Avro ইন্সটলের পর Firefox এ বাংলা সমস্যা? নিজেই সমাধান করুন!!!

আমি কোন অভিজ্ঞ টিউনার নই। সফটওয়ার/ হার্ডওয়্যার এক্সপার্টও নই। সুতরাং যে কোন কাজ নিজ দায়িত্বে করুন।

 

 

 

কিছু দিন আগে সব জায়গায় বাংলা লিখার জন্য সুবিধার জন্য Avro Software  Install করেছিলাম।  পরে দেখি আমার জান-প্রাণ ব্রাউজার Firefox এর ১২টা বেজে গেছে। সব বাংলা লেখা এলোমেলো হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম Avro Software কারণে  এ সমস্যা।  তাই আবার Avro Software টি Uninstall করে দিলাম।

কিন্তু সমস্যা আর যায় না। মনে হল আমি শেষ, কারন facebook এ ফ্রেন্ডদের লেখা বাংলাগুলো আর পড়া যাচ্ছেনা। ফায়ার ফক্সের ফন্ট সেটিং এ গিয়ে সবকিছু পরিবর্তন করে দেখলাম, কিন্তু এলোমেলো বাংলা আসার সমস্যাটি সমাধান হচ্ছেনা।

Google এ সার্চ দিলাম, অনেক বাংলা ফন্ট ইন্সটল করলাম। কিন্তু যে লাউ সে কদু। কি আর করা firefox ছেড়ে দিয়ে বাংলার জন্য chrome use করা শুরু করলাম। কিন্তু Chrome এ ফেসবুকের বাংলা লিখা গুলোর মাঝে মাঝে চারকোনা বাক্সের মত আসতে শুরু করল। যার করণে ঐ লাইন গুলো আর পড়তে পারছিলাম না। শেষ পর্যন্ত অনেক গুতাগুতি করে ফায়ার ফক্সে এলোমেলো বাংলা লেখা থেকে মুক্তি পেলাম।

একদম সহজ প্রক্রিয়াঃ
১।  প্রথমেই Siyam Rupali বাংলা ফন্টটি ডাউনলোড করে ইন্সটল করুন। নিচে লিঙ্ক
http://www.omicronlab.com/download/fonts/Siyamrupali.ttf
যাদের Siyam Rupali বাংলা ফন্টটি আগে থেকেই ইন্সটল করা আছে তারা ২য় ধাপে চলে যান।

২। ফায়ার ফক্সের address বারে গিয়ে লিখুন about:config ( copy-paste করুন)

এরপর Enter দিন। অনেকটা blank পেজের মাঝখানে একটা মেসেজ দেখা যাবে। I'll be careful, I promise! এ ক্লিক করুন।

৩। নতুন যে পেজটি আসবে এর Search বাক্সে(বামপাশে উপরে কোনায় Preference Name এর উপরে) নিচের লিখাটি সার্চ(copy-paste) করুন...

font.name.serif.x-western

 

 

 

 

 

 

 

এরপর font.name.serif.x-western এ Double Click করুন। একটি মেসেজ আসবে

৪) সেখানে নিচের লিখা ফন্টের নামটি copy-pest করুন

Siyam Rupali

এরপর ok করে বের হয়ে যান। ফায়ার ফক্স Exit করে আবার Open করুন ।
এবার দেখুন আপনার সমস্যার সমাধান হল কিনা।

বিঃদ্রঃ অভ্র বাংলা কি বোর্ড Uninstall করার কোন দরকার নেই।  অভ্র ছাড়াও ফায়ার ফক্সে যাদের বাংলা লেখা এলোমেলো দেখায় তারা এ কৌশলটি ব্যবহার করতে পারেন।

এটা আমার প্রথম টিউন। সমস্যা বা যে কোন পরামর্শ থাকলে জানান।

Level 0

আমি Dhaow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ…… কাজ হয়েছে……

সুন্দর টিউন ভালো হয়েছে

আসাধারন

dorkar chilo amar gotokal amar ek friend ei problem porchilo onno vabe soluion korte holo. kintu aponar ta mone hocche onek valo tricks. dhonobad aponake.

ভাই আপনার ২ নম্বার কথা টা বুঝলাম না। কি কপি পেস্টর কথা বলছেন আপনে।

Level 0

about:config। আপনার কাজ হইছে?

Level 0

সাহাব

১. firefox-এর অপশন মেনু থেকে content ট্যাব-এ যান।
২. default font এ Siyam Rupali সিলেক্ট করে OK করে বের হয়ে আসুন।
আবার ১ নং ধাপ অনুসরন করুন।
এখন default font এ Siyam Rupali এর পরিবর্তে চাইলে যেকোন ফন্ট যেমন Solaiman Lipi সিলেক্ট করে OK করে বের হয়ে আসুন।

সহজ সমাধান।

    Level 0

    @জাকারিয়া বাবু: @ জাকারিয়া বাবু
    আপনি যে ভাবে বললেন ও ভাবে অনেক ট্রাই করেও কেন জানি আমার কাজ হয়নি। হয়তো আমার অন্য কোথাও সমস্যা ছিল।

Level 0

joss amar problem solved.

প্রিয়তে 😎

প্রিয়তে 😎

ভাই, আমিও ফায়ারফক্সে বাংলা নিয়ে সমস্যায় পরেছিলাম।বিশেষ করে FB-তে এই সমস্যাটা হতো ।Windows-7 এ ফায়ারফক্স ব্যবহার করলে এই সমস্যাটা হয়।কিন্তু Windows XP-তে এই সমস্যা থাকে না।জানিনা আপনার সমাধান Windows-7 এর জন্য কতটুকু কার্যকর ।কারণ,বর্তমানে আমি Windows XP ব্যবহার করছি।Windows-7 এ ফায়ারফক্সে বাংলা নিয়ে সমস্যার জন্য আমার PC-তে অন্য একটা বিষয়কে কারণ হিসাবে অনুমান করি।সেই অনুমানের সমাধান হিসাবে যখন Microsoft Office XP – 2002 ইনষ্টল করি।ব্যস,সমস্যার সমাধান হয়ে গেলো।আমার PC-তে সমস্যার কারণটা হলো যখন আমি Windows-7 ব্যবহার করতাম তখন Microsoft Office XP – 2002-এর পরিবর্তে Apache_OpenOffice_incubating_3.4.1_Win_x86_install_en-US ইনষ্টল করা ছিল। আপনাকে ধন্যবাদ আপনার সমাধান প্রয়াসের জন্য।

    Level 0

    @Sadeque Ahammed:
    আমি windows-7 use করছি। ফায়ার ফক্সের নতুন ভার্সন গুলোতে প্রথম দিকে বাংলা নিয়ে একটা সমস্যা হত। তবে win-7 use এর পর এ সমস্যা আমার আর হয় নি। কারন win 7 Install করার সাথে সাথেই Siyam Rupali, Solaiman Lipi এ ফন্ট গুলো Install করে নিতাম। আমার সমস্যা শুরু হল অভ্র নিয়ে।
    Solaiman Lipi চেয়ে Siyam Rupali ফন্টটি আমার ভাল লাগে।

@Dhaow:
ভাই আমি বাংলার জন্য অভ্র এবং অফিস সফ্টওয়ার গুলোর মধ্যে Open Office Org.- এর ভার্সনগুলো ব্যাতীত অন্য অন্য কোনোটাই ব্যবহার করিনা।কারণ আমাদের অফিসের কম্পিউটার গুলোতেও ঐ গুলো ইনষ্টল করা।তাই কাজের সুবিধার জন্য আমার ব্যাক্তিগত কম্পিউটারেও ঐ সফ্টওয়ার গুলো ইনষ্টল করে নিতে হয়েছে।Win-XP ব্যবহার কালে বাংলা নিয়ে কোথাও কোনো সমস্যা হয়নি।কিন্তু উক্ত দুটি সফ্টওয়ার বাঁধ্ সাধলো Win-7 এ এসে।জানিনা আপনি Win-7 এ অভ্র এর সাথে অফিস সফ্টওয়ার হিসাবে কোনটা ব্যবহার করেন।যদি Microsoft Office XP – 2002 , Microsoft Office-2007 অথবা 2010 ব্যবহার করেন তাহলে সমস্যা হবার কথা নয়,যে টা আমার বেলায় হয়নি Microsoft Office XP – 2002 ব্যবহার করে।আর বর্তমানে আমি ফায়ারফক্সের যে ভার্সনটা ব্যবহার করছি সেটা হলো Firefox Setup 20.0b1,File Version:4.42.0.0,Size 20.6 MB. যদি কখনো আবার Win-7 ইনষ্টল করি তখন আপনার টিপস্ টা Apply করে দেখব,ধন্যবাদ।

are ato kahini korar dorkar ase…..install korar somoy font Siyam Rupali ar pas theke tik cinho ta uthiye diye Install korle e hoy……….. kono vejale porte hoy na

ধন্যাবাদ অনেক অনেক , মুক্তি পেলাম ফায়ারফক্স আর অভ্রর জামেলা থেকে , সুন্দর টিউন হয়েছে ভাই ।

ধন্যাবাদ ভাই আমি ও এই রুগী ছিলাম …………এখন আমি সুস্থ আছি আপনার টিউনটা খাওয়ার পর ।

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ

Level 0

ভাই আপনার টিউনের জন্য ধন্যবাদ। আমার সমস্যার সমাধান হয়েছে তবে একটা জায়গায় সমস্যা এখনো রয়ে গেছে। Firefox এর Tab এর বাংলা Title এখনো আগের মতো ভাংগা ভাংগা আসতাছে। সমাধান পেলে উপকৃত হবো।

Level 0

ভালো হয়েছে। ধন্যবাদ।

Level New

kaj hoyese. thanks.

Level 0

ভাই tnx অনেক বেশি tnx

দারুণ পোষ্ট। কাজ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ!

Thanks friend