PC Dictionary, Vocabulary soft আর একটি অসাধারণ mobile soft

আমি নিয়মিত techtunes এ আসি আর শুধু পড়ি। লেখালেখির অভ্যাস একদমই নেই কিনা। বাংলা সাইট গুলোর মধ্যে techtunes আমার সবচেয়ে প্রিয়। আর এটা techtunes এর simplicity এর জন্যই। আর তার উপর কোন Ads নাই। নিঃস্বার্থ ভাবে এমন একটা সাইট সত্যিই নেই। এখনতো সাবাই সাইট বানাচ্ছে আর কিছু থাক আর না থাক Ads আছেই। মনে হয় যেন Ads এর সাইট। যা হোক, আজ Techtunes এ Dictionary নিয়ে এটা লেখা পড়ে আমার Collection এ থাকা একটা Dictionary আর কিছু আনুসাংঙ্গিক বিষয় Share করতে ইচ্ছে হলো, তাই এই পোষ্ট। আমি জানি না এর আগে এগুলো নিয়ে কোনো লেখা হয়েছে কিনা। যাই হোক, আজকের লেখার সবই Waliul ভাই এর বিভিন্ন Software এর উপর। আশা করি সবারই কাজে লাগবে।

Bangla Dictionary

এই Dictionary টি BUET এর Waliul ভাই এর । তিনি এটা সবার ব্যবহারের জন্যই তৈরি করেছেন। আমি ব্যাক্তিগত ভাবে এই Dictionary টি ব্যবহার করি। Dictionary টির কিছু feature-

- Size : মাত্র ৫.৭৯ মেগামাইট,

- ১৮,০০০ উপর word

- English to বাংলা and বাংলা to English

- Simple and Easy word search

- Unicode

Extra: পবিত্র কোরআন এর সব সুরার বাংলা ও ইংরেজি অনুবাদ

download: http://opentechbd.com/wali/BanglaDictionary.zip

Bangla Dictionary

Vocabulary Soft

যারা ইংরেজিতে নিজেদের দক্ষ করতে চান, তাদের জন্য এই Software । এর মাধ্যমে প্রয়োজনীয় Word meaning শিখতে পারবেন এবং তার উপর exam ও দিতে পারবেন। বিশেষ করে যারা IELTS বা Toffel করছেন তাদের জন্য অনেক উপকারে আসতে পারে। কিছু features:

- Size : only 4.95 MB

- Bangla to English; English to Bangla; English to English

- Day basis learning and exam system.

- Extra: পবিত্র কোরআন এর সব সুরার বাংলা ও ইংরেজি অনুবাদ

download: http://opentechbd.com/wali/VocabularySoft.zip

Vocabulary2

Vocabulary

Online Mobile Dictionary and many more:

উপরের দুটি Software ই PC তে ব্যবহার করার জন্য। কিন্তু আমাদের mobile এ ব্যবহার করার জন্যও Waliul ভাই সত্যিই কিছু কাজের software তৈরি করেছেন। PC তো আর সব জায়গাই নেয়া যায় না, কিন্তু মোবাইল তো পকেটেই থাকে। তো মাঝে মাঝেই class room এ বা অন্য কোথাও কোন বাংলা শব্দের অর্থ জানার প্রয়োজন হয় । তখন কি করবো? dictionary এর পাতা উলটাবো? তার কোন দরকারই নেই এখন। Just search and use । বা ধরুন আপনি যানজটে বসে বসে বিরক্ত। করার কিছুই নেই। কিন্তু আপনার কাছে এইটি থাকলে আপনি সেখানে বসে বসেই Toffel test, BCS testও দিতে পারবেন। Practice করতে পারবেন analogy, synonym, antonym । জানতে পারবেন Vocabulary, সাধারন জ্ঞান, সংবাদ শিরোনাম, খেলার খবর।

Software টির নাম হচ্ছে InfoCell। এটি মূলত internet/wap সংযোগে কাজ করে। তবে এতে data cost অনেক কম, কল্পনার চেয়েও কম। এই software এর ভিতরই আপনি সব পাবেন; মানে Dictionary, Vocabulary, সাধারন জ্ঞান, বিজ্ঞান, সংবাদ শিরোনাম, খেলার খবর। আছে  Toffel test, BCS test, analogy, synonym, antonym সহ আরো অনেক কিছু।  তাই যে কোন জায়গাই বসেই আপনার হাতের মুঠোই আপনি পাবেন Information bank। এর features:

- বাংলা অভিধান ( বাংলা -> English & English to বাংলা)। বাংলা কিন্তু লিখতে হবে English letter দিয়ে যেমন, বই হবে boi । এতে করে যাদের mobile এ বাংলা লেখা যায় না তারাও বাংলা শব্দ search করতে পারবে। software টি  অনেক ভালো কাজ করে। আর আগেই তো বলেছি, data cost অনেক কম।

- এখানে Vocabulary শেখা অনেক সহজ। আছে practice & Test system । মানে আপনি vocabulary practice করতে বা exam দিতে পারবেন।

- আমাদের জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে নিতে এতে আছে "সাধারণ জ্ঞান" ও "বিজ্ঞান"  নামে দুটি বিভাগ। দুটি বিভাগই অনেক section ও category  তে বিন্যস্ত। যেমন: সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক এ বিভক্ত। বাংলাদেশ আবার কয়েকটি category তে বিভক্ত। প্রতিটি category তে আছে বৃহৎ-ক্ষুদ্র, বিখ্যাত স্থান, ঢাকার স্থান, ঐতিহাসিক স্থান, স্থাপত্য, নদ নদী, জাদুঘর, প্রাচীন জনপদ, সংবিধান, সম্পদ, মুক্তি-অভ্যুদয়....... ..আরো অনেক অনেক। তেমনি ভাবে বিজ্ঞান শাখাতেও আছে পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, কম্পিউটার, আবিস্কার, ভূগোল...... ইত্যাদি। আবার এই পদার্থ-রসায়ন এর মধ্যেও আছে গতি, তাপ, কাজ, শব্দ...... নিয়ে sub category । সুতরাং বুঝতেই পারছেন এতে কি পরিমাণ Information অনেক সুন্দর করে এক সাথে সাজানো আছে।

- বাকি feature গুলো আপনারা নিজেরাই দেখে নেবেন। লেখতে লেখতে অনেক লিখে ফেলেছি।

download and install:

এর জন্য আপনাকে আপনার মোবাইল থেকে যেতে হবে এই (http://wap.opentechbd.com) সাইট এ। এই সাইটে যাওয়ার পর InfoCell নামে যে software টা আছে তা install করে নিন।

If you fail to download & install:

আমি অনেক আগে download করে ছিলাম । আজ download করার চেষ্টা করলাম কিন্তু download fail হচ্ছে বার বার। তাই, আমি আমার mobile থেকে software টি file গুলো upload করে দিলাম। যদি আপনাদেরও একই Problem হয় তাহলে এই link হতে zip file download করে unzip করে নিন। unzip করলে যে দুটি file পাওয়া যাবে তা mobile এ copy করুন। তারপর mobile ব্যবহার করে mobile এর যেখানে file দুটি copy করেছেন সেখানে যান। সেখানেই InfoCell software টি দেখতে পাবার কথা। তাহলে open করে উপভোগ করুন দারুন এই Software টি।

আপনারা Waliul ভাই এর Website টাও দেখে আসতে পারেন। Address: http://wali.opentechbd.com

লেখার অভ্যাস না থাকার পরও অনেক লিখে ফেলছি আমার প্রথম লেখায়। আপনাদের উপকারে লাগলেই আমার এই লেখা সার্থক। ভবিষ্যতে আমার ভালো লাগা firefox এর কিছু add-ons নিয়ে লিখবো ইনস্আল্লাহ। সবাই ভালো থাকবেন।

Level New

আমি Rezwan73। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks a lot for the help.

    Level New

    You are most welcome brother……

Dictionary তে কি নতুন শব্দ add করা যায়…??????

    Level New

    না ভাই। নতুন শব্দ যোগ করা যায় না। তবে dictionary টির size যেহেতু মাত্র ৫.৭৯ মে.বা. তাই download করে ব্যবহার করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

vhai khub valo tune korsen. apnar tune ta pore bes valo laglo.

apni next time a jodi tune koren tobe plz amake ta akta mail diben. plz

[email protected]

    Level New

    ইনস্‌আল্লাহ……

Level 0

কল্লল ভাই ….আছেন কেমন?

Level 0

ধন্যবাদ ।

Let me try 🙂

পিসিতে ব্যাবহারগুলো লিংক খালি।