বাংলায় অনুবাদ হয়েছে। আমি এবার প্লাগ ইন গুলোকে দেখছি। দোয়া করবেন…

    অদৃশ্য ভাই আপনি কই হারিয়ে গেলেন? অনেকদিন আপনার সাথে কথা হয় না। আছেন কেমন?

    হারিয়ে যাইনি বাবর ভাই, আমি আছি ভাল, কিন্তু খুব ব্যস্ত থাকি। আপনার কাছে কৃতজ্ঞ থাকব আজীবন, wordpress ব্লগ শিখানোর জন্য। এখন থিম বা প্লাগ-ইন অনুবাদ করাও শিখেছি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আপনি কেমন আছেন? অনেক শুভেচ্ছা রইল।

চালিয়ে যান ভাই, পাশে আছি।

    Level New

    পাশে থাকার জন্য ধন্যবাদ.

ধন্যবাদ আরো চাই।

ডোমেইন হোস্টিং আমি প্রোভাইড করতে পারবো। তবে সমস্যা হলো এমাসে হাতে টাকা নেই, তাই এমাসে ডোমেইন দিতে পারবো না। এমাসটা একটা সাবডোমেইন চলার ব্যবস্থা করে দিতে পারবো। সামনের মাসে নাহয় ডোমেইনের ব্যবস্থা করা যাবে। এভাবে যদি আপনার চলে তাহলে যোগাযোগ করতে পারেন। আমার মেইলঃ alamin(@)ibabar(.)com

    Level New

    ধন্যবাদ, বাবর ভাই

    Level New

    আপনাকে এড রিকোয়েষ্ট পাঠালাম… দেখেন

Level 0

অনেক ভাল লাগলো । চালিয়ে যান । ধন্যবাদ ।

    Level New

    ধন্যবাদ, ব্যাপারটা চলুক …

আমি তো কোনো পরিবর্‌তন দেখলাম সাইডবার লগিন প্লাগিনটা ব্যাবহার করে।

    Level New

    ভাইয়া, আমি বুঝলাম না আপনার কেন এটা হলো। সবাই প্লাগ ইন টি বাংলায় দেখছে। আবার ডাউনলোড করে দেখার চেষ্টা করুন।

আমি পোস্ট টাইটেলের নিচে টিটি’র মতো মোট কতোজন পোস্টটি প্রিয়তে নিয়েছেন তা দেখাতে চাই। (যেমন আপনার পোস্টটি ৩৩ জন প্রিয়তে নিয়েছেন) এর জন্য কি করতে হবে যদি দয়া করে বলতেন, আমি খুব সমস্যায় আছি এটা নিয়ে।

Level 0

plug in link ti kaj korche na.

Level 0

প্লাগ ইনটি ডাউনলোড লিঙ্ক টি কাজ করছে না

ভাই, প্লাগইনের ডাউনলোড লিংক কাজ করছে না। এমনকি ওয়েবসাইটও কাজ করে না। একটু চেক করে দেখবেন কি?

বাংলাতে প্লাগইন যখন নিবেন তাহলে থিম কেন নয়?
বাংলায় অনুবাদকৃত কয়েকটি ওয়ার্ডপ্রেস থিম