ব্লগিং করার সময় সাতটি ভুল যেগুলো আপনার ব্লগিংকে ব্যর্থ করতে পারে

প্রত্যকেই তার সাইটে বেশি বশি ভিজিটর চাই।আর এই ভিজিটরই একজন ব্লগারের অনুপ্রেরণা যত বেশি ভিজিটর হবে একজন ব্লগার তত বেশি অনুপ্রেরণা পাবে,উৎসাহ পাবে।কিন্তু একটা ব্লগকে পরিচিত করা আসলে অনেক কঠিন তার পর যদি ভুল করা হয় তাহলে তো ভুলের মাসুল তুলতেই অনেকটা পথ পাড়ি দিতে হবে।

আজ আমি আপনাদের বলব যে সকল ভুল করা হয় একটা ব্লগ করতে।

মার্কেটিং দক্ষতা না থাকাঃ

আপনি আপনার সাইটকে পরিচিত করবেন কিন্তু আপনার মার্কেটিং সম্পর্কে কোন ধারনা নেই তাহলে হবে না।মার্কেটিং টা একটা বড় ফ্যাক্টর এর মাধ্যমে আপনি আপনার সাইটে বেশি ভিজিটর পেতে পারেন বা পণ্যদ্রব্য বিক্রি করতে পারেন।আর এই ভুলের কারনে অনেক সাইট প্রতিদিন মার খেয়ে যাচ্ছে।তাই অবশ্যই মার্কেটিং সম্পর্কে ধারনা রাখতে হবে এবং এটা কাজে লাগাতে হবে।

এলোমেলো লেখাঃ

আপনাকে ভাবতে হবে একজন ভিজিটর কেন আপনার সাইটে আসবে তার কি প্রয়োজন এখানে,সে কি লাভ পাবে এখান থেকে।যখন কোন ভিজিটর আপনার সাইটে আসবে এসে আপনার সাইটটি যদি ভালো না লাগে তাহলে সে আর কোনদিন আপনার সাইটে আসবে না।আপনার সাইটের লেখাকে যদি তার কাজে না লাগে তাহলে সে কেন আসবে।আপনার সাইটের লেখা হতে হবে সাবলীল, গুছিয়ে লেখতে হবে এলোমেলো ভাবে কখনো লিখবেন না।লেখাটা অবশ্যই ভিজিটরের কাজের জিনিস হতে হবে।

অশ্লীল কিছু নিয়ে ব্লগ করাঃ

অনেকেই আছেন যারা মনে করেন বাজে কিছু নিয়ে সাইট করলে অনেক ভিজিটর পাওয়া যায়।হ্যা আসলে বেশি ভিজিটর পাওয়া যায় কিন্তু সেটা সবসময় না এবং সেটা থেকে ভালো কিছু করা না।এবং কয়েকদিন আগে গুগল এবং বিং সার্চ ইঞ্জিন তাদের সার্চ ইঞ্জিন থেকে বেশ অনেক সাইটকে ব্লগ করে দিয়েছে।এবং দিন দিন এর পরিমান ও বাড়বে প্রায় প্রতিটা সার্চ ইঞ্জিনই তাদের এগুলো ব্লগ করে দেবে।তাই বাজে জিনিস বাদ দিয়ে ভালো কিছু নিয়ে সাইট তৈরি করার চেষ্টা করবেন।

কিওয়ার্ড ব্যবহার না করাঃ

কিওয়ার্ড ব্যবহার না করা অনেক বড় একটি ভুল।এর ফলে আপনার সাইট সবাই খুজে পাবে না।তাই অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করবেন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করাঃ

এটি একটি বড় ফ্যাক্টর এর মাধ্যমে অনেক ভিজিটর পাওয়া যায় এতে কোন সন্দেহ নাই। আপনার সাইটকে যদি SEO না করেন তাহলে অবশ্যই আপনার সাইটটি ভালো রাঙ্কিং পাবে না এবং বেশি ভিজিটর পাবেন না।তাই কখনো এই ভুল করবেন না।

প্রতিযোগিতাঃ

আপনি সাইট চালান অথচ জানেন না কোন সাইট আপনার সাইটের আগে আছে কোন সাইট পিছে আছে।তাহলে আপনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না।সবসময় খোজ রাখতে হবে তারা কি করছে এবং সে অনুযয়ী ব্যবস্হা নিতে হবে এবং তাদের থেকে আপনি কোন আইডিয়া পেতে পারেন।

নিয়মিত সোস্যাল মার্কেটিং না করাঃ

সোস্যাল মিডিয়াতে মানুষ নিয়মিত আসা যাওয়া করে সেখানে আপনি যত প্রচারনা চালাবেন আপনার সাইট তত পপুলার হবে।নিয়মিত ভাবে ফেসবুক, টুইটার এবং অন্যান্য সামাজিক সাইটে জোর প্রচারনা চালাতে হবে আর যদি ব্যর্থ হোন তাহলে সেটা আপনার ব্যর্থতা।

সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে আমার সাইট থেকে একটু ঘুরে আসলে খুশি হবো।

Level 2

আমি তারিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস