জেনে নিন অভ্র-তে কীভাবে স্কিন ইনস্টল করবেন+ ৪টি আকর্ষণীয় স্কিন

আশা করি ভালো আছেন।শিরোনাম দেখে বুঝছেন আমি কী করব তবে আপনারা চাইলে skin বানানোর টিউটোরিয়াল করব।

স্ক্রীনশর্টঃ

Photoshop:

Crystal V2.0:

Crystal:

Compact:

স্ক্রীনশর্ট যত বাজে, আসল গুলো তার চেয়ে ভালো

১মে নিচের লিঙ্ক হতে skin ৪টি নিয়ে নিন।

http://www.4shared.com/rar/foaF12a6/avro_skin.html

ইনস্টলেশনঃ

WinRar দিয়ে unrar করে নিন।এবার skin এর উপর double click করুন। একটা ম্যাসেজ আসবে,অর্থাৎ আপনার ইনস্টলেশন শেষ।OK করুন।এবার skin change করার পালা, এজন্য নিচের ছবিগুলো ফলো করুনঃ

ধন্যবাদ সবাইকে। Feedback আশা করছি।

Level 0

আমি seeam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডিফল্ট স্কিনটাই সবচাইতে সুন্দর…তারপরেও ধন্যবাদ টিউন করার জন্য।

    Level 0

    @নেটিজেন।: সেগুলোতে বড় বড় ডিজাইনারদের। আমি ছোটমানুষ এতেই খূশি।

Level 0

Ami o tuner hote cai..ekta wap kulte cai mobile app er.jekane java,symbin,android app thakbe+blog style mane oi gular detials…apnader karo maddome kulbo.ami temon bujina..bajet koto lagbe??

আমি তো বিজয় কি-বোর্ড ব্যবহার করি। অর্থাৎ বিজয় লে-আউটে না দেখেই লিখতে পারি। আমি কি বিজয় লে-আউটে অভ্রতে লিখতে পারব? যদি পারি তাহলে কি করতে হবে? এখানে লেখার ক্ষেত্রে আমি অভ্র কনর্ভাটার ব্যবহার করি।

    একে বারে সোজা আপনি ইচ্ছে করলে অভ্র দিয়ে বিজয় কী বোর্ড ব্যবহার করতে পারবেন। আমি সবসময় অভ্র দিয়ে বিজয় কী বোর্ড ব্যবহার করি।

Level 0

অভ্রর কীবোর্ড লেআউট মেকার দিয়ে পারবেন।বিস্তারিত জানতে আপনার অভ্রর help থেকে files crating/editing fixed keyboard layouts.pdf।আপনার অভ্র ইনস্টল ডিরক্টরীতেই পাবেন।

@আব্দুল আহাদ মিয়া @seeam: ধন্যবাদ ভাই আহাদ ও ভাই সিয়ামকে। তবে আহাদ ভাই কিন্তু কিভাবে করব তা বলেননি। তবে সিয়াম ভাই বলেছেন। দু’জনকেই আবারো ধন্যবাদ।