নতুন বাংলা টিউটোরিয়াল সাইট – ইমাজিনেটিভ ওয়ার্ল্ড কোড এখন সবার জন্য উন্মুক্ত!

ইমাজিনেটিভ ওয়ার্ল্ড এর নতুন প্রোজেক্ট "ইমাজিনেটিভ ওয়ার্ল্ড কোড" সবার জন্য উন্মুক্ত করা হয়েছে! এ সাইট নিয়েই কিছু তথ্য এখানে শেয়ার করছি আজ..

Imaginative World Code

Imaginative World Code

বিনামূল্য সফট এবং ওপেন-সোর্স সফট এর পর এবার ইমাজিনেটিভ ওয়ার্ল্ডের নতুন উদ্যোগ হল "ইমাজিনেটিভ ওয়ার্ল্ড কোড"!

এটি হচ্ছে বাংলা ভাষায় বিভিন্ন কম্পিউটার কোডের নির্দেশিকা এবং সন্ধানপুস্তক ওয়েবসাইট।

HTML এবং CSS এর টিউটোরিয়াল তৈরি করা শেষ। আপনারা জানেন HTML, CSS এর জন্য সবাই w3schools.com কে প্রাধান্য দেয়, তাই এই দুটি টিউটোরিয়াল এ সাইটের উপর ভিত্তি করেই বানানো..

এখন C এবং Python এর নির্দেশিকার কাজ চলছে। সাপ্তাহিক ভাবে অংশে অংশে নির্দেশিকা গুলো অনলাইনে দেয়া হবে। কোডিং এ সমস্যায় পড়লে মুক্ত আলোচনার জন্য চালু করা হয়েছে কমিউনিটি ফোরাম

বাংলায় নির্দেশিকার আবারো নতুন সাইট! কেন?

ইন্টারনেটে বর্তমানে অনেক বাংলা নির্দেশিকার ওয়েব সাইট রয়েছে। আমরা সবসময় ব্যতিক্রম কিছুই করার চেষ্টা করি। আমাদের টিউটোরিয়ালও অন্য বাংলা টিউটোরিয়াল থেকে আলাদা। শুধু অন্য বাংলা টিউটোরিয়াল নয়, জনপ্রিয় বিদেশী টিউটোরিয়াল সাইট থেকেও উন্নত এবং অবশ্যই অদ্বিতীয় কনটেন্ট।

ছোট একটি উদাহরণঃ

জনপ্রিয় w3schools.com এ CSS syntax বুঝাতে নিচের ছবিটি ব্যবহার করা হয়েছেঃ

আমাদের সাইটে একই নির্দেশিকায় ব্যবহার করা হয়েছে নিচের ছবিটিঃ

এটি নির্দেশিকার প্রয়োজনে তৈরি করা হয়েছে, কোথাও থেকে কপি-পেস্ট/চুরি করা হয়নি। তো আপনিই বলুন ছবি দুটির ভেতর কোনটি সর্বোৎকৃষ্ট?

যে দুটি টিটোরিয়াল ইতিমধ্যে তৈরি করা আছে সেগুলো দেখে আসুন, তাহলেই ধারনা এমনি হয়ে যাবে টিউটোরিয়ালের মান সম্পর্কে.. আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই জানাবেন আমাদের.. 🙂

নির্দেশিকার হালনাগাদ কিভাবে জানবেন?

নতুন নির্দেশিকা যুক্ত হলে বা নির্দেশিকার অংশ যুক্ত, পরিবর্তন, পরিবর্ধন করা হলে আমাদের ফেসবুক পাতায় জানানো হবে। আরো নতুন নির্দেশিকার কাজ শুরু করা হলে আমাদের এই ব্লগে পোষ্ট দিয়েই জানানো হবে।

তো আমাদের সাথে শেখা শুরু করুণ..

কোড সাইট লিঙ্কঃ code.imaginativeworld.org
কমিউনিটি ফোরাম লিঙ্কঃ community . imaginativeworld.org

কোড সাইটটি চাইলে মোবাইল থেকেও দেখা যাবে। তবে অবশ্যই কম্পিউটার এবং মোবাইলে আপডেটেড ব্রাউজার ব্যবহার করবেন, না হয় (হয়ত) উল্টা-পাল্টা দেখবেন!

ভাল লাগলে শেয়ার করে অন্যকে জানার এবং শেখার সুযোগ করে দিন..

আর ভালো না লাগলে না লাগার কারণ মন্তব্যে লিখুন..

শিখতে থাকুন.. ভালো থাকুন..

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল উদ্দোগ

Level 0

khuboi valo uddeg

vai parle java er full bangla tutorial er site den.khub upokrito habo.

    @রাসেল(পটুয়াখালী): পর্যায়ক্রমে দেয়া হবে..
    In the mean time টেকটিউনসে জানা মতে জাভার টিউটোরিয়াল আছে.. অনুসন্ধান করে দেখুন.. 🙂

Level 0

Bandwidth Limit Exceeded…. kader kas theke hosting nisilen…???

    @tushar0003: ওয়েবসাইট আপ এখন.. ওইটা একটা ইন্টারনাল সমস্যা ছিল!