একের পর এক গান গেয়েই চলে আমি বাংলা লিখতে পারিনা, আমার কম্পিউটার এ বিজয় নেই, অভ্র দিয়ে কীভাবে বাংলা লিখে? এই-সেই বলেই লিখে চলেছে বাংলা কে বাংলিশ এ। কিন্তু এতে কি ধরনের সমস্যা হচ্ছে তা আপনার বুঝতে পারছনে? আমাদের মূল ভাষা যেহেতু বাংলা তাই আমাদের অবশ্যই বাংলা অক্ষরে লিখতে হবে যেকোনো ওয়েব সাইট এ।
আপনি যখন কোন কমিউনিতি বা যেকোনো বাংলা পাতাতে যখন বাংলিশ লিখে থাকেন তখন অন্য ব্যবহারকারীরা আপনার লেখার মান তো দূরের কথা, আপনার লেখাটি পড়া থেকে এড়িয়ে যাবেন। এইসব কিছু নিয়ে আপনাদের সামনে কয়েকটি বিষয় উল্ল্যেখ করলাম।
১) আপনার লেখার কেউ মূল্যায়ন করবে নাঃ
আপনি যদি কোন কমিউনিটি বা পাতাতে কোন প্রকার প্রশ্ন বা সাহায্যের জন্য আবেদন করে থাকেন অথবা যেকোনো কারনে মন্তব্য করে থাকেন তাহলে আপনি সেই প্রশ্নের জবাব সহ অনান্য যেকোনো বিষয়ের তালিকা থেকে বাতিল হয়ে যাবে। এমন কি আপনার লেখাটি সেই পাতা থেকে মুছে ফেলতে পারে স্প্যাম বলে।
২) যেকোনো সময় অপমানিত হয়ে যেতে পারেনঃ
আমি নিজেই দেখেছি ফেসবুক এর একটা গ্রুপ এ কীভাবে একজন পরিচিত মানুষ অপমান হয়েছেন অ্যাডমিন এ কাছ থেকে। কারন সে সেখানে একটি বাংলিশ এ পোস্ট করেছিলো এবং কিছু সাহায্যের আবেদন ও করেছিলো। কিন্তু সেখানে থাকা অনান্য গণ্যমান্য ব্যবহারকারীগণ তাকে বলেছেন যেঃ "এই লেখাটি হয়তো বাংলা অক্ষরে লিখুন নয়তো ইংলিশ এ লিখুন। যদি এর পরে এই রকম ভুল হয় তাহলে আপনাকে ব্যান করা হবে।" তাহলে ভাবুন আপনিও এইরকম অপমানিত হতে পারেন যেকোনো সময়।
৩) আপনার লেখাটি সবার চোখ থেকে আড়ালে চলে যাবেঃ
যদি আপনি যেকোনো কমিউনিতি বা সোসিয়াল নেটওয়ার্ক গুলোতে আপনার কোন লেখা জমা দেন তাহলে সবার চোখ আপনার লেখাটির জন্য অন্ধ হয়ে যায় (আমি সত্যিই বলছি) মনে করুন আপনি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন বা টেকটিউনস আপনার একটি লেখা জমা দিলেন এবং অনেক বড় আশা করছেন যে আপনার লেখাতে অনেকগুলো মন্তব্য হবে। কিন্তু সবশেষে দেখবেন যে সাইটের একজন মোডারেটর এসে পোস্টটি মুছে ফেলে দিয়েছেন 🙁 সেই সাথে আপনি তাদের কে আপনার মুখে যত ধরনের গালি-গালাজ আছে তা মোডারেটর কে দিয়ে বসে আছেন 🙁 এটা অবশ্যই সঠিক কাজ নয়। কারন ভুল আপনারই হচ্ছে।
একজন গুরুকে আমি প্রশ্ন করেছিঃ কি কারনে আপনাকে আর সাহায্য করতে দেখতে দেখতে পাচ্ছি না?
আর উত্তরে সে বললঃ কই আমি তো ঠিকই সকল প্রশ্নের উত্তর দিয়ে সবাইকে সহযোগিতা করে থাকি। তবে ইদানীং বাংলিশ এ কিছু পোস্ট হচ্ছে যা আসলেই আমার অনেক অপছন্দ এবং আমি সেই পোস্টগুলো সব-সময় আমার চোখের সামনে থেকে লুকিয়ে রেখে দেই 🙂
তাহলে বুঝুন আপনি গুরুজনের কাছ থেকেও সাহায্য পাবেন না 🙁
৪) নিজের মূল্যায়ন নিজেই কমিয়ে দিচ্ছেনঃ
যতই ভালো বিষয় হোক আপনি যদি সেই বিষয়টি নিয়ে যেকোনো স্থানে আপনার একটি লেখা প্রকাশ করেন তাহলে বলবে, নিশ্চয় আপনি একটা গাধা (?) হয়তো কোন এক জায়গা থেকে কপি পেস্ট করেছে নইলে সে বুঝে নতুন কম্পু হাতে পেয়ে গুতাগুতি বাহাদুরি শুরু করেছে। তাহলে বুঝুন আপনার কোন আপনি অনেক জেনেও সবার কছে একটি গাধা (?) রূপ ধারন করলেন।
এই ধরনের অনেক কিছু আছে যা আপনার আপনার জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তাই এগুলো থেকে এড়িয়ে চলা উচিৎ।
এইবার কিছু কমন প্রশ্ন যারা প্রায় আমাকে সহ অনেক এক্সপার্ট দের বলে করে থাকেন অনেক নতুন ব্যবহারকারীরা। কিন্তু এইসব এর উত্তর পেয়েও অনেকেই বাংলা লিখতে আলসেমি করে 🙁 যা আসলেই একজন গাধার (?) কাজ ছাড়া কিছুই হতে পারে না।
প্রশ্ন গুলো যেমন হয়ঃ
বাংলা লেখার জন্য আপনাকে অনেক অভিজ্ঞ বা অনেক উন্নত মানের কম্পিউটার এর মালিক হতে হবে না। কম্পিউটার এ উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে উইন্ডোজ ৮ ও লিনাক্স উবন্তু এর যেকোনো সংস্করন আপনার কম্পিউটার এ ইন্সটল থাকলেই বাংলা লিখতে পারবেন।
বাংলা লেখার জন্য কিছু প্রয়োজনীয় সফটওয়্যারঃ
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একেবারে মনের কথা বলেছেন আমিনুল ভাই । আমিও বাংলিশে লেখা পোষ্ট গুলো ইগনোর করি সবসময় । টিউনের জন্য ধন্যবাদ ।
ইচ্ছে করলে এখান থেকেও বাংলিশ লিখে বাংলাতে কনভার্ট করা যায় ! সফটওয়্যার ছাড়া এই সুবিধাটুকু অনেক, তারপরও এটা সফটওয়্যার ইউজ করার মত ভালো কাজ দেয়না