আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা অনেকটা বাধ্য হয়ে ইংরেজি তে কম্পিউটার ব্যবহার করি . তা করতে হয় অনেকটা বাধ্য হয়েই . যে এপ্লিকেশন বা সফটওয়ার গুলো আমরা ব্যবহার করি তার বেশিরভাগ এরই ভাষা হিসেবে ব্যবহার হয় ইংরেজি কারণ এই এপ্লিকেশন গুলোর বেশির ভাগই ডেভেলপ হয় বাহিরে . তাই আমাদের অনেকের ইচ্ছা থাকা সত্তেও বাংলায় কম্পিউটার ব্যবহার করতে পারিনা . এইসব ব্যবহার কারীদের কথা মাথায় রেখেই আমি আজকে আপনাদের কিছু বাংলা এপ্লিকেশন এর কথা জানাব যা আপনারা উইন্ডজ এবং লিনাক্স দুই অপারেটিং সিস্টেমেই চলার মত ভার্সন আছে . এগুলো আবার বিনামূল্যে ব্যবহার করা যায় .এগুলো আসলে ওপেন সোর্স . তাহলে কথা না বাড়িয়ে আসুন দেখে নেই এপ্লিকেশন গুলো :
১. অফিস সুইট ওপেন অফিস.অর্গ : ওপেন অফিস.অর্গ মুক্ত সফট ওয়ার গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় package সফট ওয়ার . মাইক্রোসফট অফিস এর সমকক্ষ এই সফট ওয়ার দিয়ে লেখা লেখি , হিসাব নিকাশ , উপস্থাপনা , গ্রাফিক্স সহ সবধরনের কাজ করা যায় .
2. ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্স : ফায়ারফক্স এর সম্পর্কে কি আর বলব আমি . আপনারাই অনেক ভালো জানেন .
৩. ইমেল ক্লায়েন্ট মজিলা থান্ডারবার্ড : এটা মজিলারই আরেকটা এপ্লিকেশন যা দ্বারা ইমেল আদান প্রদান করা যায় . এছাড়াও এতে রয়েছে উন্নত ইমেল ব্যবস্থাপনা , একাধিক ইমেল একাউন্ট থেকে ইমেল সংগ্রহ এবং এড্রেস বুক .
৪. ইনস্টান্ট মেসেঞ্জার পিজিন : এটা হলো এমন একটি ইন্টারনেট ভিত্তিক চ্যাটিং ব্যবস্থা যা একই সাথে একাধিক নেটওয়ার্ক ই লগ ইন করা যায় এবং চ্যাটিং করার সুযোগ দেয় .
৫. মিডিয়া প্লেয়ার ভি এল সি : এটা একটা মাল্টিমিডিয়া প্লেয়ার যা প্রায় সব ধরনের ফরমেট ই সাপোর্ট করে.
কি সবাই অবাক হলেন নাকি এটা ভেবে যে এগুলোর ভাষা ও তো ইংরেজি কিন্তু আমি কেন বংলায় বলছি এটা ভেবে ?
আসলে এগুলোর ও default ভাষা ইংরেজি কিন্তু বাংলা ভাষাভাষী দের জন্য কম্পিউটিং সহজ করার লক্ষে অঙ্কুর নামে একটি প্রতিষ্ঠান এগুলোর বাংলা ভার্সন বের করেছে . এই এপ্লিকেশন সফট ওয়ার গুলো সবগুলোই ওপেন সোর্স অর্থাৎ যে কেউ এগুলো বিনামূল্যে ব্যবহার , বিতরণ, পরিমার্জন , ও পরিবর্ধন করার অধিকার রাখে . অঙ্কুর এই সফট ওয়ার গুলো বাংলায় স্থানীয় করণ (অনুবাদ) করেছে যা আপনারা বিনামূল্যে ইন্টারনেট থেকে নামিয়ে ব্যবহার ও বিতরণ করতে পারবেন .
এগুলো ডাউনলোড করতে পারবেন http://www.ankur.org.bd এই ঠিকানা থেকে .
এখানে এগুলোর সাথে বাংলা স্পেল চেকার ও পাবেন .যা ইউনিকোড ভিত্তিক প্রথম বাংলা বানান পরীক্ষক . এতে ৩ লক্ষাধিক বাংলা সব্দ রয়েছে . এবং প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে. এটি ভুল বাংলা বানান সনাক্ত করতে পারে এবং ভুল বানানের জন্য সম্ভাব্য শুদ্ধ বানানের একটি তালিকাও দেয় . বর্তমানে এটি ওপেন অফিস.অর্গ , ফায়ারফক্স , এবং থান্ডারবার্ড এর সাথে ব্যবহার করতে পারবেন . প্রত্যেকটির জন্য আলাদা আলাদা pakckage উপরের লিঙ্ক থেকেই ডাউনলোড করতে পারবেন .
**এছাড়াও অঙ্কুর এর আছে "হৈমন্তী" নামে লিনাক্স ভিত্তিক বাংলা ভাষায় প্রথম এবং একটি পরিপূর্ণ অপারেটিং সিস্টেম . হৈমন্তিতে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, প্রেজেন্টেশন টুল,ইমেল ক্লায়েন্ট, ইন্টারনেট ব্রাউজার সহ আরো বেশকিছু সফটওয়ার বাংলায় আছে . অঙ্কুর ২০০৮ সালে "হৈমন্তী" এর জন্য ই-লোকালাইজেশন কাটাগরী তে মান্থান পুরস্কার লাভ করে .
***আমি টেকটিউনস এ আশি অনেক দিন হলো কিন্তু টিউন করতে ভয় পাই . কারণ আমি মনে করি এখানে সবাই আমার থেকে বেশি জানে . এটা মাত্র আমার দ্বিতীয় টিউন . তাই আমি একজন নবীন টিউনার . তাই কোনো ভুলত্রুটি হলে সবাই ক্ষমা করবেন এবং আমার ভুলগুলো আমাকে বলবেন প্লিজ .
আমি জিয়াউস সামাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a professional full stack web developer.
valo ………………………