Avro.im, ব্রাউজারে অনলাইন কিংবা অফলাইনে Unicode Writing Pad

Avro.im, ওমিক্রনল্যাব এর সর্বশেষ প্রকাশিত প্রজেক্ট। এখানে im মানে “ইনপুট মেথড” বা “লেখন পদ্ধতি”। এটিই অভ্র’র প্রথম ব্রাউজার ভিত্তিক অ্যাপ। এটি সম্পূর্ন জাভাস্ক্রিপ্ট এ লেখা তাই এটি সরাসরি ব্রাউজারে সাপোর্ট যোগ্য।

এটি মূলত একটি writing pad. এখানে আপনি কোন বিশেষ সফটওয়্যার (Bijoy, Avro বা অন্য যেকোন) ছাড়াই সরাসরি ইউনিকোডে বাংলা ও ইংরেজী লিখতে পারবেন। তারপর এখান থেকে কপি করে নিয়ে আপনার প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন। এটি মুলত একই সাথে অনলাইন ও অফলাইন অ্যাপ। একবার লোড হবার জন্য আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। একবার ব্রাউজারে লোড হয়ে গেলে ব্রাউজার আন-ইন্সটল করার আগ পর্যন্ত আপনি কোন রকম ইন্টারনেট কানেশন ছাড়াই সম্পূর্ন অফলাইনে Avro.im এ ওই ব্রাউজার থেকে instantly ঢুকতে ও স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন।

Avro.im এর পেইজটি এরকম।

  • এখানে বা দিকের “write here” অংশে আপনি আপনার লেখা লেখবেন।
  • বাংলা ও ইংরেজী টাইপিং এ Toggle করার জন্য ডানে উপরে দেয়া স্লাইড বাটনে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড সর্টকাট হিসাবে ব্যবহার করতে পারেন “Ctrl + .”
  • Draft 1, Draft 2 ……. Draft 5 পর্যন্ত পাচটি আলাদা খসড়া পেইজ আপনি পাচ্ছেন লেখার জন্য। ভিন্ন ভিন্ন লেখার জন্য প্রয়োজনে আপনি এগুলো ব্যবহার করতে পারেন।

এবার দেখে নেয়া যাক Avro.im এর বৈশিষ্ট ও সুবিধা সমূহ।

  • এটি পোর্টেবলের চেয়েও পোর্টেবল। একবার অনলাইনে লোড হবার পর অনলাইন কিংবা অফলাইনে এটি ইন্সট্যান্ট কাজ করে।
  • এটিতে একসাথে বাংলা ও ইংরেজী ইউনিকোডে এবং বাংলা ফোনেটিক পদ্ধতিতে লেখা যায়।
  • এতে ব্যবহারকারীর প্রাইভেসি সংরক্ষন করা হয়েছে। Avro.im এর সব কাজ User PC তেই থাকে। এতে অন্য কেউ এমনকি ওমিক্রনল্যাব কর্তৃপক্ষও ইউজার কি লিখছে তা মনিটর করবে না। যে পাচটি Draft সংরক্ষন করা হবে তাও থেকে যাবে User PC তেই।
  • এটি avro সফটওয়্যার এর মতই ওপেন সোর্স।

Omicronlab তাদের একটি ব্লগটিউনে এ সম্পর্কে বিস্তারিত লিখেছে।
তাদের অফিসিয়াল টিউন টি পাবেন এখানেঃ-
http://www.omicronlab.com/blog/announcement/avro-im-released/

সবাইকে ধন্যবাদ।

 

Level 0

আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থাঙ্ক উ ।

স্টিফেন হকিং এর “কালের সংক্ষিপ্ত ইতিহাস” – বঙ্গানুবাদঃ শত্রুজিৎ দাসগুপ্ত (5.89 MB) এটার ডাউনলোড লিংক কাজ করছে না।

    @মাহমুদ কলি।:
    মিডিয়াফায়ার লিংক ডেড হবার পর ড্রপবক্স এ আরো আগেই আপলোড করে দিয়েছি।
    এখন ঠিক আছে। এখনো যদি সমস্যা হয় তবে জানান।
    ধন্যবাদ।

ধন্যবাদ ভাই !