কম্পিউটার ব্যবহার করুন সহজে, নিজের মাতৃভাষা বাংলায় …

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা অনেকটা বাধ্য হয়ে ইংরেজি তে কম্পিউটার ব্যবহার করি . তা করতে হয় অনেকটা বাধ্য হয়েই . যে এপ্লিকেশন বা সফটওয়ার গুলো আমরা ব্যবহার করি তার বেশিরভাগ এরই ভাষা হিসেবে ব্যবহার হয় ইংরেজি কারণ এই এপ্লিকেশন গুলোর বেশির ভাগই ডেভেলপ হয় বাহিরে . তাই আমাদের অনেকের ইচ্ছা থাকা সত্তেও বাংলায় কম্পিউটার ব্যবহার করতে পারিনা . এইসব ব্যবহার কারীদের কথা মাথায় রেখেই আমি আজকে আপনাদের কিছু বাংলা এপ্লিকেশন এর কথা জানাব যা আপনারা উইন্ডজ এবং লিনাক্স দুই অপারেটিং সিস্টেমেই চলার মত ভার্সন আছে . এগুলো আবার বিনামূল্যে ব্যবহার করা যায় .এগুলো আসলে ওপেন সোর্স . তাহলে কথা না বাড়িয়ে আসুন দেখে নেই এপ্লিকেশন গুলো :

১. অফিস সুইট  ওপেন অফিস.অর্গ : ওপেন অফিস.অর্গ মুক্ত সফট ওয়ার গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় package সফট ওয়ার . মাইক্রোসফট অফিস এর সমকক্ষ এই সফট ওয়ার দিয়ে লেখা লেখি , হিসাব নিকাশ , উপস্থাপনা , গ্রাফিক্স সহ সবধরনের কাজ করা যায় .
2. ইন্টারনেট ব্রাউজার  মজিলা ফায়ারফক্স : ফায়ারফক্স এর সম্পর্কে কি আর বলব আমি . আপনারাই অনেক ভালো জানেন .
৩. ইমেল ক্লায়েন্ট  মজিলা থান্ডারবার্ড : এটা মজিলারই আরেকটা এপ্লিকেশন যা দ্বারা ইমেল আদান প্রদান করা যায় . এছাড়াও এতে রয়েছে উন্নত ইমেল ব্যবস্থাপনা , একাধিক ইমেল একাউন্ট থেকে ইমেল সংগ্রহ  এবং এড্রেস বুক .
৪. ইনস্টান্ট মেসেঞ্জার পিজিন : এটা হলো এমন একটি ইন্টারনেট ভিত্তিক চ্যাটিং ব্যবস্থা যা একই সাথে একাধিক নেটওয়ার্ক ই লগ ইন করা যায়  এবং চ্যাটিং করার সুযোগ দেয় .
৫. মিডিয়া প্লেয়ার ভি এল সি : এটা একটা মাল্টিমিডিয়া প্লেয়ার যা প্রায় সব ধরনের ফরমেট ই সাপোর্ট করে.

কি সবাই অবাক হলেন নাকি এটা ভেবে যে এগুলোর ভাষা ও তো ইংরেজি কিন্তু আমি কেন বংলায় বলছি এটা ভেবে ?

আসলে এগুলোর ও default ভাষা ইংরেজি কিন্তু বাংলা ভাষাভাষী দের জন্য কম্পিউটিং সহজ করার লক্ষে অঙ্কুর নামে একটি প্রতিষ্ঠান এগুলোর বাংলা ভার্সন বের করেছে . এই এপ্লিকেশন সফট ওয়ার গুলো সবগুলোই ওপেন সোর্স অর্থাৎ যে কেউ এগুলো বিনামূল্যে ব্যবহার , বিতরণ, পরিমার্জন , ও পরিবর্ধন করার অধিকার রাখে . অঙ্কুর এই সফট ওয়ার গুলো বাংলায় স্থানীয় করণ (অনুবাদ) করেছে যা আপনারা বিনামূল্যে ইন্টারনেট থেকে নামিয়ে ব্যবহার ও বিতরণ করতে পারবেন .
এগুলো ডাউনলোড করতে পারবেন http://www.ankur.org.bd এই ঠিকানা থেকে .
এখানে এগুলোর সাথে বাংলা স্পেল চেকার ও পাবেন .যা ইউনিকোড ভিত্তিক প্রথম বাংলা বানান পরীক্ষক . এতে ৩ লক্ষাধিক বাংলা সব্দ রয়েছে . এবং প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে. এটি ভুল বাংলা বানান সনাক্ত করতে পারে এবং ভুল বানানের জন্য সম্ভাব্য শুদ্ধ বানানের একটি তালিকাও দেয় . বর্তমানে এটি ওপেন অফিস.অর্গ , ফায়ারফক্স , এবং থান্ডারবার্ড এর সাথে ব্যবহার করতে পারবেন . প্রত্যেকটির জন্য আলাদা আলাদা pakckage উপরের লিঙ্ক থেকেই ডাউনলোড করতে পারবেন .

**এছাড়াও অঙ্কুর এর আছে "হৈমন্তী" নামে লিনাক্স ভিত্তিক বাংলা ভাষায়  প্রথম এবং একটি পরিপূর্ণ অপারেটিং সিস্টেম . হৈমন্তিতে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, প্রেজেন্টেশন টুল,ইমেল ক্লায়েন্ট, ইন্টারনেট ব্রাউজার সহ আরো বেশকিছু সফটওয়ার বাংলায় আছে . অঙ্কুর ২০০৮ সালে "হৈমন্তী" এর জন্য ই-লোকালাইজেশন কাটাগরী তে মান্থান পুরস্কার লাভ করে .

***আমি টেকটিউনস এ আশি অনেক দিন হলো কিন্তু টিউন করতে ভয় পাই . কারণ আমি মনে করি এখানে সবাই আমার থেকে বেশি জানে . এটা মাত্র আমার দ্বিতীয় টিউন . তাই আমি একজন নবীন টিউনার . তাই কোনো ভুলত্রুটি হলে সবাই  ক্ষমা করবেন এবং আমার ভুলগুলো আমাকে বলবেন প্লিজ .

Level 0

আমি জিয়াউস সামাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a professional full stack web developer.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo ………………………

Level 0

ইচ্ছা থাকা সত্তেও বাংলায় কম্পিউটার ব্যবহার করতে পারিনা .Thanks your post ….Today i find excellent web site name is http://www.moonbd.com

You not only accept my Thank but also smile. please sent back a smile. your link is so attractive that can not be explain.

আপনার সুন্দর কিছু তথ্যের জন্য ধন্যবাদ। চালিয়ে যান। http://zcwblog.co.cc

ধন্যবাদ। http://www.bdweblinks.com

Level 2

বুলবুল ভাই, আপনার টিউনটির উদ্দেশ্যটা কি তা বুঝার অপেক্ষা রাখেনা। এজন্য ধন্যবাদ। কিন্তু আমরা যারা টেকটিউন্স এ কমেন্ট করি তারা তো ইচ্ছা করলেই বাংরায় কমেন্ট করতে পারি তাই না? কিন্তু করছি এর বিপরীত। সবার দিকে লক্ষ করে বলছি। এ অভ্যাসগুলো পরিবর্তন করুন। আপনারা যদি বাংলা লিখার সফটওয়ার না থাকে আপনাদের কাছে তবে, http://www.omicronlab.com/avro-keyboard.html এই লিংক থেকে সংগ্রহ করুন।

ধন্যবাদ।

টিউন ভালো হয়েছে। ধন্যবাদ।

ধন্যবাদ, খুবই ভালো। আমি নিজে উবুনটু বাংলায় ইন্সটল দিয়েছি এবং চেষ্টা করছি বাংলায় কম্পিউটিং করার জন্য।
বাংলা রেডিও পোর্টাল

Level 3

ধন্যবাদ।