ভারত সরকারও তাদের কাজে ব্যবহার করলো অভ্র কীবোর্ড কে।

ভারত সরকার তাদের কাজে ব্যবহার করলো অভ্র কীবোর্ড কে।

ভারত সরকার তাদের আধার প্রকল্পে ব্যবহার করলো অভ্র কীবোর্ড।বাংলাদেশ নির্বাচন কমিশনের পর ভারত সরকার ও তাদের কাজে ব্যবহার করলো অভ্র কে।

 ভারত সরকার তাদের আধার প্রকল্পে ব্যবহার করলো অভ্র কীবোর্ড।বাংলাদেশ নির্বাচন কমিশনের পর ভারত সরকার ও তাদের কাজে ব্যবহার করলো অভ্র কে।ভারত সরকার গোটা দেশ জুড়ে ২০০৯ সালে নাগরিকের জন্য ইউআইডিএআই প্রকল্প ঘোষনা করে।ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে আধার প্রকল্প।এই প্রকল্পের অধীনে দেশের সব নাগরিকের বায়োমেট্রিক পরিচিতি পত্র তৈরী করা হচ্ছে।এতে প্রত্যেক নাগরিকের চোখের মণির,আঙুলের ছাপ সহ বিভিন্ন তথ্য কেন্দ্রীয় সার্ভারে লোড করা থাকবে এবং প্রত্যেকের জন্য থাকবে একটি বিশেষ পরিচিতি সংখ্যা।

ভারত সরকার তাদের এই কাজে অভ্রর ডিফল্ট ফন্ট Virinda কে ব্যবহার করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার এক সময় বিজয় কীবোর্ড কে শ্রেষ্ঠ কমদামি সফটওয়্যার এর পুরষ্কার দিয়েছিল।

তাহলে কী সরকারি কাজেও কি বিজয়ের দিন শেষ??

আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেবু আইডি

Level 0

আমি রং নম্বর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অভ্র’র জন্য শুভ কামনা। ভালো জিনিষ এগিয়ে যাবেই।

হুম।ঠিক বলেছেন ভাইয়া।অভ্র ই বেস্ট।

ভালো জিনিস সব সময় সবাই গ্রহন করবে।শুধু ভারত কেন একদিন সারা বিশ্বে অভ্র ব্যাবহার হবে।

আমি ansi মোডে পশ্চিম কেন লিখতে পারছিনা বলতে পারেন ?

আপনি কোথায় লিখলে সমস্যা হচ্ছে তা বলেননি।যদি আপনি চোরাই windows 7 or 8 এ microsoft office 2003 ব্যবহার করেন তাহলে চোরাই উইন্ডোজ এ অনেক ফাইল গন্ডগোল থাকার কারনে বাংলা লিখতে অসুবিধা হয় আমি যেমন ২০০৩ এ ‘রেফ’ লিখতে পারি না কিন্তু ২০০৭ এ পারি।আপনি poshcim লিখুন দেখেন হয় কিনা!

Level 2

বিজয় বাঁশ খেয়েছে তখনই যখন অভ্রকে আদালতে দাঁড় করিয়ে নিজেকে শ্রেষ্ট করার চেষ্টা করেছিল ।

As far as I know, Avro র default font এর নাম SiyamRupali তাহলে আর Vrinda হচ্ছে Microsoft থেকে প্রভাইড করা একটা ফন্ট।