ল্যাপটপ বায়স পাসওয়ার্ড ভুলে গেছেন? তো এই টিউন টি আপনার জন্য

-পরম করুনাময় আল্লাহের নামে-

কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভাল আছেন। আজ অনেক দিন পর আপনাদের জন্য কিছু লিখা। ব্যস্ততার কারনে বেশ কিছু দিন TT তে কেবল মাত্র পাঠকের ভুমিকা পালন করে আশাকরি এ রকম একটা বিশাল টিউন প্লাটফর্মে শুধু শুধু যা ইচ্ছে লিখা উচিত নয়। আশা করি কেউ মাইন্ড করবেন না, কথা গুলো কাউকে উৎসর্গ করে বলছি না। কেবল মাত্র একটু ভাল কিছু চাচ্ছি TT থেকে। শুধু আমি না। আমার মত এমন অনেকেই আছেন যারা TT এর নিকট সব সময় ভাল কিছু প্রত্যাশা করে থাকে। আশাকরি বিষয় টা সকল টিউনারগণ মাথায় রাখবেন। শুধু মাত্র নিজের Rank এর দিকে তাকিয়ে টিউন দিয়ে ভরে ফেললেই একজন প্রফেশনাল টিউনার হওয়া যায় না। আমিও নিজেকে খুব বড় মাপের কেউ বলে মনে করছি না। তবে সকলের প্রতি আশা রইল কেবল মাত্র নিজস্ব স্বার্থে টিউন করবেন না। আশা করি সকলেই ব্যাপারটা বুঝতে পেরেছেন। যাই হউক লেকচার অনেক নিয়ে ফেললাম। পরে টাইটেলের সাথে কন্টেন্ট গুলিয়ে যাবে 🙂 এবার কাজের কথায় চলে আসি।

অনেক দিন ধরে ভাবছিলাম পাঠকদের ভিন্ন কিছু একটা গিফট করব। তাই আজকের এই টিউন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নিজের তৈরি করা অত্তান্ত সাধারণ একটি সফটওয়ার নিয়ে। সাধারণ হলেও এটা আমাদের অনেকরই কাজে লাগবে। এই সফটওয়্যার টির মাধ্যমে বর্তমান মার্কেটে রানিং ল্যাপটপ গুলোর প্রায় ৯০% ল্যাপটপ এর বায়স পাসওয়ার্ড রিকভারি বা পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন। যদিও এ ব্যাপারে অনলাইন এর বিভিন্ন Tools রয়েছে। কিন্তু বেশির ভাগ Working Tool গুলো ব্যবহার করতে ডলার পেইড করতে হয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম বায়স পাসওয়ার্ড রিকভারী এর জন্য অফলাইন এবং পোর্টেবল একটি Software : Bios Password Unlocker By Tuner Himu

Download পরে করলেও চলবে প্রথমে চলুন দেখে নিচ্ছি - সফটওয়ার টির কার্যকারিতা

  • বর্তমান সব ল্যাপটপ এর প্রায় ৯০% ল্যাপটপ এর বায়স পাসওয়ার্ড এটার মাধ্যমে আনলক করতে সক্ষম।
  • লোকাল কোন মাদারবোর্ডে এটা ঠিক কাজ করবে না, তবে ব্রান্ড পিসির প্রায় ৮০% এর বায়স এটা দিয়ে আনলক করতে পারবেন।
  • সফটওয়্যার টি খুব ছোট তাই ডাটা খরচের চিন্তা টা না করলেও চলবে।
  • এটা অফলাইন বেস সফটওয়্যার।
  • এবং খুব সহযেই এটা ব্যবহার করতে পারবেন।
  • আমরা সফটওয়্যার টির পিসি/ল্যাপটপ ও মোবাইল ভার্সন তৈরি করেছি।
  • কাজেই খুব সহযেই এটা আপনাদের জন্য ব্যবহার উপযোগী হবে।
  • এই সফটওয়্যার টি বিনামূল্যে আপনাদের জন্যই তৈরি করেছি।

Password : th

 

 

 

কিভাবে কাজ করবেন (How Dos it Work)

  • প্রথমে আপনার ল্যাপটপ / পিসি এর বায়স এ প্রবেশের চেষ্টা করুন।
  • যখন পাসওয়ার্ড চাইবে বার বার যে কোন Password দিয়ে Access করতে চেষ্টা করুন।
  • বার বার ভুল পাসওয়ার্ড দেবার ফলে system disable একটি ম্যাসেজ পাবেন এবং একটি কোড দেখাবে-

  • এবার Bios Unlocker Software টি ওপেন করুন।
  • একটি বক্স দেখতে পাবেন –
  • সেখানে আপনার ল্যাপটপ / পিসি এর Error code টি দিয়ে Get Password এ ক্লিক করুন। যেমনঃ 02559
  • অথবা, আপনার ল্যাপটপ এর সিরিয়াল নাম্বার দিয়েও Bios Master password ভের করতে পারবেন
  • নিচে আপনার সামনে বেশ কিছু ল্যাপটপ এর মডেল এবং ডান পাশে Code Show করবে।
  • এটাই হচ্ছে আপনার ল্যাপটপের মাস্টারে পাসওয়ার্ড।
  • এবার কিছুক্ষণ পর আবার মাস্টার পাসওয়ার্ডের মাধ্যমে ল্যাপটপ / পিসি এর বায়স এ প্রবেশের চেষ্টা করুন।
  • আশা করি সকলেই বুঝতে পেরেছেন।
  • এই সফটওয়্যার টি মূলত কম্পিউটার এর ব্যাপারে এক্সপার্টদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
  • তবে সাধারণ ইউজারগণ কোন সমস্যায় পরলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

অথবা, নিচের ইমেজ টি দেখতে পারেন -

চাইলে এটার ভিডিও রিভিও দেখে নিতে পারেন -

https://www.youtube.com/embed/h9bWgxMzcT8

আশা করি অনেকের কাজে লাগবে। যদি সম্পূর্ণ টিউন টি করে এক জনেরও উপকার হয় তাহলেই আমার পরিশ্রম টি সার্থক। যদি Download করতে অথবা কাজ করতে কোন সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে (টিউনার হিমু) জানাবেন। এবং টিউমেন্ট জানাবেন। সকলের দোয়া ও শুভকামনা করে আমি Tuner Himu আজকের মত বিদায় জানাচ্ছি।

বিঃদ্রঃ এই টিউন টি এর আগে আমি কেবল মাত্র আমার পার্সোনাল ব্লগ এ প্রকাশিত হয়েছে। এই টিউনটি কপি করে নিজের নামে চালানো সম্পূর্ণ নিষেধ!

Level 2

আমি হিম্মত আলী হিমু। CEO, MSNCLOUD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Web Designer And Developer . Computer System Engineer @ SARK Computer & Solution Center (2011-2016). iT engineer - UK Computer & Service Center (2016-2017). Owner Of www.msncloud.net Computer specialist - RAFA Mobile and Computer (2020-2021)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস