আমি কোন অভিজ্ঞ টিউনার নই। সফটওয়ার/ হার্ডওয়্যার এক্সপার্টও নই। সুতরাং যে কোন কাজ নিজ দায়িত্বে করুন।
কিছু দিন আগে সব জায়গায় বাংলা লিখার জন্য সুবিধার জন্য Avro Software Install করেছিলাম। পরে দেখি আমার জান-প্রাণ ব্রাউজার Firefox এর ১২টা বেজে গেছে। সব বাংলা লেখা এলোমেলো হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম Avro Software কারণে এ সমস্যা। তাই আবার Avro Software টি Uninstall করে দিলাম।
কিন্তু সমস্যা আর যায় না। মনে হল আমি শেষ, কারন facebook এ ফ্রেন্ডদের লেখা বাংলাগুলো আর পড়া যাচ্ছেনা। ফায়ার ফক্সের ফন্ট সেটিং এ গিয়ে সবকিছু পরিবর্তন করে দেখলাম, কিন্তু এলোমেলো বাংলা আসার সমস্যাটি সমাধান হচ্ছেনা।
Google এ সার্চ দিলাম, অনেক বাংলা ফন্ট ইন্সটল করলাম। কিন্তু যে লাউ সে কদু। কি আর করা firefox ছেড়ে দিয়ে বাংলার জন্য chrome use করা শুরু করলাম। কিন্তু Chrome এ ফেসবুকের বাংলা লিখা গুলোর মাঝে মাঝে চারকোনা বাক্সের মত আসতে শুরু করল। যার করণে ঐ লাইন গুলো আর পড়তে পারছিলাম না। শেষ পর্যন্ত অনেক গুতাগুতি করে ফায়ার ফক্সে এলোমেলো বাংলা লেখা থেকে মুক্তি পেলাম।
একদম সহজ প্রক্রিয়াঃ
১। প্রথমেই Siyam Rupali বাংলা ফন্টটি ডাউনলোড করে ইন্সটল করুন। নিচে লিঙ্ক
http://www.omicronlab.com/download/fonts/Siyamrupali.ttf
যাদের Siyam Rupali বাংলা ফন্টটি আগে থেকেই ইন্সটল করা আছে তারা ২য় ধাপে চলে যান।
২। ফায়ার ফক্সের address বারে গিয়ে লিখুন about:config ( copy-paste করুন)
এরপর Enter দিন। অনেকটা blank পেজের মাঝখানে একটা মেসেজ দেখা যাবে। I'll be careful, I promise! এ ক্লিক করুন।
৩। নতুন যে পেজটি আসবে এর Search বাক্সে(বামপাশে উপরে কোনায় Preference Name এর উপরে) নিচের লিখাটি সার্চ(copy-paste) করুন...
এরপর font.name.serif.x-western এ Double Click করুন। একটি মেসেজ আসবে
৪) সেখানে নিচের লিখা ফন্টের নামটি copy-pest করুন
Siyam Rupali
এরপর ok করে বের হয়ে যান। ফায়ার ফক্স Exit করে আবার Open করুন ।
এবার দেখুন আপনার সমস্যার সমাধান হল কিনা।
বিঃদ্রঃ অভ্র বাংলা কি বোর্ড Uninstall করার কোন দরকার নেই। অভ্র ছাড়াও ফায়ার ফক্সে যাদের বাংলা লেখা এলোমেলো দেখায় তারা এ কৌশলটি ব্যবহার করতে পারেন।
এটা আমার প্রথম টিউন। সমস্যা বা যে কোন পরামর্শ থাকলে জানান।
আমি Dhaow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ…… কাজ হয়েছে……