বাংলা ভাষার অবদান রাখতে বাংলিশ ছেড়ে বাংলা অক্ষরে লিখুন…

একের পর এক গান গেয়েই চলে আমি বাংলা লিখতে পারিনা, আমার কম্পিউটার এ বিজয় নেই, অভ্র দিয়ে কীভাবে বাংলা লিখে? এই-সেই বলেই লিখে চলেছে বাংলা কে বাংলিশ এ। কিন্তু এতে কি ধরনের সমস্যা হচ্ছে তা আপনার বুঝতে পারছনে? আমাদের মূল ভাষা যেহেতু বাংলা তাই আমাদের অবশ্যই বাংলা অক্ষরে লিখতে হবে যেকোনো ওয়েব সাইট এ।

আপনার সম্বন্ধে কি কি ধরনের চিন্তা ভাবনা করে অন্যরা?

আপনি যখন কোন কমিউনিতি বা যেকোনো বাংলা পাতাতে যখন বাংলিশ লিখে থাকেন তখন অন্য ব্যবহারকারীরা আপনার লেখার মান তো দূরের কথা, আপনার লেখাটি পড়া থেকে এড়িয়ে যাবেন। এইসব কিছু নিয়ে আপনাদের সামনে কয়েকটি বিষয় উল্ল্যেখ করলাম।

১) আপনার লেখার কেউ মূল্যায়ন করবে নাঃ 

আপনি যদি কোন কমিউনিটি বা পাতাতে কোন প্রকার প্রশ্ন বা সাহায্যের জন্য আবেদন করে থাকেন অথবা যেকোনো কারনে মন্তব্য করে থাকেন তাহলে আপনি সেই প্রশ্নের জবাব সহ অনান্য যেকোনো বিষয়ের তালিকা থেকে বাতিল হয়ে যাবে। এমন কি আপনার লেখাটি সেই পাতা থেকে মুছে ফেলতে পারে স্প্যাম বলে।

২) যেকোনো সময় অপমানিত হয়ে যেতে পারেনঃ

আমি নিজেই দেখেছি ফেসবুক এর একটা গ্রুপ এ কীভাবে একজন পরিচিত মানুষ অপমান হয়েছেন অ্যাডমিন এ কাছ থেকে। কারন সে সেখানে একটি বাংলিশ এ পোস্ট করেছিলো এবং কিছু সাহায্যের আবেদন ও করেছিলো। কিন্তু সেখানে থাকা অনান্য গণ্যমান্য ব্যবহারকারীগণ তাকে বলেছেন যেঃ "এই লেখাটি হয়তো বাংলা অক্ষরে লিখুন নয়তো ইংলিশ এ লিখুন। যদি এর পরে এই রকম ভুল হয় তাহলে আপনাকে ব্যান করা হবে।" তাহলে ভাবুন আপনিও এইরকম অপমানিত হতে পারেন যেকোনো সময়।

৩) আপনার লেখাটি সবার চোখ থেকে আড়ালে চলে যাবেঃ

যদি আপনি যেকোনো কমিউনিতি বা সোসিয়াল নেটওয়ার্ক গুলোতে আপনার কোন লেখা জমা দেন তাহলে সবার চোখ আপনার লেখাটির জন্য অন্ধ হয়ে যায় (আমি সত্যিই বলছি) মনে করুন আপনি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন বা টেকটিউনস  আপনার একটি লেখা জমা দিলেন এবং অনেক বড় আশা করছেন যে আপনার লেখাতে অনেকগুলো মন্তব্য হবে। কিন্তু সবশেষে দেখবেন যে সাইটের একজন মোডারেটর এসে পোস্টটি মুছে ফেলে দিয়েছেন 🙁 সেই সাথে আপনি তাদের কে আপনার মুখে যত ধরনের গালি-গালাজ আছে তা মোডারেটর কে দিয়ে বসে আছেন 🙁  এটা অবশ্যই সঠিক কাজ নয়। কারন ভুল আপনারই হচ্ছে।

একজন গুরুকে আমি প্রশ্ন করেছিঃ কি কারনে আপনাকে আর সাহায্য করতে দেখতে দেখতে পাচ্ছি না?

আর উত্তরে সে বললঃ কই আমি তো ঠিকই সকল প্রশ্নের উত্তর দিয়ে সবাইকে সহযোগিতা করে থাকি। তবে ইদানীং বাংলিশ এ কিছু পোস্ট হচ্ছে যা আসলেই আমার অনেক অপছন্দ এবং আমি সেই পোস্টগুলো সব-সময় আমার চোখের সামনে থেকে লুকিয়ে রেখে দেই 🙂

তাহলে বুঝুন আপনি গুরুজনের কাছ থেকেও সাহায্য পাবেন না 🙁

৪) নিজের মূল্যায়ন নিজেই কমিয়ে দিচ্ছেনঃ

যতই ভালো বিষয় হোক আপনি যদি সেই বিষয়টি নিয়ে যেকোনো স্থানে আপনার একটি লেখা প্রকাশ করেন তাহলে বলবে, নিশ্চয় আপনি একটা গাধা (?) হয়তো কোন এক জায়গা থেকে কপি পেস্ট করেছে নইলে সে বুঝে নতুন কম্পু হাতে পেয়ে গুতাগুতি বাহাদুরি শুরু করেছে। তাহলে বুঝুন আপনার কোন আপনি অনেক জেনেও সবার কছে একটি গাধা (?) রূপ ধারন করলেন।

এই ধরনের অনেক কিছু আছে যা আপনার আপনার জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তাই এগুলো থেকে এড়িয়ে চলা উচিৎ।

যেভাবে সাহায্য করা হয় ও ফল পাওয়া যায়

এইবার কিছু কমন প্রশ্ন যারা প্রায় আমাকে সহ অনেক এক্সপার্ট দের বলে করে থাকেন অনেক নতুন ব্যবহারকারীরা। কিন্তু এইসব এর উত্তর পেয়েও অনেকেই বাংলা লিখতে আলসেমি করে 🙁 যা আসলেই একজন গাধার (?) কাজ ছাড়া কিছুই হতে পারে না।

প্রশ্ন গুলো যেমন হয়ঃ

  • ভাই আমি বাংলা লিখতে পারি না কি করবো?
  • বস আপনি কীভাবে বাংলা লিখেন আমাদের শেখান
  • গুরু বাংলা লেখার সফটওয়্যার টা দেন তো
তবে এই প্রশ্ন গুলো বাংলাতে করা হয়না বাংলিশ এ করা হয় 😀
প্রতিবয়ার এর  মত করেই  সকল প্রশ্নের উত্তর দিয়ে দেই। কিন্তু তারপরেও দেখি তাদের নানা বাহানা।
বাহানাগুলোঃ
  • সফটওয়্যারটি অনেক ভাল কিন্তু আমার পিসি স্লো করে
  • আমার পিসি হাং করে
  • আমার কম্পিউটার এ যায়গা কম, র‍্যাম ইত্যাদি।
এইসব শুনে অনেক রাগ হলেও রেগে যাওয়া যায়না। রাগলেও বলবে অমুক এর ব্যবহার কঠিন খারাপ 😛

আপনাদের জন্য বাংলা লেখার সহজ সমাধান

বাংলা লেখার জন্য আপনাকে অনেক অভিজ্ঞ বা অনেক উন্নত মানের কম্পিউটার এর মালিক হতে হবে না। কম্পিউটার এ উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে উইন্ডোজ ৮ ও লিনাক্স উবন্তু এর যেকোনো সংস্করন আপনার কম্পিউটার এ ইন্সটল থাকলেই বাংলা লিখতে পারবেন।

বাংলা লেখার জন্য কিছু প্রয়োজনীয় সফটওয়্যারঃ

  • অভ্র - বর্তমান সময়ের সব চাইতে জনপ্রিয় একটি সফটওয়্যার এবং সফটওয়্যারটি বিনামূল্যে ওমিক্রন ল্যাব থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ব্যবহার এর নির্দেশিকা কিছুটা এই লিংক এ ভিজিট করলেই পাবেন। অভ্র দিতে ফোনেটিক মুডে বাংলা লিখতে পারবেন যা বাংলিশ লেখার মতয় সহজ।
  • বিজয় - অনেক আগে থেকেই বিজয়ের ব্যবহারকারী অনেক, তবে সফটওয়্যারটি কিছু টাকার বিনিময়ে আনন্দ কম্পিউটার থেকে কিনে নিতে হয়। বিজয় দিয়ে ইউনিকোড লিখতে চাইলে আপনাকে বিজয়ের সর্বনিম্ন সংস্করণ ২০০৯ ব্যবহার করতে হবে। ইউনিকোড দিয়ে লেখার জন্য কিবোর্ড থেকে CTRL + ALT + V চাপ দিতে হবে। আনন্দ কম্পিউটার্স এখন আপনাদের জন্য বিনামূল্যে বিজয় ইন্টারনেট সফটওয়্যার দিচ্ছে সেটা ডাউনলোড করেও বাংলা লিখতে পারেন।
  • শাব্দিক - যদিও এই সফটওয়্যার টি অনেক জনপ্রিয় নয়, তারপরেও সফটওয়্যার টি আমার কাছে বেশ কাজের মনে হয়।
উপরের সকল সফটওয়্যার গুলো দিয়ে আপনি খুব সহজেই ইউনিকোড  ভাবে বাংলা লিখতে পারবেন। আশা করি আপনাদের এই সফটওয়্যার এর মধ্যে যেকোনো একটি ব্যবহার করে বাংলা লিখবেন।
ধন্যবাদ সবাইকে, আর যেকোনো মন্তব্য বাংলায় করুন।

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইচ্ছে করলে এখান থেকেও বাংলিশ লিখে বাংলাতে কনভার্ট করা যায় ! সফটওয়্যার ছাড়া এই সুবিধাটুকু অনেক, তারপরও এটা সফটওয়্যার ইউজ করার মত ভালো কাজ দেয়না

    @মুন্না: হ্যাঁ, এছাড়াও আরোও অনেক প্ল্যাটফরম আছে যেখানে বিজয় থেকে অথবা আসকি থেকে ইউনিকোড এ কনভার্ট করা যায়। তার পরেও কেউ সহজে বাংলা লিখতে চাইনা 🙁

সরি লিংক টা অ্যাড হয়নি
http://www.google.com/transliterate

একেবারে মনের কথা বলেছেন আমিনুল ভাই । আমিও বাংলিশে লেখা পোষ্ট গুলো ইগনোর করি সবসময় । টিউনের জন্য ধন্যবাদ ।

    @ক্রিস্টাল হার্ট: হুউম, সেটাই ভালো হয়। আসলে যদি পদ্ধতি থেকেও সে বাংলা না লিখে তাহলে ইগনোর করাই ভাল। কারন এখন উইন্ডোজ সেভেন ও ৮ এ আগে থেকেই বাংলা লেখার জন্য কিবোর্ড লেআউট দেয়া থাকে।

Level New

ধন্যবাদ।

সত্যিই বিষয়টি খুব বিরক্তিকর। সবার দৃষ্টি আকর্ষণ করায় আপনাকে ধন্যবাদ।

একদম ঠিক কথা বলেছেন লেখক ভাই। সবার উচিৎ বাংলায় লিখা।
এই পোস্টটি ‘নির্বাচিত পোস্ট’ হিসেবে মনোনয়ন দেওয়া হোক। 🙂

    @আমিনুল ইসলাম: ভাই, আমার মনে হয় আপনি এই কথাটি আমাকে বলছেন (আমি Android Gamer X এর Admin)।

    “২) যেকোনো সময় অপমানিত হয়ে যেতে পারেনঃ
    আমি নিজেই দেখেছি ফেসবুক এর একটা গ্রুপ এ কীভাবে একজন পরিচিত মানুষ অপমান হয়েছেন অ্যাডমিন এ কাছ থেকে। কারন সে সেখানে একটি বাংলিশ এ পোস্ট করেছিলো এবং কিছু সাহায্যের আবেদন ও করেছিলো। কিন্তু সেখানে থাকা অনান্য গণ্যমান্য ব্যবহারকারীগণ তাকে বলেছেন যেঃ “এই লেখাটি হয়তো বাংলা অক্ষরে লিখুন নয়তো ইংলিশ এ লিখুন। যদি এর পরে এই রকম ভুল হয় তাহলে আপনাকে ব্যান করা হবে।” তাহলে ভাবুন আপনিও এইরকম অপমানিত হতে পারেন যেকোনো সময়।”

    আমি কউকে অপমান করার জন্য এটা বলিনি। এই নিয়ে অনেক কথা/কমেন্ট ফেসবুক এ হয়েছে এবং আমি এটা নিয়ে তর্ক করবনা কিন্তু আপনার একবার আমার গ্রুপ এর নিয়ম গুলা পড়ে নেওয়ার দরকার ছিলঃ
    “Welcome To the Group of Android Gamers X. This Group is for Android User.
    Let’s Talk about Android Games and Apps, Your F
    favorite, The Best Game/App of Whole Time. Share your High Score of your Favorite Game, How much you Enjoy playing a Game and many more.

    Please, use English and Bangla Language only(শেষ লাইনটা পরেন ভাই)”

    আশাকরি আপনি ভুলটা বুজতে পেরেছেন এবং আমার কথায় যদি কষ্ট বা অপমান বোধ করেন তবে আমাকে ক্ষমা করবেন।

    আমি শুধু Android ব্যাবহার কারিদের কে সামান্য সমস্যার সমাধান করার জন্য গ্রুপটা বানিয়েছি, কউকে কষ্ট বা অপমান করার জন্য নয়।

      @Moyan Hossain: 😀 আমি কোনোদিন আপনার গ্রুপ এ যায়নি ও আমি জানিনা যে সেই নামে এইরকম একটি গ্রুপ ও আছে। আমি অন্য একটি গ্রুপ এ দেখেছি তাই এখানে উল্ল্যেখ করেছি। হয়তো আপনার গ্রুপেও এইরকম হয়েছিলো। কিন্তু অনেকগুলো গ্রুপ আছে যেখানে এই ধরনের কথাবার্তা হয়ে থাকে।

      আপনাকে আপনার গ্রুপ কে কোন উদ্দেশ্য করে কিছু বলা হয়নি। তাই অনুগ্রহ করে আপনি নিজেই নিজের কস্ট নিয়েন না ভাই।

      ধন্যবাদ!

    @প্রীতম চক্রবর্তী: আমি একমত। আজকাল অনেকে বাংলিশ ও হিন্দিতে পোস্ট করে যা পরতে খুব কষ্ট হয় এবং অনেক কথা বুজা যায়না 🙁

    @প্রীতম চক্রবর্তী: হুউম, বাংলা লিখতে চাইলে তো আর অনেক টাকা দিয়ে সফটওয়্যারও কিনতে হয়না তাই সবাই বাংলা লিখতে পারে কিন্তু কেউ লিখছে না।

    ধন্যবাদ

দারুন একটি টিউন করেছেন।
বিজয় দিয়ে শুধুমাত্র ইন্টারনেটে ইউনিকোডে বাংলা লেখার জন্য আনন্দ কম্পিউটারস এর ফ্রি ভার্সন আছে
পাওয়া যাবে এখানেঃ http://www.bijoyekushe.net/html/downloadInternet.html
এটা আপনার টিউনে যুক্ত করে দিতে পারেন।

সুন্দর লিখেছেন আমিনুল ইসলাম: ভাই।
ধন্যবাদ সাইফুল ভাই। বিজয় ইন্টারনেট এর লিঙ্ক দেয়ার জন্য।

মনের কথা বলেছেন।

নাচতে না জানলে উঠোন ব্যাকা! 😀 কিছু কিছু পাব্লিক আছে এমনি। নিজেও খায় না, জোর করে খায়াইলেও খায় না! 😉 বাই দ্যা অয়ে, ভাল তথ্য পূর্ণ টিউনের জন্য ধন্যযোগ! এখন পূরোপুরি অভ্র তেই আছি! ইউনিকোড, আনসি ২ মুডেই! 🙂