Avro.im, ওমিক্রনল্যাব এর সর্বশেষ প্রকাশিত প্রজেক্ট। এখানে im মানে “ইনপুট মেথড” বা “লেখন পদ্ধতি”। এটিই অভ্র’র প্রথম ব্রাউজার ভিত্তিক অ্যাপ। এটি সম্পূর্ন জাভাস্ক্রিপ্ট এ লেখা তাই এটি সরাসরি ব্রাউজারে সাপোর্ট যোগ্য।
এটি মূলত একটি writing pad. এখানে আপনি কোন বিশেষ সফটওয়্যার (Bijoy, Avro বা অন্য যেকোন) ছাড়াই সরাসরি ইউনিকোডে বাংলা ও ইংরেজী লিখতে পারবেন। তারপর এখান থেকে কপি করে নিয়ে আপনার প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন। এটি মুলত একই সাথে অনলাইন ও অফলাইন অ্যাপ। একবার লোড হবার জন্য আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। একবার ব্রাউজারে লোড হয়ে গেলে ব্রাউজার আন-ইন্সটল করার আগ পর্যন্ত আপনি কোন রকম ইন্টারনেট কানেশন ছাড়াই সম্পূর্ন অফলাইনে Avro.im এ ওই ব্রাউজার থেকে instantly ঢুকতে ও স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন।
Avro.im এর পেইজটি এরকম।
এবার দেখে নেয়া যাক Avro.im এর বৈশিষ্ট ও সুবিধা সমূহ।
Omicronlab তাদের একটি ব্লগটিউনে এ সম্পর্কে বিস্তারিত লিখেছে।
তাদের অফিসিয়াল টিউন টি পাবেন এখানেঃ-
http://www.omicronlab.com/blog/announcement/avro-im-released/
সবাইকে ধন্যবাদ।
আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
থাঙ্ক উ ।