মেহেদী ভাইয়ের কাছে আমাদের আবদার অভ্র’র সাথে বাংলা ও.সি.আর যোগ করা হোক।

সবাইকে শুভেচ্ছা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি একটা ছোট আবদার নিয়ে এসেছি মেহেদী ভাইয়ের কাছে, আশাকরি আপনারাও আমার সাথে যোগ দিবেন।

কম্পিউটারে বাংলা লেখা আমার দ্বারা হত সন্দেহ ছিল, যদি না অভ্র থাকত। বিজয়ের উপরে আমার কোন দিন আগ্রহ ছিল না। কম্পিউটারে লেখালেখি করা তেমন একটা হত না, তাও যদি বিজয় কিবোর্ড মুখস্থ করে বাংলা লেখা লাগত সে বাংলা আমার লেখা হত না। যা-ই হোক এবার কাজের কথায় আসি।


সবার আগে আমি মেহেদী ভাইকে জানাই আমারা অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান ও শ্রদ্ধা। তিনি অভ্র তৈরি করে আমাদের বাংলা লেখার সুযোগ করে দিয়েছেন এতে আমরা তাঁর কাছে চির-কৃতজ্ঞ।

ভাষা হোক উন্মুক্ত

যে ভাষার জন্য আমরা রক্ত ঝরিয়েছি সেই ভাষায় লিখতে কেন আমাকে একটা কী-বোর্ড কিনে ব্যাবহার করতে হবে? এর পরের ঘটনা আপনারা আমার থেকে ভাল জানেন....................................... তাই বললাম না।

মেহেদী ভাই আমাদের জন্য যে কাজটি করেছেন তার জন্য তাঁকে রাষ্ট্রীয়-ভাবে সম্মানিত করা হোক, এটা হয়তো আমার একার কথা না...........নতুন প্রজন্মের সকল অভিযাত্রীর।

কিছুদিন আগে অভ্র’র লেটেস্ট ভার্শন ৫.৫ বের হয়েছে। আর অভ্রের সাথে আগেই অভ্র স্পেল চেকার যোগ করা হয়েছে। এখন আরও শক্তিশালী বাংলা কী-বোর্ড অভ্র।

এখন কথা হল বাংলা ভাষার যাবতীয় সকল কাজ অভ্রের সহায়তায় করতে পারছি, সে জন্য আমাদের এখন আর কোন কাগু-দের ধার ধারতে হয় না।

এবার বাংলায় আর একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হল বাংলা ও.সি.আর।

এই কাজটাও করার জন্য আমরা অভ্রই ব্যাবহার করতে চাই। আর এটাই আমাদের আবদার মেহেদী ভাইয়ের কাছে। আশা করি আমরা কিছু চাইলে, তিনি আমাদের জন্য অবশ্যই করবে।

তাই আমাদের আবদার অভ্রের সাথে বাংলা ও.সি.আর চাই।


আসলে কথাগুলো আমি সেভাবে গুছিয়ে বলতে পারিনি, আপনারা যদি মনে করেন আরও ভাল করে লেখা দরকার, তাহলে এই জিনিসটা নিয়ে টপ-টিউনারদের মধ্যে কেউ একজন গুছিয়ে লিখে আর একটা টিউন করবেন এবং মেহেদী ভাইয়ের কাছে পৌঁছে দিবেন।

Level 0

আমি সুমন রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks.
একমত।
একই সাথে sutuny font যেন সাপোর্ট করে তার ব্যাবস্থা হওয়া চাই।

    @shohidullah: সুতন্নি সাপোর্ট করা লাগবে কিসে! কালপুরুষ, সোলেইমান লিপি, চারু-চন্দন, সিয়াম রুপালি ইত্যাদি সুন্দর সুন্দর ফন্ট আছে ইউনিকোডে, যা কিনা সুতন্নির থেকে সুন্দর। তাছাড়া আনসি ফন্ট তো সাপোর্ট করেই। সিটিং আনসি মুড করে নিবেন, কালপুর আনসি আছে, চাইলে সুতন্নি ও ব্যাবহার করতে পারবেন সেটা ইউনিকোডে ও আনসিতে।

    @shohidullah: সহমত

oc mane ki? operating system?

    অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (সাধারণত ওসিআর নামে ডাকা হয়) হাতে লেখা বা টাইপরাইটারে টাইপকৃত লেখার ছবিকে (সাধারণত স্ক্যানার দিয়ে স্ক্যান করা) কম্পিউটারে সম্পাদনাযোগ্য লেখায় অনূদিত করার যান্ত্রিক বা ইলেকট্রনিক পদ্ধতিকে বুঝায়। কম্পিউটার বিজ্ঞানের যে শাখাগুলো ওসিআর’র সাথে সম্পর্কিত সেগুলো হচ্ছে: প্যাটার্ন রিকগনিশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যান্ত্রিক দর্শন (মেশিন ভিশন)।

    Level 2

    @ইফতেখার:
    একটু ধারনা জন্য নিচের লিংকটি দেখতে পারেন।
    http://kamrulcox.blogspot.com/2014/01/convert-image-to-text.html

Level 2

OCR দিয়া কি করবেন? বাংলা OCR থাকলেও ওইটা ফ্রী না। omicronlab এর ফোরামে এই দাবি করেন।

sutonny font টা অভ্রর সংগে যুক্ত হলে আমাদের আগের প্রজন্ম দ্রুত অভ্রতে সংযুক্ত হতে পারবে। যেমন আমার প্রিয় ফন্ট কালপুরুষ এবং আব্বুর সুতনি। আমরা কেউ কারোটা মেনে নিতে রাজি না। তাই যদি কোন আইনি ঝামেলা না থাকে তবে অভ্রর উচিত সুতনি ফন্টটাও রাখা।

    Level 2

    @এফ রহমান: @এফ রহমান:

    ভাই অভ্র 5.1 ভার্সনে Unijoy Layout টি কেন বাদ দেয়া হয়েছে একবার খোঁজ নিন। বিস্তারিত বুঝে যাবেন। আমাদের দেশে অনেক জ্ঞানী গুণী লোক আছে যাদের মান ইজ্জত রক্ষা করা জরুরী। তাই আপনার দাবীটি অনেকেই করে থাকলেও তা বাস্তবায়িত করা কঠিন হবে আর কি।

বাংলা OCR তৈরীর জন্য নানা প্রতিষ্ঠান কাজ করেছে, তবে বাজেট ও অর্থায়নের অভাবে কেউই সাফল্যের পুরোটা পায়নি। OCR জিনিষটা এমনিতেই জটিল এর সাথে বাংলা হল Complex Script বা জটিললিপি (প্যাচানো প্যাচানো বর্ণমালা)। বর্ণের এই বিন্যাসের জন্য কার্যকরী OCR নিমার্ণের জন্য প্রচুর পরিশ্রম প্রয়োজন। Omni Soft সহ অন্যন্য প্রফেমনাল OCR নির্মার্তা প্রতিষ্ঠানগুলোর পক্ষে এধরণের OCR বানানোর কারিগরী দক্ষতা থাকলেও বাংলাদেশে বাজার না থাকায় তারা বানাতে আগ্রহী নয়। আমার ব্যক্তিগত ধারণা বাংলা OCR প্রকল্পে অন্তত কয়েক কোটি টাকার খরচা হতে পারে। সরকার এই প্রকল্পে সহায়তা দিলেই কার্যকরী OCR নিমার্ণ সম্ভব বলে মনে করি।

    Level 2

    অভ্র বাংলা ভাষার জন্য একটি সম্পদে পরিণত হয়েছে। তাই এতে সংশ্লিষ্ট সবাইকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা আর ভালবাসা জানাই। জাতীয় পরিচয় পত্র তৈরিতে অভ্র এর অবদান বাঙ্গালী কোনদিন ভুলতে পারবে না।

      @Kamrul Cox:
      ভাই খাঁটি কথা বলেছেন, সরকার এখানে সেখানে অর্থ ব্যয় করছে, এখানে কিছু করুক। একটা উন্মুক্ত কী-বোর্ডের জন্য ৫-১০ কোটি টাকা সরকারের পক্ষ থেকে দেয়া কোন বিষয়ই না।

    @নেট মাস্টার:
    সেই জন্যই বলছিলাম আমরা দাবী করলে, সরকারের কাছ থেকে অনুদান আসতে পারে। অভ্রের জন্য সরকারী তহবিল থেকে অনুদান দেয়া হোক।

Level 0

জাতীয় পরিচয় পত্র তৈরিতে অভ্র এর অবদান বাঙ্গালী কোনদিন ভুলতে পারবে না। Bangla OCR dite hobe.

    @Hasantt9:
    আপনার কৃতজ্ঞবোধ আমাদের অনুপ্রাণিত করবে, শুধু কৃতজ্ঞতা নয়, অভ্রের জন্য আমদের লড়তে হবে, সরকারের কাছে দাবী তুলি অভ্রের জন্য সরকারী তহবিল হোক।

বাংলা OCR আমি বানিয়েছি – OporajeyoBangla Express গুগল করে দেখতে পারেন অথবা টিউন ও আছে দেখতে পারেন

বাংলা অন স্ক্রিন কিবোর্ড -https://www.techtunes.io/bangla-computing/tune-id/434313